নিজস্ব প্রতিবেদক
ঢাকা: আমলাতন্ত্রের বিকল্প শূন্যতা বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে পরিসংখ্যান ভবনে আয়োজিত 'বিবিএস গ্লোসারি (কনসেপ্টস অ্যান্ড ডেফিনেশন)' শীর্ষক এক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আমলাতন্ত্রের প্রশংসা করে এম এ মান্নান বলেন, 'আমলাতন্ত্রের যে কত প্রয়োজন তা বলার অপেক্ষা রাখে না। আমিও এক সময় ছোট খাট আমলা ছিলাম। তবে সকল পর্যায়ে কর্মকর্তাদের উচিত মাঠ পর্যায়ে যোগাযোগ বাড়ানো। ইউএনও, ডিসিসহ সকল মাঠ পর্যায়ের কর্মকর্তাদের উচিত স্থানীয় উপজেলা চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান এমনকি মেম্বারদের সঙ্গে যোগাযোগ বাড়ানো।'
পরিকল্পনামন্ত্রী সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, 'কোন তথ্য লুকাবেন না। আপনাদের জরিপে যদি কোন ভয়ংকর কিছু আসে সে ক্ষেত্রে মহাপরিচালক ও সচিবকে জানাবেন। তারা মনে করলে আমাকে জানাবেন। আমি মনে করলে সরকার প্রধানকে জানাব। বর্তমানে হয়তো এক শতাংশ গোপনীয়তা রয়েছে। সেটির প্রতি গণমাধ্যম সম্মান দেখাবে অবশ্যই। ভবিষ্যতে হয়তো সেই এক শতাংশও আর গোপন রাখার প্রয়োজন নাও হতে পারে। সরকার অত্যন্ত স্বচ্ছ।'
মন্ত্রী আরও বলেন, 'সরকার বিবিএস এর ওপর নির্ভরশীল। বিশেষ করে পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে মূল আকর আসে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) থেকে। এ জন্য পরিসংখ্যান ব্যুরোর বিশুদ্ধতা দরকার। আমরা জনগণের পক্ষে কাজ করি। আমলাদের দক্ষতা বাড়াতে হবে। বেশি বেশি প্রশিক্ষণ দিতে হবে।'
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মোহাম্মদ ইয়ামিন চৌধুরী। বক্তব্য রাখেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মহাপরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ন্যাশনাল স্ট্র্যাটেজি ফর ডেভেলপমেন্ট অব স্ট্যাটিসটিকস (এনএসডিএস) প্রকল্পের পরিচালক দিলদার হোসেন।
মোহাম্মদ ইয়ামিন চৌধুরী বলেন, 'অনেক জরিপ বা শুমারির ফলাফল নিয়ে বিতর্ক হয়। এতে একেকজন একেক রকম ব্যাখ্যা দিয়ে থাকেন। এসব বিতর্কের অবসান ঘটাবে আজকের প্রকাশনাটি।'
স্বাগত বক্তব্যে বিবিএস মহাপরিচালক তাজুল ইসলাম বলেন, 'বাংলাদেশের সার্বিক পরিসংখ্যান ব্যবস্থার উন্নয়নে ২০১৩ সালে মন্ত্রিপরিষদ কর্তৃক জাতীয় পরিসংখ্যান উন্নয়ন কৌশলপত্র বা ন্যাশনাল স্ট্র্যাটেজি ফর দ্যা ডেভেলপমেন্ট অব স্ট্যাটিসটিকস অনুমোদিত হয়। এটা বাস্তবায়নে সহায়তা এবং বিবিএস এর সার্বিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ২০১৮ সালে "এনএসডিএস ইমপ্লিমেন্টেশন সাপোর্ট" প্রকল্প গ্রহণ করা হয়।'
প্রকল্প পরিচালক দিলদার হোসেন বলেন, 'প্রকাশনাটিতে কৃষি, শিল্প, পরিবেশ, ব্যবসা, উৎপাদন, সেবা, জিডিপি, মূল্য ও মজুরি, বৈদেশিক বাণিজ্যে, ব্যাংকিং, দারিদ্র্য, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, শ্রমশক্তি, জেন্ডার, রেমিট্যান্স, ডেমোগ্রাফি, ফার্টিলিটি, মর্টালিটি, মাইগ্রেশনসহ বিভিন্ন আর্থসামাজিক বিষয়ে ২ হাজার ৪১টি ধারণা ও সংজ্ঞা স্থান পেয়েছে।'
গ্রন্থটির বাংলা অনুবাদ করা এবং তিন বছর পর পর এর হালনাগাদকরণ প্রয়োজন হবে বলে তিনি জানান।
ঢাকা: আমলাতন্ত্রের বিকল্প শূন্যতা বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে পরিসংখ্যান ভবনে আয়োজিত 'বিবিএস গ্লোসারি (কনসেপ্টস অ্যান্ড ডেফিনেশন)' শীর্ষক এক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আমলাতন্ত্রের প্রশংসা করে এম এ মান্নান বলেন, 'আমলাতন্ত্রের যে কত প্রয়োজন তা বলার অপেক্ষা রাখে না। আমিও এক সময় ছোট খাট আমলা ছিলাম। তবে সকল পর্যায়ে কর্মকর্তাদের উচিত মাঠ পর্যায়ে যোগাযোগ বাড়ানো। ইউএনও, ডিসিসহ সকল মাঠ পর্যায়ের কর্মকর্তাদের উচিত স্থানীয় উপজেলা চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান এমনকি মেম্বারদের সঙ্গে যোগাযোগ বাড়ানো।'
