বিশেষ প্রতিনিধি, ঢাকা
দক্ষিণ সুদানে শান্তিরক্ষা মিশনে অংশ নেওয়া বাংলাদেশ পুলিশের এক উপপরিদর্শক (এসআই) অপহরণের শিকার হয়েছেন। তাঁর নাম আশিকুর রহমান।
মঙ্গলবার (৬ জুন) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে (বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টা) সুদান ও দক্ষিণ সুদানের সীমান্তবর্তী মালাকাল নামের একটি পিওসি (প্রোটেকশন অব সিভিলিয়ান) এলাকা থেকে আশিককে অপহরণ করে দুর্বৃত্তরা।
পুলিশ সদর দপ্তরের একটি সূত্র আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছে।
আশিক চলতি বছরের ২১ এপ্রিল শান্তিরক্ষা মিশনের অংশ হিসেবে আইপিও (ইনডিভিজুয়্যাল পুলিশ অফিসার) হিসেবে দক্ষিণ সুদানে পৌঁছান। ওই সময় বাংলাদেশ থেকে পুলিশ সুপার (এসপি) থেকে উপপরিদর্শক (এসআই) পর্যন্ত বিভিন্ন পদের মোট ১১ জন সদস্য ছিলেন ওই দলে।
অপহরণের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে মিশনে থাকা বিভিন্ন দেশের সেনাসদস্য এবং বাংলাদেশি পুলিশ যৌথ অভিযান শুরু করেছে। শেষ খবর পর্যন্ত আশিকের ওয়াকিটকি সেটের লোকেশন শনাক্ত করা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানিয়েছেন, সুদানে যুদ্ধ চলার কারণে সীমান্তবর্তী অনেক সন্ত্রাসী দলের কাছে অস্ত্র সরবরাহ বেড়েছে।
দক্ষিণ সুদানে এর আগে গাড়িসহ বিভিন্ন জিনিস ছিনিয়ে নেওয়ার ঘটনা হলেও ব্যক্তি অপহরণের ঘটনা এটাই প্রথম।
এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
১৯৮৯ সালে নামিবিয়া শান্তিরক্ষা মিশনের মধ্য দিয়ে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ পুলিশের অভিষেক হয়। বর্তমানে দারফুর, কঙ্গো, মালি ও দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের শান্তিরক্ষীরা পেশাদারিত্ব ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে ওই সব দেশে শান্তিরক্ষায় অনবদ্য ভূমিকা রাখছেন। বিশ্বের যুদ্ধবিধ্বস্ত বিভিন্ন দেশে শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ পুলিশের অবদান আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রশংসা পেয়েছে।
দক্ষিণ সুদানে শান্তিরক্ষা মিশনে অংশ নেওয়া বাংলাদেশ পুলিশের এক উপপরিদর্শক (এসআই) অপহরণের শিকার হয়েছেন। তাঁর নাম আশিকুর রহমান।
মঙ্গলবার (৬ জুন) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে (বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টা) সুদান ও দক্ষিণ সুদানের সীমান্তবর্তী মালাকাল নামের একটি পিওসি (প্রোটেকশন অব সিভিলিয়ান) এলাকা থেকে আশিককে অপহরণ করে দুর্বৃত্তরা।
পুলিশ সদর দপ্তরের একটি সূত্র আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছে।
আশিক চলতি বছরের ২১ এপ্রিল শান্তিরক্ষা মিশনের অংশ হিসেবে আইপিও (ইনডিভিজুয়্যাল পুলিশ অফিসার) হিসেবে দক্ষিণ সুদানে পৌঁছান। ওই সময় বাংলাদেশ থেকে পুলিশ সুপার (এসপি) থেকে উপপরিদর্শক (এসআই) পর্যন্ত বিভিন্ন পদের মোট ১১ জন সদস্য ছিলেন ওই দলে।
অপহরণের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে মিশনে থাকা বিভিন্ন দেশের সেনাসদস্য এবং বাংলাদেশি পুলিশ যৌথ অভিযান শুরু করেছে। শেষ খবর পর্যন্ত আশিকের ওয়াকিটকি সেটের লোকেশন শনাক্ত করা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানিয়েছেন, সুদানে যুদ্ধ চলার কারণে সীমান্তবর্তী অনেক সন্ত্রাসী দলের কাছে অস্ত্র সরবরাহ বেড়েছে।
দক্ষিণ সুদানে এর আগে গাড়িসহ বিভিন্ন জিনিস ছিনিয়ে নেওয়ার ঘটনা হলেও ব্যক্তি অপহরণের ঘটনা এটাই প্রথম।
এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
১৯৮৯ সালে নামিবিয়া শান্তিরক্ষা মিশনের মধ্য দিয়ে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ পুলিশের অভিষেক হয়। বর্তমানে দারফুর, কঙ্গো, মালি ও দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের শান্তিরক্ষীরা পেশাদারিত্ব ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে ওই সব দেশে শান্তিরক্ষায় অনবদ্য ভূমিকা রাখছেন। বিশ্বের যুদ্ধবিধ্বস্ত বিভিন্ন দেশে শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ পুলিশের অবদান আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রশংসা পেয়েছে।
জাতিসংঘ মানবাধিকারবিষয়ক কমিশনের প্রধান ফলকার টুর্ক শুধু রাজনৈতিক পরিচয়ের কারণে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সদস্যসহ ব্যক্তিবিশেষের বিরুদ্ধে ফৌজদারি মামলা না করার তাগিদ দিয়েছেন। তিনি বলেছেন, সাংবাদিকসহ অনেকের বিরুদ্ধে খুনসহ এমন অনেক অভিযোগ আনা হয়েছে, তদন্তে যার সত্যতা মেলেনি।
৫ ঘণ্টা আগেদীর্ঘ ২৫ বছর পর ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করেছেন বিচার বিভাগীয় কর্মকর্তারা। আজ বুধবার অনলাইন প্ল্যাটফর্মে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে ভোট গ্রহণের পুরো প্রক্রিয়াটি সরাসরি দেখানো হয়। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের এই নির্বাচনে সভাপতি হিসেবে
৬ ঘণ্টা আগেসংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে জারি করা রুলের শুনানি শুরু হয়েছে। আজ বুধবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চে রুলের ওপর শুনানি হয়। পরে আগামী ৬ নভেম্বর পর্যন্ত শুনানি মুলতবি করেন হাইকোর্ট। আজ বুধবার রিটকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী শরীফ ভূঁইয়া। এ সময় রাষ্ট্রপক্ষে ছিলেন অ্য
৮ ঘণ্টা আগেডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১৫৪ জন। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
৯ ঘণ্টা আগে