নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পুরান ঢাকার আগাসাদেক লেনের মিরনজিল্লা সুইপার কলোনিতে থাকা হরিজন সম্প্রদায়ের বাসিন্দাদের উচ্ছেদ কার্যক্রমে স্থিতাবস্থার আদেশ স্থগিত করেনি চেম্বার আদালত। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের করা আবেদনটি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠানো হয়েছে। আগামী ৪ জুলাই এই বিষয়ে শুনানি হবে।
সোমবার (১ জুলাই) আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম. ইনায়েতুর রহিম এ আদেশ দেন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মুরাদ রেজা। রিটের পক্ষে ছিলেন আইনজীবী সারা হোসেন ও সুব্রত চৌধুরী। সঙ্গে ছিলেন আইনজীবী মনোজ কুমার ভৌমিক। তিনি আজকের পত্রিকাকে বলেন, হাইকোর্টের আদেশ স্থগিত করেনি চেম্বার আদালত। এটি এখন আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানি হবে।
এর আগে পুরান ঢাকার আগাসাদেক লেনের মিরনজিল্লা সুইপার কলোনিতে থাকা হরিজন সম্প্রদায়ের বাসিন্দাদের উচ্ছেদ কার্যক্রমে ৩০ দিনের স্থিতাবস্থা জারি করেন হাইকোর্ট। এই সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে গত ১৩ জুন হাইকোর্ট রুলসহ আদেশ দেন। পরে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন করে দক্ষিণ সিটি করপোরেশন।
এর আগে গণমাধ্যমে প্রকাশিত এই সংক্রান্ত প্রতিবেদন যুক্ত করে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মনোজ কুমার ভৌমিক, উৎপল বিশ্বাস ও আইনুন্নাহার সিদ্দিকা।
হাইকোর্টের আদেশের পর আইনজীবী মনোজ কুমার ভৌমিক আজকের পত্রিকাকে বলেন, বিকল্প ব্যবস্থা করে কলোনিতে থাকা হরিজন সম্প্রদায়ের বাসিন্দাদের স্থানান্তর করতে বলেছেন আদালত। আর উচ্ছেদ কার্যক্রমে ৩০ দিনের স্থিতাবস্থা জারি করেছেন। তাই বিকল্প ব্যবস্থা না করে তাঁদের উচ্ছেদ করা যাবে না।
পুরান ঢাকার আগাসাদেক লেনের মিরনজিল্লা সুইপার কলোনিতে থাকা হরিজন সম্প্রদায়ের বাসিন্দাদের উচ্ছেদ কার্যক্রমে স্থিতাবস্থার আদেশ স্থগিত করেনি চেম্বার আদালত। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের করা আবেদনটি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠানো হয়েছে। আগামী ৪ জুলাই এই বিষয়ে শুনানি হবে।
সোমবার (১ জুলাই) আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম. ইনায়েতুর রহিম এ আদেশ দেন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মুরাদ রেজা। রিটের পক্ষে ছিলেন আইনজীবী সারা হোসেন ও সুব্রত চৌধুরী। সঙ্গে ছিলেন আইনজীবী মনোজ কুমার ভৌমিক। তিনি আজকের পত্রিকাকে বলেন, হাইকোর্টের আদেশ স্থগিত করেনি চেম্বার আদালত। এটি এখন আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানি হবে।
এর আগে পুরান ঢাকার আগাসাদেক লেনের মিরনজিল্লা সুইপার কলোনিতে থাকা হরিজন সম্প্রদায়ের বাসিন্দাদের উচ্ছেদ কার্যক্রমে ৩০ দিনের স্থিতাবস্থা জারি করেন হাইকোর্ট। এই সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে গত ১৩ জুন হাইকোর্ট রুলসহ আদেশ দেন। পরে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন করে দক্ষিণ সিটি করপোরেশন।
এর আগে গণমাধ্যমে প্রকাশিত এই সংক্রান্ত প্রতিবেদন যুক্ত করে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মনোজ কুমার ভৌমিক, উৎপল বিশ্বাস ও আইনুন্নাহার সিদ্দিকা।
হাইকোর্টের আদেশের পর আইনজীবী মনোজ কুমার ভৌমিক আজকের পত্রিকাকে বলেন, বিকল্প ব্যবস্থা করে কলোনিতে থাকা হরিজন সম্প্রদায়ের বাসিন্দাদের স্থানান্তর করতে বলেছেন আদালত। আর উচ্ছেদ কার্যক্রমে ৩০ দিনের স্থিতাবস্থা জারি করেছেন। তাই বিকল্প ব্যবস্থা না করে তাঁদের উচ্ছেদ করা যাবে না।
নির্বাচন কমিশনে আড়াই মাসের শূন্যতা কাটল অবশেষে। গতকাল বৃহস্পতিবার অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দীনের নেতৃত্বে নতুন নির্বাচন কমিশন গঠন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। মন্ত্রিপরিষদ বিভাগ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এবং চারজন নির্বাচন কমিশনার নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
১ মিনিট আগেবাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসায়িক অংশীদারিত্বের উপর জোর দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মার্কিন সাময়িকী টাইমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছে, তিনি ব্যবসায়িক অংশীদার হিসেবে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক নির্ম
৮ ঘণ্টা আগে‘আওয়ামী লীগও অন্য যে কোনো দলের মতো নির্বাচনে অংশ নিতে পারবে। আমরা তাঁদের রাজনৈতিক ময়দানে প্রতিযোগিতার জন্য প্রস্তুত। তবে এর আগে তাদের আচরণ এবং অতীতে সংঘটিত অপরাধের জন্য দায় মেনে নিতে হবে। একবার তাঁরা আইনি বাধাগুলো কাটিয়ে উঠলে নির্বাচনে তাদের স্বাগত জানানো হবে।’
৯ ঘণ্টা আগেমাধ্যমিক শিক্ষার্থীদের ক্লাসের অ্যাসাইনমেন্ট হিসেবে তথ্য অধিকার আইন অনুযায়ী তথ্যপ্রাপ্তির আবেদন করতে দিলে এই আইন সম্পর্কে ধারণা ও বাস্তবায়ন বাড়বে বলে মন্তব্য করেছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)-এর চেয়ারম্যান অধ্যাপক এ কে এম রিয়াজুল হাসান।
১০ ঘণ্টা আগে