পরিকল্পনামন্ত্রী সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, 'কোন তথ্য লুকাবেন না। আপনাদের জরিপে যদি কোন ভয়ংকর কিছু আসে সে ক্ষেত্রে মহাপরিচালক ও সচিবকে জানাবেন। তারা মনে করলে আমাকে জানাবেন। আমি মনে করলে সরকার প্রধানকে জানাব। বর্তমানে হয়তো এক শতাংশ গোপনীয়তা রয়েছে। সেটির প্রতি গণমাধ্যম সম্মান দেখাবে অবশ্যই। ভবিষ্যতে হয়তো সেই এক শতাংশও আর গোপন রাখার প্রয়োজন নাও হতে পারে। সরকার অত্যন্ত স্বচ্ছ।'
মন্ত্রী আরও বলেন, 'সরকার বিবিএস এর ওপর নির্ভরশীল। বিশেষ করে পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে মূল আকর আসে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) থেকে। এ জন্য পরিসংখ্যান ব্যুরোর বিশুদ্ধতা দরকার। আমরা জনগণের পক্ষে কাজ করি। আমলাদের দক্ষতা বাড়াতে হবে। বেশি বেশি প্রশিক্ষণ দিতে হবে।'
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মোহাম্মদ ইয়ামিন চৌধুরী। বক্তব্য রাখেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মহাপরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ন্যাশনাল স্ট্র্যাটেজি ফর ডেভেলপমেন্ট অব স্ট্যাটিসটিকস (এনএসডিএস) প্রকল্পের পরিচালক দিলদার হোসেন।
মোহাম্মদ ইয়ামিন চৌধুরী বলেন, 'অনেক জরিপ বা শুমারির ফলাফল নিয়ে বিতর্ক হয়। এতে একেকজন একেক রকম ব্যাখ্যা দিয়ে থাকেন। এসব বিতর্কের অবসান ঘটাবে আজকের প্রকাশনাটি।'
স্বাগত বক্তব্যে বিবিএস মহাপরিচালক তাজুল ইসলাম বলেন, 'বাংলাদেশের সার্বিক পরিসংখ্যান ব্যবস্থার উন্নয়নে ২০১৩ সালে মন্ত্রিপরিষদ কর্তৃক জাতীয় পরিসংখ্যান উন্নয়ন কৌশলপত্র বা ন্যাশনাল স্ট্র্যাটেজি ফর দ্যা ডেভেলপমেন্ট অব স্ট্যাটিসটিকস অনুমোদিত হয়। এটা বাস্তবায়নে সহায়তা এবং বিবিএস এর সার্বিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ২০১৮ সালে "এনএসডিএস ইমপ্লিমেন্টেশন সাপোর্ট" প্রকল্প গ্রহণ করা হয়।'
প্রকল্প পরিচালক দিলদার হোসেন বলেন, 'প্রকাশনাটিতে কৃষি, শিল্প, পরিবেশ, ব্যবসা, উৎপাদন, সেবা, জিডিপি, মূল্য ও মজুরি, বৈদেশিক বাণিজ্যে, ব্যাংকিং, দারিদ্র্য, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, শ্রমশক্তি, জেন্ডার, রেমিট্যান্স, ডেমোগ্রাফি, ফার্টিলিটি, মর্টালিটি, মাইগ্রেশনসহ বিভিন্ন আর্থসামাজিক বিষয়ে ২ হাজার ৪১টি ধারণা ও সংজ্ঞা স্থান পেয়েছে।'
গ্রন্থটির বাংলা অনুবাদ করা এবং তিন বছর পর পর এর হালনাগাদকরণ প্রয়োজন হবে বলে তিনি জানান।
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে বিএনপি, জামায়াতে ইসলামী ও বিশিষ্টজনদের করা পৃথক রিভিউ আবেদন শুনানির জন্য আগামী ৯ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়েছে। আজ রোববার বিএনপির পক্ষ থেকে সময় আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চ এ দিন ধার্য করেন। এর আগে বিএনপি
৪ ঘণ্টা আগেআমরা রাজনৈতিক বক্তব্যের মধ্যে ঢুকতে চাই না। আমরা রাজনীতির মধ্যে ঢুকতে চাই না। আমরা আইন-কানুন, বিধিবিধানের মধ্যে থাকব। আমরা অবাধ, সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চাই...
৫ ঘণ্টা আগেরাজধানীর ফার্মগেটে একটি রেস্তোরাঁয় ঝড়ের গতিতে ১০-১২ জন যুবক ঢুকে পড়লেন। একজন ম্যানেজারকে বললেন, ‘তোরে না কইছি ভাই পাঠাইছে, আজকের মধ্যেই ব্যবস্থা কর। নইলে ঢাকা ছাড়।’ কয়েক দিন আগে রাত ৯টার দিকে হুমকি দেওয়ার সময় এ প্রতিবেদক সেখানে খাবার খাচ্ছিলেন...
৬ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ককে বাংলাদেশে যেকোনো সরকারের জন্য গুরুত্বপূর্ণ বিবেচনা করা হয়ে থাকে। এমন বাস্তবতায় দেশটির ডেমোক্র্যাটদের সঙ্গে উষ্ণ সম্পর্ক নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের জন্য একটি সুযোগ হিসেবে দেখা হয়েছে ছয় মাস আগে। তবে ওয়াশিংটনে পালাবদলে ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান...
৭ ঘণ্টা আগে