নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে উন্নয়নের মহাসড়কে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘কোনো ষড়যন্ত্র, কোনো ধরনের নৈরাজ্য বাংলাদেশকে থামিয়ে দিতে পারবে না। কেননা আমরা মুক্তিযুদ্ধের উত্তরাধিকার, মুক্তিযুদ্ধ হচ্ছে আমাদের প্রেরণা, মুক্তিযুদ্ধ হচ্ছে আমাদের সামনের পথ দেখানোর শক্তি। সেই মুক্তিযুদ্ধের চেতনাকে নিয়েই এই বাংলাদেশকে আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় রূপান্তরিত করব। এই যাত্রায় কেউ বাধা হয়ে দাঁড়াতে পারবে না।’
আজ বুধবার ঢাকায় সদরঘাট টার্মিনাল ভবনে ঘাট ও নৌ-কর্মীদের মাঝে খাবার ও ত্রাণ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন নৌ প্রতিমন্ত্রী। অনুষ্ঠানে পাঁচশত ঘাট ও নৌ-কর্মীর মাঝে খাবার ও ত্রাণ বিতরণ করা হয়।
প্রতিমন্ত্রী বলেন, ‘একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং ছাত্রদের যৌক্তিক দাবিকে কেন্দ্র করে আমাদের এই অগ্রসরমাণ বাংলাদেশ, উন্নয়নের রোল মডেল হিসেবে সারা বিশ্বে যখন আমার খ্যাতি অর্জন করেছি, সেই বাংলাদেশের উন্নয়নকে কীভাবে ক্ষতিগ্রস্ত করা হলো, ধ্বংসপ্রাপ্ত করা হলো। আমরা মিয়ানমারের নির্যাতিত রোহিঙ্গা মুসলমানদের বাংলাদেশে আশ্রয় দিয়ে পৃথিবীর কাছে একটি মানবিক বাংলাদেশের স্বীকৃতি পেয়েছি, সেই মানবিক বাংলাদেশকে কীভাবে ক্ষতবিক্ষত করা হলো।’
তিনি বলেন, ‘বাংলাদেশ নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু বিনির্মাণ করে আমরা সমগ্র পৃথিবীকে তাক লাগিয়ে দিয়েছিলাম যে বাংলাদেশের মানুষ মাথা উঁচু করে দাঁড়াতে পারে, সেই বাংলাদেশকে সারা পৃথিবীর কাছে খাটো করার অপচেষ্টা করা হলো। আমাদের স্বপ্নের যে মেট্রোরেল সেখানে কীভাবে ক্ষতবিক্ষত করা হলো। পদ্মা সেতুর মাওয়া প্রান্তে যে টোলপ্লাজা ছিল; সেই টোলপ্লাজা ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হয়েছে। সেটা পারেনি।’
তিনি বলেন, ‘এ রকম একটি পরিবেশ তৈরি করে দেওয়া হলো। অকাতরে কীভাবে পিটিয়ে পিটিয়ে এই যাত্রাবাড়ীতে একজন নারী পুলিশকে হত্যা করা হলো। তাঁকে পিটিয়ে হত্যা করে শান্ত হয়নি, হত্যা করার পর তার মুখ থেতলে দিয়ে হানিফ ফ্লাইওভারের ওপরে টানিয়ে দেওয়া হয়েছিল। গাজীপুরে মানুষগুলোকে হত্যা করে উলঙ্গ করে টানিয়ে রাখা হয়েছে।’
নৌ প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা দেখেছি, সাইদুর রহমান বাংলা ভাই জঙ্গিরা আজ থেকে প্রায় ২০ বছর আগে দেখেছেন-নির্যাতন কীভাবে হত্যা করার পর টানিয়ে রাখা হতো সেই ভয়াবহ দৃশ্য এখানে করা হয়েছে। কি কারণে এই ধরনের সংঘাত এই বাংলাদেশের বিরুদ্ধে? এই ধরনের সহিংসতা, হিংস্রতা কোনো? কি কারণে আমরা জানি না।’
তিনি বলেন, ‘একসময়ে বাংলাদেশকে বলা হতো পৃথিবীর মধ্যে সবচেয়ে দরিদ্র দেশ হচ্ছে বাংলাদেশ। সেই দরিদ্র বাংলাদেশকে একটি উন্নয়নশীল দেশে নিয়ে গেছেন। এটাই কি তাঁদের কষ্ট? এই বাংলাদেশকে এইভাবে ক্ষতিগ্রস্ত করা! বাংলাদেশের মানুষের যে সাহস, এগিয়ে যাওয়ার সাহস, সেই সাহস মনোবলের ওপর যেই আঘাত—সেই আঘাতটা আমরা কতটুকু সামলে এগিয়ে নিতে পারব জানি না।’
এ সময় আরও উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোস্তফা কামাল, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে উন্নয়নের মহাসড়কে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘কোনো ষড়যন্ত্র, কোনো ধরনের নৈরাজ্য বাংলাদেশকে থামিয়ে দিতে পারবে না। কেননা আমরা মুক্তিযুদ্ধের উত্তরাধিকার, মুক্তিযুদ্ধ হচ্ছে আমাদের প্রেরণা, মুক্তিযুদ্ধ হচ্ছে আমাদের সামনের পথ দেখানোর শক্তি। সেই মুক্তিযুদ্ধের চেতনাকে নিয়েই এই বাংলাদেশকে আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় রূপান্তরিত করব। এই যাত্রায় কেউ বাধা হয়ে দাঁড়াতে পারবে না।’
