Ajker Patrika

সশস্ত্র বাহিনী দিবসে ঢাকা সেনানিবাস এলাকায় যান চলাচল সীমিত থাকবে: আইএসপিআর

অনলাইন ডেস্ক
আপডেট : ১৭ নভেম্বর ২০২৪, ১৭: ৩৮
সশস্ত্র বাহিনী দিবসে ঢাকা সেনানিবাস এলাকায় যান চলাচল সীমিত থাকবে: আইএসপিআর

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাস এলাকায় যান চলাচল সীমিত থাকবে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আজ রোববার আইএসপিআর–এর সহকারী পরিচালক রাশেদুল আলম খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আগামী ২১ নভেম্বর ঢাকা সেনানিবাসে বিভিন্ন কর্মসূচি পালিত হবে। ওই দিন শহীদ জাহাংগীর গেট থেকে স্টাফ রোড পর্যন্ত প্রধান সড়ক যানজট মুক্ত রাখতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত পর্যন্ত এবং দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সেনানিবাস এলাকায় যান চলাচল পরিহার করার অনুরোধ করা হয়েছে।

তবে সেনানিবাসে অবস্থানকারী ব্যক্তি এবং আমন্ত্রিত অতিথিদের বহনকারী যানবাহনগুলো এর আওতামুক্ত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত