Ajker Patrika

পাচার করা অর্থ ফেরত আনতে যুক্তরাজ্যের সহায়তা চাইলেন মাহফুজ আলম

বাসস, ঢাকা  
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৪, ১৫: ৫২
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনার সারা কুকের সাক্ষাৎ। ছবি: সংগৃহীত
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনার সারা কুকের সাক্ষাৎ। ছবি: সংগৃহীত

পাচারকৃত অর্থ ফেরত আনতে যুক্তরাজ্যের সহায়তা চেয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। আজ বুধবার ঢাকার তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে ব্রিটিশ হাইকমিশনার সারা কুকের সাক্ষাতে তিনি এ কথা জানান।

সরকার দেশের পাচার করা অর্থ ফিরিয়ে এনে দুর্বল অর্থনীতি পুনরুদ্ধার করতে চায় উল্লেখ করে মাহফুজ আলম বলেন, ‘পাচার করা অর্থ আমাদের দেশ থেকে আপনার দেশে চলে গেছে। আমরা সেই অর্থ ফিরিয়ে আনতে চাই, যাতে আমাদের অর্থনীতি পুনরুদ্ধার করা যায়।’

মাহফুজ বলেন, ‘সরকার নির্বাচনী প্রক্রিয়া এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার জন্য কাজ করছে। এটা আমাদের বিপ্লব এবং আমাদের একে রক্ষা করতে হবে।’

মাহফুজ আরও বলেন, জুলাই বিপ্লবের মূল উদ্দেশ্য ছিল দেশের মানুষের মর্যাদা ফিরিয়ে আনা। বাংলাদেশের জনগণ দীর্ঘদিন ধরে তাদের মর্যাদা হারিয়ে ফেলেছিল এবং তারা এখন সেই মর্যাদা পুনরুদ্ধারের জন্য সংগ্রাম করছে।

তিনি ব্রিটিশ হাইকমিশনারের কাছে অন্তর্বর্তী সরকারের সামনে আসন্ন চ্যালেঞ্জগুলো তুলে ধরেন। সারা কুক বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক ভবিষ্যৎ প্রতিষ্ঠায় যুক্তরাজ্যের সহায়তা প্রদান করার প্রতিশ্রুতি দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মডেল মেঘনাকে আটকের দিনই ঢাকা ছাড়েন সৌদি রাষ্ট্রদূত ঈসা

সৌদি রাষ্ট্রদূতের অভিযোগের ভিত্তিতেই মডেল মেঘনা কারাগারে

মডেল মেঘনার পরিবারের মাধ্যমে সুরাহার চেষ্টা করেছিল পুলিশ

৯ টুকরো লাশ: সবুজকে হেমায়েতপুর থেকে ডেকে নিয়ে হত্যা করেন পলাশ-তৃষা

হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি জানা যাবে মাত্র ৮০০ টাকার রক্ত পরীক্ষায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত