Ajker Patrika

সাফ টুর্নামেন্ট বিজয়ী ফুটবল দলকে সংবর্ধনা দেবে সরকার: রিজওয়ানা হাসান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৯ আগস্ট ২০২৪, ১৫: ৪৫
সাফ টুর্নামেন্ট বিজয়ী ফুটবল দলকে সংবর্ধনা দেবে সরকার: রিজওয়ানা হাসান

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ ফুটবল টিমকে সরকার সংবর্ধনা দেবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের বন, পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আজ বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠক শেষে এ কথা জানান তিনি। 

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সরকারি বাসভবন যমুনায় উপদেষ্টা পরিষদের এ বৈঠক অনুষ্ঠিত হয়। 

রিজওয়ানা হাসান সাংবাদিকদের বলেন, সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ ফুটবল টিমকে সরকার সংবর্ধনা দেবে। বন্যার কারণে রপ্তানিমুখী যেসব শিল্পপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখানকার শ্রমিকদের স্বার্থ যেন সুরক্ষিত থাকে, সে জন্য সরকারের পক্ষ থেকে সহায়তার কার্যক্রম চলবে। 

তিনি বলেন, অর্থ মন্ত্রণালয় থেকে সংস্কার কার্যক্রম নেওয়া হয়েছে। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে—কালোটাকা সাদা করার যে বিধি ও রীতি রয়েছে, সেটি বন্ধ করে দেওয়া হবে। এটা থেকে সরকার যেটুকু টাকা আনতে পারে, সে টাকা দিয়ে সরকারের খুব আগায় না। তবে মূল্যবোধের অবক্ষয় হয়। এটার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।

উপদেষ্টা বলেন, ‘অর্থ পাচারের বিরুদ্ধে কার্যক্রম শুরু হয়ে গেছে। দ্রব্যমূল্য মানুষের ক্রয়সীমার মধ্যে রাখতে সরকার কার্যক্রম শুরু করেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিয়ের আসরে কনে বদল, মেয়ের জায়গায় মা

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

বদলির পর ঠাকুরগাঁওয়ের ওসির পোস্ট: ‘বুঝলে বুঝ, না বুঝলে খেয়ে নে তরমুজ’

কাশ্মীর নিয়ে ভারতের সঙ্গে দ্বন্দ্বের প্রসঙ্গ বাংলাদেশের কাছে তুলল পাকিস্তান

এক ফ্যাসিস্ট নেত্রীর পাল্লায় পড়ে পুলিশ খারাপ হয়েছিল: এসপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত