Ajker Patrika

জুলাইয়ে নির্যাতনের শিকার ২৯৮ নারী ও কন্যাশিশু: মহিলা পরিষদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০১ আগস্ট ২০২৩, ২৩: ০৭
জুলাইয়ে নির্যাতনের শিকার ২৯৮ নারী ও কন্যাশিশু: মহিলা পরিষদ

গত জুলাই মাসে দেশে ২৯৮ নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছে। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছে ৪১ কন্যাশিশুসহ ৬০ জন। ১৬ জন সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। ছয়জনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। বাংলাদেশ মহিলা পরিষদের মাসিক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

১৩টি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করেছে মহিলা পরিষদের কেন্দ্রীয় লিগ্যাল এইডের উপপরিষদ।

গণমাধ্যমে পাঠানো ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, জুলাই মাসে যৌন নিপীড়নের শিকার হয়েছেন ১০ জন, উত্ত্যক্তের শিকার সাত এবং অ্যাসিডদগ্ধ হয়েছেন দুজন। যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছেন ১৪ জন। এর মধ্যে যৌতুকের কারণে ছয়জনকে হত্যা করা হয়েছে। শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন ১৮ জন। পারিবারিক সহিংসতার ঘটনায় শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন দুজন। গৃহকর্মী নির্যাতনের একটি ঘটনা ঘটেছে। দুজন গৃহকর্মী আত্মহত্যার ঘটনা ঘটেছে। এছাড়া বিভিন্ন কারণে চার কন্যাশিশুসহ ৫৬ জনকে হত্যা করা হয়েছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, সাতজন কন্যাসহ ৩০ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে গত মাসে। ২৩ জন আত্মহত্যা করেছেন। ১০ কন্যাশিশু অপহরণের শিকার, ফতোয়ার ঘটনার শিকার হয়েছে দুজন। একজন কন্যাশিশুসহ পাঁচজন সাইবার অপরাধের শিকার আর বাল্যবিবাহের ঘটনা ঘটেছে সাতটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মডেল মেঘনাকে আটকের দিনই ঢাকা ছাড়েন সৌদি রাষ্ট্রদূত ঈসা

সৌদি রাষ্ট্রদূতের অভিযোগের ভিত্তিতেই মডেল মেঘনা কারাগারে

মডেল মেঘনার পরিবারের মাধ্যমে সুরাহার চেষ্টা করেছিল পুলিশ

হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি জানা যাবে মাত্র ৮০০ টাকার রক্ত পরীক্ষায়

জুলাই অভ্যুত্থান-সংক্রান্ত মামলায় ঊর্ধ্বতনের অনুমতি ছাড়া আসামি গ্রেপ্তার নয়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত