Ajker Patrika

২৩ দিনে ডেঙ্গুতে অর্ধশত মৃত্যু, রোগী শনাক্ত ১২ হাজার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ২০: ৫৮
২৩ দিনে ডেঙ্গুতে অর্ধশত মৃত্যু, রোগী শনাক্ত ১২ হাজার

চলতি সেপ্টেম্বর মাসের ২৩ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫০ জনের মৃত্যু হয়েছে। আর এ সময়ে রোগী শনাক্ত হয়েছে ১২ হাজার ৫৯ জন। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গতকাল রোববার সকাল থেকে আজ সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসের ২৩ দিনে ৫০ জনের মৃত্যু হলো। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ৮৬৬ জন। এ নিয়ে চলতি মাসে এখন পর্যন্ত ১২ হাজার ৫৯ জন রোগী শনাক্ত হলো।

জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ (২৩ সেপ্টেম্বর) পর্যন্ত ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে মৃত্যু হয়েছে ৯৫ জনের। রোগী শনাক্তও বেশি ঢাকা বিভাগে। এ বিভাগে মোট রোগী শনাক্ত হয়েছে ১৩ হাজার ৭৬৬ জন। আর সবচেয়ে কম রোগী শনাক্ত হয়েছে সিলেট বিভাগে, ২৩ জন। এ বিভাগে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

মৃত্যু ও রোগী শনাক্তে দ্বিতীয় অবস্থানে চট্টগ্রাম। এখানে মৃত্যু হয়েছে ১৯ জন এবং রোগী শনাক্ত ৫ হাজার ৭৪৯ জন। বরিশালে মৃত্যু ১৩ জন, রোগী শনাক্ত ২ হাজার ২৮৩ জন। খুলনায় মৃত্যু হয়েছে পাঁচজনের এবং রোগী শনাক্ত ১ হাজার ৮৮৯ জন। ময়মনসিংহে মৃত্যু একজনের এবং রোগী ৫৪৩ জন। রাজশাহীতে রোগী ৪১৫ জন, রংপুরে ২২৯ জন এবং সিলেটে ২৩ জন। এই তিন বিভাগে কোনো মৃত্যুর খবর নেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত