শেখ হাসিনা ভুল কিছু করেননি, বাংলাদেশে তাঁর অধ্যায় শেষ: জয়

অনলাইন ডেস্ক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৪, ১০: ৪০
আপডেট : ০৬ আগস্ট ২০২৪, ১১: ৩০

শেখ হাসিনা ভুল কিছু করেননি এবং তিনি বাংলাদেশে সবচেয়ে সেরা সরকার পরিচালনা করেছেন। বাংলাদেশে তাঁর অধ্যায় শেষ—এমনটাই জানিয়েছেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে টেলিফোনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন। 

সজীব ওয়াজেদ জয় বলেন, ‘তিনি (শেখ হাসিনা) ভুল কিছু করেননি। তিনি দেশে সেরা সরকারই পরিচালনা করেছেন। তবে তিনি এখন হতাশ ও ভগ্নহৃদয়। বর্তমানে তাঁর বয়স ৭৭ বছর। তিনি এখন তাঁর নাতি-নাতনিদের সঙ্গে সময় কাটাবেন।’ 

ইন্ডিয়া টুডেকে জয় আরও বলেন, ‘তিনি (শেখ হাসিনা) শক্ত হাতে জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন।’ 

শেখ হাসিনার লন্ডনে যাওয়ার পরিকল্পনার খবরের বিষয়ে জয় বলেন, ‘এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তিনি এখনো এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেননি। লন্ডন-সংক্রান্ত প্রতিবেদন সত্য নয় এবং তিনি কোনো আশ্রয়ও চাননি।’ 

জয় আরও বলেন, দেশের রাজপথে রক্তপাত চাননি বলেই তাঁর মা বাংলাদেশ ছেড়েছেন। তিনি আরও দাবি করেন, শেখ হাসিনা ৩ আগস্ট পদত্যাগের সিদ্ধান্ত নেন। তবে বিক্ষোভকারীরা শান্তিপূর্ণভাবে ক্ষমতার হস্তান্তর চায়নি। 

এ সময় জয় আরও বলেন, তিনি ছাত্রদের উসকানি দেওয়া এবং পরিস্থিতি আরও খারাপ হওয়ার জন্য পাকিস্তানের ইন্টার-সার্ভিস ইন্টেলিজেন্স (আইএসআই) জড়িত থাকার সন্দেহ করছেন। তিনি দাবি করেন, বাংলাদেশ হবে পরবর্তী পাকিস্তান এবং এখান থেকে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। তিনি দেশে হিন্দু ও খ্রিষ্টানদের লক্ষ্যবস্তু করা হবে বলেও ভয়ও প্রকাশ করেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত