Ajker Patrika

যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ নিয়ে যমুনায় বৈঠক শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৫ এপ্রিল ২০২৫, ২০: ১২
যুক্তরাষ্ট্রের শুল্কারোপ নিয়ে আজ শনিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বৈঠক শুরু হয়েছে। ছবি: আজকের পত্রিকা
যুক্তরাষ্ট্রের শুল্কারোপ নিয়ে আজ শনিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বৈঠক শুরু হয়েছে। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশি পণ্যের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বৈঠক শুরু হয়েছে। সরকারের ইতিবাচক সিদ্ধান্তে মার্কিন যুক্তরাষ্ট্রসহ ইউরোপে বাংলাদেশের রপ্তানি বাড়বে বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

আজ শনিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার গেটে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

প্রেস সচিব শফিকুল আলম জানান, বাংলাদেশি পণ্যর ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশে বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী আজ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেছেন। এতে বাংলাদেশের ট্যারিফ কমিশনের সাবেক সদস্য মোস্তফা আবিদ খান, বাণিজ্য বিশেষজ্ঞ জাহেদী সত্তার, ব্যবসায়ী নাসিম মঞ্জুর, আহসান খান চৌধুরী, তপন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। সেখানে ব্যবসায়ীরা যে রিকমেন্ডেশন দিয়েছেন, তা নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক শুরু হয়েছে সন্ধ্যা ৭টার পর থেকে।

যমুনায় বৈঠকে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া। আরও অংশ নেবেন বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ জাহিদ সত্তার, প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেনটেটিভ ড. খলিলুর রহমানসহ সংশ্লিষ্টরা।

যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের বিষয়ে দেশের অবস্থান তুলে ধরতেই বৈঠক হবে বলে জানিয়েছেন শফিকুল আলম। তিনি বলেন, ‘আমরা কীভাবে কী লিখব, মার্কিন প্রশাসনকে কী জানাব তা আলোচনা হবে। বৈঠকে ইতিবাচক সিদ্ধান্ত আসবে। এ সরকার খুবই ব্যবসাবান্ধব। আমরা এমন কিছু করব, যার ফলে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের যে রপ্তানি আছে তার চেয়েও আরও বাড়বে। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি আরও বাড়বে, কমবে না। এ সিদ্ধান্ত আসবেই, সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র আমাদের খুবই ভালো বন্ধু। তারা যেসব ইস্যু তুলেছে, তার সবগুলো নিয়ে আজকে আলাপ হবে। তারপরে নিশ্চিত থাকতে পারেন বাংলাদেশের রপ্তানি যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশে আরও বাড়বে। কমবে না।’

শফিকুল আলম বলেন, ‘ব্যবসায়ীদের মতামতকে খুবই গুরুত্ব দেওয়া হচ্ছে। কারণ, তারাই রপ্তানি করে, সরকার করে না। তাদের প্রস্তাবের বিষয়ে চুলচেরা বিশ্লেষণ করে পদক্ষেপ নেওয়া হবে, যেটা খুবই ব্যবসাবান্ধব হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গলাধাক্কার পর ছোট্ট মেয়েটিকে লাঠি দিয়ে পেটালেন কফিশপের কর্মচারী

বিশ্বব্যাংকে সিরিয়ার ঋণ পরিশোধ করে দিচ্ছে সৌদি আরব

মাত্র তিনজনের জন্য লাখ লাখ মানুষ মরছে, কাদের কথা বললেন ট্রাম্প

জুয়ার বিজ্ঞাপনের প্রচার: আলোচিত টিকটকার জান্নাতের স্বামী তোহা কারাগারে

‘চরিত্র হননের চেষ্টা’: গ্রেপ্তারি পরোয়ানার পর দুদককে পাল্টা আক্রমণ টিউলিপের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত