ডিম, আলু ও পেঁয়াজের দাম নির্ধারণ করল সরকার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ১২: ৩৯
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ১৪: ০৫

আলু, পেঁয়াজ, ডিমের দাম নির্ধারণ করল সরকার। প্রতি কেজি দেশি পেঁয়াজ ৬৪ থেকে ৬৫ টাকা, আলু ৩৫ থেকে ৩৬ টাকা এবং প্রতিটি ডিম সর্বোচ্চ ১২ টাকা নির্ধারণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি নতুন এই মূল্যতালিকা ঘোষণা করেন। বৈঠকে কৃষিসচিব উপস্থিত ছিলেন।

এ ছাড়া সয়াবিন তেলের দাম লিটারে পাঁচ টাকা কমানো হয়েছে। প্রতি কেজি বোতলজাত সয়াবিন ১৬৯ টাকা, খোলা সয়াবিন তেল ১৪৯ টাকা নির্ধারণ করা হয়েছে। পাম তেলের দাম লিটারে চার টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১২৪ টাকায়।

বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।এ বিষয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানান, ডিম আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে সীমিত আকারে আমদানি করা হবে। ১২ টাকার বেশি দামে বিক্রি হলে তখন বেশি পরিমাণ আমদানি করা হবে বলে জানান তিনি।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত