বাংলাদেশে করোনাভাইরাসের নতুন উপধরন জেএন.১ শনাক্ত হয়েছে। এটি মূলত অমিক্রন ভ্যারিয়েন্টের একটি সাব-ভ্যারিয়েন্ট। ইতিমধ্যে পাঁচজনের শরীরে নমুনা পরীক্ষায় জেএন.১ শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এই তথ্য নিশ্চিত করেছে।
আজ বৃহস্পতিবার আইইডিসিআরের পরিচালক অধ্যাপক তাহমিনা শিরীন বলেন, পাঁচটি নমুনায় নতুন উপধরন জেএন.১ শনাক্ত হয়েছে। নমুনাগুলো ঢাকা ও ঢাকার বাইরের রোগীদের থেকে নেওয়া হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. নাজমুল ইসলাম বলেন, ‘আমরা সীমান্তে বন্দরগুলোয় সতর্কতা বাড়িয়েছি। এ ছাড়া স্বাস্থ্যকর্মী, স্বল্প রোগপ্রতিরোধ ক্ষতাসম্পন্ন ব্যক্তি এবং দীর্ঘমেয়াদি রোগাক্রান্ত ব্যক্তিদের মাস্ক ব্যবহারের পরামর্শ দিচ্ছি। এ ছাড়া হাসপাতালগুলোকেও সতর্ক থাকতে বলা হয়েছে।’ বিশ্ব স্বাস্থ্য সংস্থা গত বছরের শেষ দিকে করোনাভাইরাসের নতুন এই উপধরনের তথ্য জানায়। সংস্থাটির পক্ষ থেকে বলা হয়, নতুন এই উপধরন অতি দ্রুত ছড়িয়ে পড়ার প্রবণতা আছে। তবে এতে রোগের লক্ষণে তীব্রতা কম।
এদিকে দেশে করোনা সংক্রমণ বাড়ায় নতুন করে টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গতকাল বুধবার অধিদপ্তরের এমএনসিঅ্যান্ডএইচের পরিচালক ও কোভিড-১৯ ভ্যাকসিন ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটির সদস্যসচিব ডা. মোহাম্মদ নিজাম উদ্দিনের সই করা এক চিঠিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
সেখানে বলা হয়েছে, নাইট্যাগ এবং কোভিড-১৯ জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সুপারিশ অনুযায়ী ৫ শ্রেণির মানুষকে ফাইজার টিকার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ডোজ দেওয়া হবে।
তারা হলেন সম্মুখসারির স্বাস্থ্যকর্মী, ৬০ বছর এবং তদূর্ধ্ব বয়সী জনগোষ্ঠী, দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত ১৮ বছর এবং তদূর্ধ্ব জনগোষ্ঠী, স্বল্প রোগপ্রতিরোধ ক্ষমতাসম্পন্ন প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠী এবং গর্ভবতী নারী।
প্রাথমিক পর্যায়ে ঢাকা শহরের ৮টি কেন্দ্রে বুস্টার ডোজ অর্থাৎ তৃতীয় বা চতুর্থ ডোজ ফাইজার সিভিসি প্রদান করা হবে। পরে ঢাকার বিভিন্ন সরকারি হাসপাতালে, ঢাকার বাইরে সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে এবং জেলা পর্যায়ের হাসপাতালে টিকা কার্যক্রম পরিচালিত হবে।
ঢাকার যে ৮ কেন্দ্রে টিকা দেওয়া হবে-বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল এবং সরকারি কর্মচারী হাসপাতাল।
বাংলাদেশে করোনাভাইরাসের নতুন উপধরন জেএন.১ শনাক্ত হয়েছে। এটি মূলত অমিক্রন ভ্যারিয়েন্টের একটি সাব-ভ্যারিয়েন্ট। ইতিমধ্যে পাঁচজনের শরীরে নমুনা পরীক্ষায় জেএন.১ শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এই তথ্য নিশ্চিত করেছে।
আজ বৃহস্পতিবার আইইডিসিআরের পরিচালক অধ্যাপক তাহমিনা শিরীন বলেন, পাঁচটি নমুনায় নতুন উপধরন জেএন.১ শনাক্ত হয়েছে। নমুনাগুলো ঢাকা ও ঢাকার বাইরের রোগীদের থেকে নেওয়া হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. নাজমুল ইসলাম বলেন, ‘আমরা সীমান্তে বন্দরগুলোয় সতর্কতা বাড়িয়েছি। এ ছাড়া স্বাস্থ্যকর্মী, স্বল্প রোগপ্রতিরোধ ক্ষতাসম্পন্ন ব্যক্তি এবং দীর্ঘমেয়াদি রোগাক্রান্ত ব্যক্তিদের মাস্ক ব্যবহারের পরামর্শ দিচ্ছি। এ ছাড়া হাসপাতালগুলোকেও সতর্ক থাকতে বলা হয়েছে।’ বিশ্ব স্বাস্থ্য সংস্থা গত বছরের শেষ দিকে করোনাভাইরাসের নতুন এই উপধরনের তথ্য জানায়। সংস্থাটির পক্ষ থেকে বলা হয়, নতুন এই উপধরন অতি দ্রুত ছড়িয়ে পড়ার প্রবণতা আছে। তবে এতে রোগের লক্ষণে তীব্রতা কম।
এদিকে দেশে করোনা সংক্রমণ বাড়ায় নতুন করে টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গতকাল বুধবার অধিদপ্তরের এমএনসিঅ্যান্ডএইচের পরিচালক ও কোভিড-১৯ ভ্যাকসিন ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটির সদস্যসচিব ডা. মোহাম্মদ নিজাম উদ্দিনের সই করা এক চিঠিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
সেখানে বলা হয়েছে, নাইট্যাগ এবং কোভিড-১৯ জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সুপারিশ অনুযায়ী ৫ শ্রেণির মানুষকে ফাইজার টিকার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ডোজ দেওয়া হবে।
তারা হলেন সম্মুখসারির স্বাস্থ্যকর্মী, ৬০ বছর এবং তদূর্ধ্ব বয়সী জনগোষ্ঠী, দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত ১৮ বছর এবং তদূর্ধ্ব জনগোষ্ঠী, স্বল্প রোগপ্রতিরোধ ক্ষমতাসম্পন্ন প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠী এবং গর্ভবতী নারী।
প্রাথমিক পর্যায়ে ঢাকা শহরের ৮টি কেন্দ্রে বুস্টার ডোজ অর্থাৎ তৃতীয় বা চতুর্থ ডোজ ফাইজার সিভিসি প্রদান করা হবে। পরে ঢাকার বিভিন্ন সরকারি হাসপাতালে, ঢাকার বাইরে সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে এবং জেলা পর্যায়ের হাসপাতালে টিকা কার্যক্রম পরিচালিত হবে।
ঢাকার যে ৮ কেন্দ্রে টিকা দেওয়া হবে-বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল এবং সরকারি কর্মচারী হাসপাতাল।
মার্চ মাসে দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৫৮৭টি। এতে নিহত হয়েছেন ৬০৪ জন এবং আহত ১ হাজার ২৩১ জন। ২৪২টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২৩৩ জন, যা মোট নিহতের ৩৮ দশমিক ৫৭ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনার হার ৪১ দশমিক ২২ শতাংশ বলে জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন।
১ ঘণ্টা আগেশনিবার দুপুরে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল অডিটোরিয়ামে (বিএআরসি) ‘ইলিশ সম্পদ ব্যবস্থাপনায় প্রজনন সাফল্য নিরূপণ, জাটকা সংরক্ষণ ও ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক সভায় প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এ কথা বলেন।
৩ ঘণ্টা আগেবৈষম্যবিরোধী আন্দোলন সংক্রান্ত মামলায় আসামি গ্রেপ্তারের আগে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। একই সঙ্গে গ্রেপ্তারের উপযুক্ত প্রমাণও পেশ করতে হবে।
৩ ঘণ্টা আগে