Ajker Patrika

এমভি আবদুল্লাহকে ‘নিরাপদ সাগরে’ রেখে গেল ইইউ নেভির যুদ্ধজাহাজ

জমির উদ্দিন, চট্টগ্রাম
আপডেট : ১৮ এপ্রিল ২০২৪, ১৬: ০৩
এমভি আবদুল্লাহকে ‘নিরাপদ সাগরে’ রেখে গেল ইইউ নেভির যুদ্ধজাহাজ

সোমালিয়ার জলদস্যুদের থেকে মুক্ত ২৩ নাবিকসহ বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহকে সাগরের নিরাপদ এলাকায় রেখে ফিরে গেছে পাহারায় থাকা ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নৌবাহিনীর দুই যুদ্ধজাহাজ। আরবসাগরে জলদস্যুতা মোকাবিলায় নিয়োজিত অপারেশন আটলান্টার জাহাজ দুটি বুধবার রাতে চলে যায়।

এমভি আবদুল্লাহর মালিক চট্টগ্রামের কবির গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্যাপ্টেন মেহেরুল করিম আজকের পত্রিকাকে বলেন, এখন এমভি আবদুল্লাহ নিরাপদ জায়গায় রয়েছে। এ কারণে যুদ্ধজাহাজ দুটি ছেড়ে চলে যায়। তবে সহায়তার জন্য যোগাযোগ করলে আবার পাশে দাঁড়াবে।

তিনি আরও বলেন, এমভি আবদুল্লাহ গতকাল দুপুুর ১২টায় ‘হাই রিস্ক’ এলাকা থেকে বের হয়ে গেছে। সবকিছু ঠিক থাকলে আগামী ২২ এপ্রিল রাতে এটি গন্তব্যস্থল দুবাইয়ে পৌঁছাবে। ইইউ নেভির সঙ্গে যোগাযোগ রেখে জাহাজ চালাচ্ছেন ক্যাপ্টেন।

এমভি আব্দুল্লাহকে নিরাপদ সাগরে রেখে ফিরে গেল ইইউ নেভির দুটি যুদ্ধজাহাজএমভি আবদুল্লাহর এক নাবিক আজকের পত্রিকাকে বলেন, বুধবার বিকেল থেকে জাহাজে নিরাপত্তা বাড়ানো হয়েছে। 

গত শনিবার গভীর রাতে সোমালি জলদস্যুদের কবল থেকে মুক্ত হয়ে জাহাজটি দুবাইয়ের পথে রওনা হয়। দস্যুদের দখলমুক্ত হলেও তিন দিন ধরে সাগরে নিরাপত্তার কিছুটা ঝুঁকি ছিল। গতকাল বুধবার সেই ঝুঁকি কেটে গেছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান।

দীর্ঘ ৩৩ দিন পর সোমালি জলদস্যুদের জিম্মিদশা থেকে মুক্তি পেয়েছে এমভি আবদুল্লাহ। আগামী ২২ এপ্রিল রাতে জাহাজটির দুবাইয়ের আল হামরিয়া বন্দরে পৌঁছানোর কথা রয়েছে। সেখানে কয়লা খালাস করে চট্টগ্রামের উদ্দেশে রওনা হওয়ার কথা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মডেল মেঘনাকে আটকের দিনই ঢাকা ছাড়েন সৌদি রাষ্ট্রদূত ঈসা

সৌদি রাষ্ট্রদূতের অভিযোগের ভিত্তিতেই মডেল মেঘনা কারাগারে

মডেল মেঘনার পরিবারের মাধ্যমে সুরাহার চেষ্টা করেছিল পুলিশ

৯ টুকরো লাশ: সবুজকে হেমায়েতপুর থেকে ডেকে নিয়ে হত্যা করেন পলাশ-তৃষা

হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি জানা যাবে মাত্র ৮০০ টাকার রক্ত পরীক্ষায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত