পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের চুক্তি বাতিল 

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৪, ২০: ২১
আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৪, ২০: ৪২

পররাষ্ট্রসচিব হিসেবে মাসুদ বিন মোমেনের চুক্তি বাতিল হচ্ছে। মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা আজকের পত্রিকাকে এ বিষয়টি জানান। 

বর্তমানে পররাষ্ট্র ক্যাডারের সবচেয়ে প্রবীণ এই কর্মকর্তার জন্য আজ রোববার ছিল শেষ কর্মদিবস। দিন শেষে আজ বিকেলে তাঁকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। 

মাসুদ বিন মোমেন ২০১৯ সালের ৩১ ডিসেম্বর থেকে পররাষ্ট্রসচিবের দায়িত্ব পালন করছিলেন। নিয়মিত চাকরির মেয়াদ শেষে অবসরোত্তর ছুটি বাতিল করে ২০২২ সালের ৬ ডিসেম্বর থেকে চুক্তি ভিত্তিতে তাঁকে এ দায়িত্বে বহাল রাখা হয়। 

আগামীকাল সোমবার থেকে তিনি অবসরোত্তর ছুটিতে থাকবেন। চুক্তিটির মেয়াদ ছিল আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত। 

চীনে বাংলাদেশের বর্তমান রাষ্ট্রদূত মো. জসিম উদ্দিনকে জরুরি ভিত্তিতে দেশে ফিরতে বলা হয়েছে। তাঁকে পররাষ্ট্রসচিবের দায়িত্ব দেওয়া হতে পারে। 

মাসুদ বিন মোমেনের বিদায় সংবর্ধনায় পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স বিষয়ক সচিব রিয়ার এডমিরাল (অব.) মো. খুরশেদ আলম, ফরেন সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি অতিরিক্ত পররাষ্ট্রসচিব ড. মো. নজরুল ইসলাম ও দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক ইশরাত জাহান বক্তব্য দেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত