বিশেষ প্রতিনিধি, ঢাকা
চলতি বছরে দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আবেদন আগামী ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১০ মার্চ। এদিন সকাল ১০ থেকে ১১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
২০২২ শিক্ষাবর্ষের এইচএসসি ও সমমানের ফল প্রকাশের দিনই আজ বুধবার মেডিকেলে ভর্তির তারিখ প্রকাশ করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর এবং বিএমডিসি থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
অধিদপ্তর জানিয়েছে, দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিট মিলিয়ে ১০ হাজার ৮৩৯ আসন রয়েছে। এসব আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নিতে আগামী ১২ ফেব্রুয়ারি থেকে শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আগামী শুক্রবার বা শনিবারের মধ্যে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। সেখানে ভর্তির বিষয়ে বিস্তারিত জানা যাবে।
ভর্তি পরীক্ষায় অংশ নিতে এসএসসি ও এইচএসসি মিলিয়ে কমপক্ষে জিপিএ ৯ পয়েন্ট থাকতে হবে। ভর্তি প্রক্রিয়া আগের মতই সমন্বিত পদ্ধতিতে থাকবে।
প্রসঙ্গত, দেশে ৩৭টি সরকারি মেডিকেল কলেজে আসন রয়েছে ৪ হাজার ৩৫০টি এবং বেসরকারি ৭২টি মেডিকেল কলেজে এ সংখ্যা ৬ হাজার ৪৮৯ টি। ২০২২ সালে মেডিকেলে ভর্তি পরীক্ষা হয়েছিল ১ এপ্রিল। পরীক্ষার্থী ছিলেন ১ লাখ ৪৩ হাজার শিক্ষার্থী। প্রতি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ১৩ জনের বেশি।
চলতি বছরে দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আবেদন আগামী ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১০ মার্চ। এদিন সকাল ১০ থেকে ১১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
২০২২ শিক্ষাবর্ষের এইচএসসি ও সমমানের ফল প্রকাশের দিনই আজ বুধবার মেডিকেলে ভর্তির তারিখ প্রকাশ করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর এবং বিএমডিসি থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
অধিদপ্তর জানিয়েছে, দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিট মিলিয়ে ১০ হাজার ৮৩৯ আসন রয়েছে। এসব আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নিতে আগামী ১২ ফেব্রুয়ারি থেকে শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আগামী শুক্রবার বা শনিবারের মধ্যে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। সেখানে ভর্তির বিষয়ে বিস্তারিত জানা যাবে।
ভর্তি পরীক্ষায় অংশ নিতে এসএসসি ও এইচএসসি মিলিয়ে কমপক্ষে জিপিএ ৯ পয়েন্ট থাকতে হবে। ভর্তি প্রক্রিয়া আগের মতই সমন্বিত পদ্ধতিতে থাকবে।
প্রসঙ্গত, দেশে ৩৭টি সরকারি মেডিকেল কলেজে আসন রয়েছে ৪ হাজার ৩৫০টি এবং বেসরকারি ৭২টি মেডিকেল কলেজে এ সংখ্যা ৬ হাজার ৪৮৯ টি। ২০২২ সালে মেডিকেলে ভর্তি পরীক্ষা হয়েছিল ১ এপ্রিল। পরীক্ষার্থী ছিলেন ১ লাখ ৪৩ হাজার শিক্ষার্থী। প্রতি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ১৩ জনের বেশি।
নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন ও অপর চার নির্বাচন কমিশনারের শপথ আগামী রোববার অনুষ্ঠিত হবে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ রোববার দুপুর দেড়টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাঁদের শপথ পাঠ করাবেন। সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে এ কথা জানান।
৩ মিনিট আগেনির্বাচনের দিকে ধাপে ধাপে এগিয়ে যাবে সরকার বলে জানিয়েছেন ভূমি, পর্যটন ও বেসামরিক বিমান উপদেষ্টা এ এফ হাসান আরিফ। আজ শুক্রবার রাজধানীর শেরেবাংলা নগরে বিআইসিসিতে এশিয়ান আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২৪ পরিদর্শন শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
৩৩ মিনিট আগেঢাকাস্থ মার্কিন দূতাবাস ভিসা আবেদনকারীদের জন্য নতুন ঘোষণা দিয়েছে। সহজ হয়েছে সাক্ষাৎকারবিহীন ভিসা আবেদন প্রক্রিয়া। বিস্তারিত জানুন।
৩৭ মিনিট আগেথাইল্যান্ড, মিয়ানমার, লাওস, ভিয়েতনাম ও কম্বোডিয়ায় ভ্রমণের ব্যাপারে বাংলাদেশি নাগরিকদের সতর্ক করেছে সরকার। স্ক্যাম চক্রের প্রতারণা এড়াতে নিয়োগ যাচাই এবং সাইবার নিরাপত্তা মেনে চলার পরামর্শ।
৩ ঘণ্টা আগে