কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশের সঙ্গে পঞ্চম কৌশলগত সংলাপে যোগ দিতে যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পারমানেন্ট আন্ডার সেক্রেটারি ফিলিপ বার্টন আজ সোমবার ঢাকায় পৌঁছেছেন। বিমানবন্দরে ব্রিটিশ এই কর্মকর্তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক খন্দকার মাসুদুল আলম।
ঢাকায় অবতরণের পর এক পোস্টে ফিলিপ বার্টন বলেন, ‘ঢাকায় এসে ভালো লাগছে। শেষবার যেমনটি দেখেছি, সে তুলনায় নগরটি অনেক বদলে গেছে। এই বদলে যাওয়া বাংলাদেশের উন্নতির একটি প্রমাণ। দুই দেশের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক আরও মজবুত করার কাজ শুরুর দিকেই এখন তাঁর মনোযোগ বলে পোস্টে জানান ফিলিপ বার্টন।
পররাষ্ট্রসচিব পর্যায়ের এ সংলাপ আগামীকাল মঙ্গলবার ঢাকায় অনুষ্ঠিত হবে। পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন সংলাপে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।
আগামীকালের সংলাপে রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক, অর্থনৈতিক, বাণিজ্যিক ও উন্নয়নমূলক অংশীদারত্ব ও রোহিঙ্গা-সংকটসহ অন্যান্য আঞ্চলিক ও বৈশ্বিক বিষয় আলোচনায় আসবে।
ঢাকায় ব্রিটিশ হাইকমিশন গতকাল রোববার এক বিজ্ঞপ্তিতে বলেছে, ঐতিহাসিক সম্পর্কের ওপর ভিত্তি করে দুই দেশের মধ্যে একটি আধুনিক অর্থনৈতিক, বাণিজ্য ও নিরাপত্তা অংশীদারত্ব গড়ে তোলার যে অঙ্গীকার, এ কৌশলগত সংলাপ তাকেই প্রতিফলিত করে। সংলাপে বাংলাদেশে যুক্তরাজ্যের অর্থনৈতিক উন্নয়ন বিনিয়োগ প্রস্তাব তুলে ধরা হবে।
সেই সঙ্গে এই সংলাপ দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সহায়তা বাড়ানোর সুযোগ তৈরি করবে বলে হাইকমিশন মনে করে। সফরকালে রাজনীতিবিদ, সুশীলসমাজ, ব্যবসায়ী ও তরুণ নেতৃত্বের সঙ্গেও কথা বলবেন ব্রিটিশ আন্ডার সেক্রেটারি ফিলিপ বার্টন। ২০০৮ সালে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক হিসেবে তিনি ঢাকা সফর করেছিলেন।
বাংলাদেশের সঙ্গে পঞ্চম কৌশলগত সংলাপে যোগ দিতে যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পারমানেন্ট আন্ডার সেক্রেটারি ফিলিপ বার্টন আজ সোমবার ঢাকায় পৌঁছেছেন। বিমানবন্দরে ব্রিটিশ এই কর্মকর্তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক খন্দকার মাসুদুল আলম।
ঢাকায় অবতরণের পর এক পোস্টে ফিলিপ বার্টন বলেন, ‘ঢাকায় এসে ভালো লাগছে। শেষবার যেমনটি দেখেছি, সে তুলনায় নগরটি অনেক বদলে গেছে। এই বদলে যাওয়া বাংলাদেশের উন্নতির একটি প্রমাণ। দুই দেশের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক আরও মজবুত করার কাজ শুরুর দিকেই এখন তাঁর মনোযোগ বলে পোস্টে জানান ফিলিপ বার্টন।
পররাষ্ট্রসচিব পর্যায়ের এ সংলাপ আগামীকাল মঙ্গলবার ঢাকায় অনুষ্ঠিত হবে। পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন সংলাপে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।
আগামীকালের সংলাপে রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক, অর্থনৈতিক, বাণিজ্যিক ও উন্নয়নমূলক অংশীদারত্ব ও রোহিঙ্গা-সংকটসহ অন্যান্য আঞ্চলিক ও বৈশ্বিক বিষয় আলোচনায় আসবে।
ঢাকায় ব্রিটিশ হাইকমিশন গতকাল রোববার এক বিজ্ঞপ্তিতে বলেছে, ঐতিহাসিক সম্পর্কের ওপর ভিত্তি করে দুই দেশের মধ্যে একটি আধুনিক অর্থনৈতিক, বাণিজ্য ও নিরাপত্তা অংশীদারত্ব গড়ে তোলার যে অঙ্গীকার, এ কৌশলগত সংলাপ তাকেই প্রতিফলিত করে। সংলাপে বাংলাদেশে যুক্তরাজ্যের অর্থনৈতিক উন্নয়ন বিনিয়োগ প্রস্তাব তুলে ধরা হবে।
সেই সঙ্গে এই সংলাপ দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সহায়তা বাড়ানোর সুযোগ তৈরি করবে বলে হাইকমিশন মনে করে। সফরকালে রাজনীতিবিদ, সুশীলসমাজ, ব্যবসায়ী ও তরুণ নেতৃত্বের সঙ্গেও কথা বলবেন ব্রিটিশ আন্ডার সেক্রেটারি ফিলিপ বার্টন। ২০০৮ সালে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক হিসেবে তিনি ঢাকা সফর করেছিলেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে গেজেট প্রকাশ করা হয়েছে। রোববার (২৪ নভেম্বর) আইন মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়
৬ ঘণ্টা আগেগণ-অভ্যুত্থানে সরকার পতনের পর দায়িত্ব নিয়ে তড়িঘড়ি করে বেশির ভাগ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছিল অন্তর্বর্তী সরকার। নতুন ডিসিদের মধ্যে অনেকের বিরুদ্ধে এখন নানা রকম অভিযোগ আসছে। এই অবস্থায় নতুন কর্মকর্তাদের মধ্য থেকে ডিসি নিয়োগের প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
৬ ঘণ্টা আগেসংবিধান সংস্কারে গঠিত কমিশন চলতি নভেম্বর মাসের মধ্যে অংশীজনদের সঙ্গে আলোচনা শেষ করবে বলে জানিয়েছেন কমিশনটির প্রধান অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেছেন, ‘যদি কোনো ধরনের অপ্রত্যাশিত পরিস্থিতির সৃষ্টি না হয় তাহলে নির্ধারিত সময়ের মধ্যেই সুপারিশের খসড়া প্রকাশ করা সম্ভব হবে। সুপারিশ চূড়ান্ত করে সরকারের কাছে দে
৭ ঘণ্টা আগেজাপান বাংলাদেশে সাম্প্রতিক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি জানান, জাপান অর্থনৈতিক পুনরুদ্ধারে সহায়তা করতে প্রস্তুত এবং দুই দেশের ঐতিহাসিক সম্পর্ক আরও দৃঢ় করার প্রতিশ্রুতি দিয়েছে।
৭ ঘণ্টা আগে