আজ বুধবার ঢাকায় সদরঘাট টার্মিনাল ভবনে ঘাট ও নৌ-কর্মীদের মাঝে খাবার ও ত্রাণ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন নৌ প্রতিমন্ত্রী। অনুষ্ঠানে পাঁচশত ঘাট ও নৌ-কর্মীর মাঝে খাবার ও ত্রাণ বিতরণ করা হয়।
প্রতিমন্ত্রী বলেন, ‘একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং ছাত্রদের যৌক্তিক দাবিকে কেন্দ্র করে আমাদের এই অগ্রসরমাণ বাংলাদেশ, উন্নয়নের রোল মডেল হিসেবে সারা বিশ্বে যখন আমার খ্যাতি অর্জন করেছি, সেই বাংলাদেশের উন্নয়নকে কীভাবে ক্ষতিগ্রস্ত করা হলো, ধ্বংসপ্রাপ্ত করা হলো। আমরা মিয়ানমারের নির্যাতিত রোহিঙ্গা মুসলমানদের বাংলাদেশে আশ্রয় দিয়ে পৃথিবীর কাছে একটি মানবিক বাংলাদেশের স্বীকৃতি পেয়েছি, সেই মানবিক বাংলাদেশকে কীভাবে ক্ষতবিক্ষত করা হলো।’
তিনি বলেন, ‘বাংলাদেশ নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু বিনির্মাণ করে আমরা সমগ্র পৃথিবীকে তাক লাগিয়ে দিয়েছিলাম যে বাংলাদেশের মানুষ মাথা উঁচু করে দাঁড়াতে পারে, সেই বাংলাদেশকে সারা পৃথিবীর কাছে খাটো করার অপচেষ্টা করা হলো। আমাদের স্বপ্নের যে মেট্রোরেল সেখানে কীভাবে ক্ষতবিক্ষত করা হলো। পদ্মা সেতুর মাওয়া প্রান্তে যে টোলপ্লাজা ছিল; সেই টোলপ্লাজা ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হয়েছে। সেটা পারেনি।’
তিনি বলেন, ‘এ রকম একটি পরিবেশ তৈরি করে দেওয়া হলো। অকাতরে কীভাবে পিটিয়ে পিটিয়ে এই যাত্রাবাড়ীতে একজন নারী পুলিশকে হত্যা করা হলো। তাঁকে পিটিয়ে হত্যা করে শান্ত হয়নি, হত্যা করার পর তার মুখ থেতলে দিয়ে হানিফ ফ্লাইওভারের ওপরে টানিয়ে দেওয়া হয়েছিল। গাজীপুরে মানুষগুলোকে হত্যা করে উলঙ্গ করে টানিয়ে রাখা হয়েছে।’
নৌ প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা দেখেছি, সাইদুর রহমান বাংলা ভাই জঙ্গিরা আজ থেকে প্রায় ২০ বছর আগে দেখেছেন-নির্যাতন কীভাবে হত্যা করার পর টানিয়ে রাখা হতো সেই ভয়াবহ দৃশ্য এখানে করা হয়েছে। কি কারণে এই ধরনের সংঘাত এই বাংলাদেশের বিরুদ্ধে? এই ধরনের সহিংসতা, হিংস্রতা কোনো? কি কারণে আমরা জানি না।’
তিনি বলেন, ‘একসময়ে বাংলাদেশকে বলা হতো পৃথিবীর মধ্যে সবচেয়ে দরিদ্র দেশ হচ্ছে বাংলাদেশ। সেই দরিদ্র বাংলাদেশকে একটি উন্নয়নশীল দেশে নিয়ে গেছেন। এটাই কি তাঁদের কষ্ট? এই বাংলাদেশকে এইভাবে ক্ষতিগ্রস্ত করা! বাংলাদেশের মানুষের যে সাহস, এগিয়ে যাওয়ার সাহস, সেই সাহস মনোবলের ওপর যেই আঘাত—সেই আঘাতটা আমরা কতটুকু সামলে এগিয়ে নিতে পারব জানি না।’
এ সময় আরও উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোস্তফা কামাল, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা।
সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে জারি করা রুলের শুনানি শুরু হয়েছে। আজ বুধবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চে রুলের ওপর শুনানি হয়। পরে আগামী ৬ নভেম্বর পর্যন্ত শুনানি মুলতবি করেন হাইকোর্ট। আজ বুধবার রিটকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী শরীফ ভূঁইয়া। এ সময় রাষ্ট্রপক্ষে ছিলেন অ্য
১৫ মিনিট আগেডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১৫৪ জন। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে‘নৈতিক কারণে’ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) আঞ্চলিক পরিচালক পদে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের সঙ্গে কাজ করতে চায় না অন্তর্বর্তী সরকার। এবিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে ডব্লিউএইচওর কাছে চিঠি দেওয়া হয়েছে। আজ বুধবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প
১ ঘণ্টা আগেছয় ঘণ্টা পর রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। একই সঙ্গে আগামী শনিবার পর্যন্ত তাঁরা কর্মসূচি স্থগিত করেছেন। আজ বুধবার সন্ধ্যা ৬টায় এ তথ্য জানিয়েছেন ঢাকা কলেজের শিক্ষার্থী ও আন্দোলনের সংগঠক নাঈম হাওলাদার।
৩ ঘণ্টা আগে