Ajker Patrika

চুরি করে ঘিয়ের চেয়ে পরিশ্রম করে ডাল-ভাত খাওয়া ভালো: ধর্ম উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা            
ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। ফাইল ছবি
ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। ফাইল ছবি

রমজান আত্মশুদ্ধির মাস; যা সংযম, সততা ও নৈতিকতার শিক্ষা দেয়। এই শিক্ষা বাস্তব জীবনে প্রয়োগ করে অর্থনৈতিক স্বচ্ছতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন, তাই ক্ষমতার অপব্যবহার বন্ধ করে ন্যায়বিচার ও সততার আদর্শে অবিচল থাকার আহ্বান জানিয়েছেন ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

আজ রোববার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে রমজান উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মানসিকতার পরিবর্তনের ওপর জোর দিয়ে ধর্ম উপদেষ্টা বলেন, ‘আমরা কেবল ব্যক্তিগত স্বার্থ দেখি, যা সমাজে দুর্নীতিকে উসকে দেয়। চুরি করে ঘি খাওয়ার চেয়ে পরিশ্রম করে ডাল-ভাত খাওয়া অনেক ভালো। ভালো হতে কোনো ব্যয় লাগে না, শুধু সদিচ্ছা প্রয়োজন।’

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সততার সঙ্গে দায়িত্ব পালনের তাগিদ দিয়ে ড. খালিদ হোসেন বলেন, ঘুষের নতুন নাম হয়েছে ‘স্পিড মানি’। কিন্তু হারাম উপার্জন করে কেউ জান্নাতে যেতে পারবে না। যাঁরা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করছেন, তাঁদের অবশ্যই বিচারের আওতায় আনা উচিত।

সরকারি দপ্তরগুলোর দীর্ঘসূত্রতার প্রসঙ্গ টেনে উপদেষ্টা বলেন, ফাইল আটকে রাখার প্রবণতা দেশের উন্নয়নে বড় বাধা। জনগণের স্বার্থে ফাইল দ্রুত নিষ্পত্তি করা প্রয়োজন, যাতে দেশ ও অর্থনীতি এগিয়ে যেতে পারে।

প্রতিটি প্রাণীর রিজিকের মালিক আল্লাহ উল্লেখ করে ধর্ম উপদেষ্টা বলেন, ‘বৈধভাবে উপার্জন করা সম্মানজনক, কিন্তু অবৈধ সম্পদ রেখে কোনো লাভ নেই। অবৈধভাবে অর্জিত সম্পদ দ্রুত বিক্রি করে সরকারের তহবিলে জমা দিন, নইলে ক্ষমার কোনো সুযোগ নেই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত