Ajker Patrika

চার জেলার পুলিশ সুপারকে বদলি

অনলাইন ডেস্ক
চার জেলার পুলিশ সুপারকে বদলি

কক্সবাজার, সুনামগঞ্জ, নীলফামারী ও যশোরের পুলিশ সুপারকে (এসপি) বদলি করা হয়েছে। আজ সোমবার পুলিশ সদর দপ্তরের উপমহাপরিদর্শক কাজী মো. ফজলুর করিম স্বাক্ষরিত পৃথক আদেশে তাঁদের সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

চার এসপিকে বদলির আদেশে বলা হয়েছে, জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে দায়িত্ব হস্তান্তর করে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) পুলিশ সদর দপ্তরে রিপোর্ট করবেন।

বদলি কর্মকর্তারা হলেন নীলফামারীর পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম, যশোরের পুলিশ সুপার জিয়াউদ্দিন আহম্মেদ, সুনামগঞ্জের পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান এবং কক্সবাজারের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ।

এদিকে আজ একটি জাতীয় দৈনিকে কক্সবাজারে ইয়াবাসহ গাড়ি আটকের পর তা প্রায় ২ কোটি টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার ঘটনায় ব্যাপক সমালোচনার জন্ম দেয়। এ ঘটনায় সরাসরি নাম আসে কক্সবাজারের পুলিশ সুপার রহমত উল্লাহর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত