অনলাইন ডেস্ক
বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের ওপর মাত্রাতিরিক্ত বলপ্রয়োগ ও বারবার মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। স্থানীয় সময় গতকাল সোমবার জাতিসংঘ ভবনে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক।
প্রেস ব্রিফিংয়ে স্টিফেন ডুজারিক বলেন, ‘আমার কাছে বাংলাদেশের বিষয়ে সাম্প্রতিক খবর আছে। আমি বলতে পারি যে, (জাতিসংঘ) মহাসচিব বাংলাদেশের পরিস্থিতি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। তিনি আজ (গতকাল সোমবার) ছাত্রদের বিক্ষোভ পুনরায় শুরু হওয়ার বিষয়টি আমলে নিয়েছেন এবং শান্তি ও সংযমের জন্য তাঁর আহ্বান পুনর্ব্যক্ত করেছেন। মহাসচিব বর্তমান ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত হাজার হাজার তরুণের গণগ্রেপ্তার ও রাজনৈতিক বিরোধিতার বিষয়ে উদ্বিগ্ন।’
স্টিফেন ডুজারিক আরও বলেন, ‘তিনি (মহাসচিব) যথাযথ প্রক্রিয়ার গুরুত্ব ও মত প্রকাশের স্বাধীনতার অধিকার এবং শান্তিপূর্ণ সমাবেশের অধিকারের ওপর জোর আরোপ করেছেন। নিরাপত্তা বাহিনীর মাত্রাতিরিক্ত বলপ্রয়োগ ও মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য প্রমাণ সম্পর্কে ক্রমবর্ধমান প্রতিবেদনে তিনি উদ্বিগ্ন। তিনি সহিংস সব কর্মকাণ্ডের অবিলম্বে স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের জন্য এবং দায়ী ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনার জন্য তাঁর আহ্বান পুনর্ব্যক্ত করেছেন।’
জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র বলেন, ‘আমরা বাংলাদেশের রাজধানী ঢাকা এবং এখানে নিউইয়র্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দেশের পরিস্থিতি সম্পর্কে আমাদের উদ্বেগ প্রকাশ করছি। আমরা মানবাধিকারের সম্মান সমুন্নত রাখার জন্য বাংলাদেশের প্রতি আহ্বান জানানই। দেশটি জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে শীর্ষ সেনা সরবরাহকারী দেশ।’
আন্দোলনকারীদের বিরুদ্ধে অভিযানে জাতিসংঘের লোগো সংবলিত সাঁজোয়া যান ব্যবহারের বিষয়ে জাতিসংঘের মহাসচিব বলেন, ‘আমরা বাংলাদেশি কর্তৃপক্ষের বিবৃতি আমলে নিয়েছি যে, জাতিসংঘের লোগো সংবলিত যান আর বাংলাদেশে মোতায়েন করা হচ্ছে না। আমরা স্মরণ করিয়ে দিচ্ছি এবং পুনর্ব্যক্ত করছি যে, জাতিসংঘের আওতায় থাকা সেনারা এবং পুলিশ যেসব দেশ থেকে আসে, তারা কেবল জাতিসংঘের শান্তিরক্ষা অভিযানের সময় শান্তিরক্ষী হিসেবে বাধ্যতামূলক কাজগুলো করার সময় জাতিসংঘের লোগো ও সরঞ্জাম ব্যবহার করতে পারবে।
বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের ওপর মাত্রাতিরিক্ত বলপ্রয়োগ ও বারবার মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। স্থানীয় সময় গতকাল সোমবার জাতিসংঘ ভবনে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক।
প্রেস ব্রিফিংয়ে স্টিফেন ডুজারিক বলেন, ‘আমার কাছে বাংলাদেশের বিষয়ে সাম্প্রতিক খবর আছে। আমি বলতে পারি যে, (জাতিসংঘ) মহাসচিব বাংলাদেশের পরিস্থিতি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। তিনি আজ (গতকাল সোমবার) ছাত্রদের বিক্ষোভ পুনরায় শুরু হওয়ার বিষয়টি আমলে নিয়েছেন এবং শান্তি ও সংযমের জন্য তাঁর আহ্বান পুনর্ব্যক্ত করেছেন। মহাসচিব বর্তমান ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত হাজার হাজার তরুণের গণগ্রেপ্তার ও রাজনৈতিক বিরোধিতার বিষয়ে উদ্বিগ্ন।’
স্টিফেন ডুজারিক আরও বলেন, ‘তিনি (মহাসচিব) যথাযথ প্রক্রিয়ার গুরুত্ব ও মত প্রকাশের স্বাধীনতার অধিকার এবং শান্তিপূর্ণ সমাবেশের অধিকারের ওপর জোর আরোপ করেছেন। নিরাপত্তা বাহিনীর মাত্রাতিরিক্ত বলপ্রয়োগ ও মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য প্রমাণ সম্পর্কে ক্রমবর্ধমান প্রতিবেদনে তিনি উদ্বিগ্ন। তিনি সহিংস সব কর্মকাণ্ডের অবিলম্বে স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের জন্য এবং দায়ী ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনার জন্য তাঁর আহ্বান পুনর্ব্যক্ত করেছেন।’
জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র বলেন, ‘আমরা বাংলাদেশের রাজধানী ঢাকা এবং এখানে নিউইয়র্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দেশের পরিস্থিতি সম্পর্কে আমাদের উদ্বেগ প্রকাশ করছি। আমরা মানবাধিকারের সম্মান সমুন্নত রাখার জন্য বাংলাদেশের প্রতি আহ্বান জানানই। দেশটি জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে শীর্ষ সেনা সরবরাহকারী দেশ।’
আন্দোলনকারীদের বিরুদ্ধে অভিযানে জাতিসংঘের লোগো সংবলিত সাঁজোয়া যান ব্যবহারের বিষয়ে জাতিসংঘের মহাসচিব বলেন, ‘আমরা বাংলাদেশি কর্তৃপক্ষের বিবৃতি আমলে নিয়েছি যে, জাতিসংঘের লোগো সংবলিত যান আর বাংলাদেশে মোতায়েন করা হচ্ছে না। আমরা স্মরণ করিয়ে দিচ্ছি এবং পুনর্ব্যক্ত করছি যে, জাতিসংঘের আওতায় থাকা সেনারা এবং পুলিশ যেসব দেশ থেকে আসে, তারা কেবল জাতিসংঘের শান্তিরক্ষা অভিযানের সময় শান্তিরক্ষী হিসেবে বাধ্যতামূলক কাজগুলো করার সময় জাতিসংঘের লোগো ও সরঞ্জাম ব্যবহার করতে পারবে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ককে বাংলাদেশে যেকোনো সরকারের জন্য গুরুত্বপূর্ণ বিবেচনা করা হয়ে থাকে। এমন বাস্তবতায় দেশটির ডেমোক্র্যাটদের সঙ্গে উষ্ণ সম্পর্ক নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের জন্য একটি সুযোগ হিসেবে দেখা হয়েছে ছয় মাস আগে। তবে ওয়াশিংটনে পালাবদলে ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান...
১২ মিনিট আগেনবীন উদ্যোক্তাদের সংগ্রাম ও সাফল্যের গল্প শুনতে তাঁদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠকের আয়োজন করা হয়। এতে ১৫ জন উদ্যোক্তা অংশ নেন, যাঁরা সামাজিক ব্যবসার মাধ্যমে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার পথে এগিয়ে চলেছেন।
১১ ঘণ্টা আগেবাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস. এম. কামরুল হাসান ও পাকিস্তানের প্রতিরক্ষা সচিব লেফটেন্যান্ট জেনারেল (অব.) মুহাম্মদ আলী রাওয়ালপিন্ডিতে বৈঠক করেছেন। বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণের ওপর জোর দেওয়া হয়।
১৩ ঘণ্টা আগেপ্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক এ কে এম মনিরুজ্জামানকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব পদে বদলি করা হয়েছে। তাঁর বিরুদ্ধে পদ–পদবি ব্যবহার করে প্রভাব খাটানোর অভিযোগ রয়েছে।
১৫ ঘণ্টা আগে