আজ অফিস সময়ের মধ্যে হাজির না হলে বেনজীরের বিরুদ্ধে ব্যবস্থা: সচিব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৩ জুন ২০২৪, ১৭: ২৪
Thumbnail image

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের দুদকে হাজির হওয়ার দিন ছিল আজ রোববার। আবেদনের মাধ্যমে চেয়ে নেওয়া এই সময়ের পরও তিনি উপস্থিত না হলে তাঁর বিরুদ্ধে কমিশনের আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন, দুর্নীতি দমন কমিশনে দুদক (সচিব) খোরশেদা ইয়াসমীন। 

আজ রোববার দুপুরে কমিশনের সামনে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান তিনি। 

গত ২২ মে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের ৬ জুন দুদকে হাজির হতে তলব করে দুদক। পরে তাঁর আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁকে অতিরিক্ত ১৭ দিন সময় দেওয়া হয়। আজ তাঁর দ্বিতীয় দফা তলবে হাজির হওয়ার কথা থাকলেও তিনি দুর্নীতি দমন কমিশনে (দুদক) হাজির হননি। 

দুদক সচিব বলেন, ‘দুদকের কাছে বেনজীর আহমেদ মেয়াদ বাড়ানোর জন্য কোনো আবেদন করেননি। তবে গত বৃহস্পতিবার তিনি ও তাঁর পরিবারের বিষয় স্পষ্ট করে একটি চিঠি দিয়েছেন।’ 

বেনজীর আহমেদের চিঠি দেওয়ার প্রক্রিয়াটি বৈধ কি না, দুদক এটি গ্রহণ করবে কি না, এমন প্রশ্নে খোরশেদা ইয়াসমীন বলেন, ‘এটি অনুসন্ধানকারী কর্মকর্তার এখতিয়ার। বিষয়টি তিনি দুদক আইনে দেখবেন।’ 

দুদক সচিব খোরশেদা ইয়াসমীন বলেন, ‘তিনি (বেনজীর) যথাসময়ে উপস্থিত হবেন কি না, সে বিষয়ে আমাদেরকে কিছু জানাননি বা অবগত করেননি। আজকে অফিস সময়ের মধ্যে কমিশনে উপস্থিত হয়ে তাঁর বক্তব্য প্রদান না করলে, অনুসন্ধান টিম আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন। এ ছাড়া আগামীকাল তাঁর স্ত্রী ও কন্যাদের উপস্থিত হওয়ার জন্য অনুসন্ধানকারী টিম নোটিশ প্রদান করেছেন। নির্ধারিত সময়ের মধ্যে যদি তাঁরাও উপস্থিত না হন, তাহলে তাঁদের বিষয়ে অনুসন্ধান টিম আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন।’ 

দুদক সূত্রে জানা যায়, মেয়াদ বাড়ানোর জন্য নতুন কোনো আবেদন না করায় বেনজীর আহমেদ আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারিয়েছেন। 

এর গত ৬ জুন (বৃহস্পতিবার) বেনজীর আহমেদের আবেদনের পরিপ্রেক্ষিতে ২৩ জুন (রোববার) সকালে তাঁকে দুদক কার্যালয়ে হাজির হতে বলা হয়। 

দুদকের এক নোটিশে বলা হয়, সাবেক আইজিপি বেনজীর আহমেদের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে দুর্নীতি দমন কমিশনের একটি অনুসন্ধানকারী দল অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করছে। অনুসন্ধান কার্যক্রমের অংশ বেনজীর আহমেদের ব্যক্তিগত শুনানির জন্য ৬ জুন নির্ধারিত ছিল। তিনি শুনানিতে উপস্থিত না হওয়ায় তাঁর বক্তব্য গ্রহণ করা সম্ভব হয়নি। 

অনুসন্ধানকারী দল বেনজীর আহমেদের ব্যক্তিগত শুনানির জন্য পরবর্তী তারিখ ২৩ জুন ধার্য করে নোটিশ ইস্যু করে। 

গত ২২ এপ্রিল বেনজীর, তাঁর স্ত্রী জিশান মীর্জা, দুই মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজীর ও তাশিন রাইসা বিনতে বেনজীরের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান শুরু করে দুদক। সংস্থাটির প্রধান কার্যালয়ের উপপরিচালক হাফিজুল ইসলামের নেতৃত্বে তিন সদস্যের বিশেষ অনুসন্ধান টিম অভিযোগের বিষয়ে অনুসন্ধান করছে। টিমের অন্য দুই সদস্য হলেন সহকারী পরিচালক নিয়ামুল আহসান গাজী ও জয়নাল আবেদীন। 

এর আগে ৩১ মার্চ ‘বেনজীরের ঘরে আলাদিনের চেরাগ’ এবং ৩ এপ্রিল ‘বনের জমিতে বেনজীরের রিসোর্ট’ শিরোনামে একটি দৈনিক পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়। এতে সাবেক আইজিপি বেনজীর ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠে আসে। অভিযোগ যাচাই-বাছাই শেষে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। 

দুদক সূত্রে জানা যায়, গত ৪ মে মাসহ বেনজীর আহমেদ ও তাঁর পরিবারের সদস্যরা দেশ ছেড়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত