Ajker Patrika

র‍্যাবের হেলিকপ্টার থেকে গুলির প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর তাজুল

অনলাইন ডেস্ক
র‍্যাবের হেলিকপ্টার । ছবি: সংগৃহীত
র‍্যাবের হেলিকপ্টার । ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় হেলিকপ্টার থেকে গুলি চালানোর ঘটনায় র‍্যাবের সাবেক ডিজি হারুন অর রশীদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আজ রোববার প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন।

সেই সঙ্গে আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় আসামি কনস্টেবল মুকুল ও এসআই মালেককে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল।

আদেশের বিষয়ে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, জুলাই-আগস্টের আন্দোলনের সময় হেলিকপ্টার থেকে যে গুলি করা হয়েছে, তার প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা। ওই সময় র‍্যাবের ডিজি ছিলেন হারুন অর রশীদ। ছাত্র-জনতার ওপর নির্যাতন এবং হেলিকপ্টার থেকে গুলি করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন।

আগামী ২৩ মার্চ এই মামলার পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে।

এদিকে জুলাই-আগস্টে আন্দোলনের সময় আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় আসামি কনস্টেবল মুকুল ও এসআই মালেককে জিজ্ঞাসাবাদের জন্য ট্রাইব্যুনাল অনুমতি দিয়েছেন বলে জানান চিফ প্রসিকিউটর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মডেল মেঘনাকে আটকের দিনই ঢাকা ছাড়েন সৌদি রাষ্ট্রদূত ঈসা

সৌদি রাষ্ট্রদূতের অভিযোগের ভিত্তিতেই মডেল মেঘনা কারাগারে

মডেল মেঘনার পরিবারের মাধ্যমে সুরাহার চেষ্টা করেছিল পুলিশ

হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি জানা যাবে মাত্র ৮০০ টাকার রক্ত পরীক্ষায়

জুলাই অভ্যুত্থান-সংক্রান্ত মামলায় ঊর্ধ্বতনের অনুমতি ছাড়া আসামি গ্রেপ্তার নয়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত