‘জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসা-পুনর্বাসনে সবকিছু করবে সরকার’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৪, ২১: ৫৭
নিটোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখতে যান শারমীন এস মুরশিদ। ছবি: সংগৃহীত

সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, ‘আন্দোলনে যারা আহত হয়েছেন তাদের প্রত্যেককে সরকারের পক্ষ থেকে সব চিকিৎসা নিশ্চিত করা হবে। শুধু চিকিৎসাই নয়, চিকিৎসার পরে তাদের পুনর্বাসনে যা যা করা প্রয়োজন তা সরকার এবং সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে করা হবে।

আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটর হাসপাতাল) ভর্তি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখতে গিয়ে উপদেষ্টা শারমীন এস মুরশিদ এসব কথা বলেন।

উপদেষ্টা শারমীন মুরশিদ শতাধিক রোগীকে ঘুরে ঘুরে দেখেন। তাদের কথা শোনেন এবং সমবেদনা জানান। তিনি আহতদের সুচিকিৎসার জন্য চিকিৎসকদের সার্বক্ষণিক মনিটরিং করারও নির্দেশ দেন।

এ সময় উপদেষ্টা বলেন, ‘ইতিমধ্যে সে উদ্যোগ নেওয়া হয়েছে। আহতদের পুনর্বাসনের জন্য প্রত্যেককে একটি করে ফরম দেওয়া হচ্ছে। ফরমটি পূরণ করে সংশ্লিষ্টদের কাছে জমা দিলে প্রত্যেককে আলাদা আলাদাভাবে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইসরায়েলের ‘হৃৎপিণ্ড’ তেল আবিবে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

সাগরে নিম্নচাপ, কত দিন বৃষ্টি হতে পারে জানাল আবহাওয়া দপ্তর

শেখ মুজিব ও জিয়াউর রহমান যার যার স্থানে শ্রেষ্ঠ: গয়েশ্বর

র‌্যাব বাতিলের সরকারি সিদ্ধান্তের অপেক্ষায় আছি: নূর খান লিটন

হাসিনার আমলে রাশিয়ার সঙ্গে ১০০ কোটি ডলারের অস্ত্র চুক্তি, জড়াল টিউলিপের নামও

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত