নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সারা দেশের স্বাস্থ্য প্রতিষ্ঠানের শূন্য পদ পূরণের জন্য আরও ছয় হাজার ডাক্তার নিয়োগ করা হবে বলে জাতীয় সংসদে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন। প্রথম পর্যায়ে দুই হাজার ডাক্তার নিয়োগের প্রস্তাব স্বাস্থ্য অধিদপ্তর থেকে স্বাস্থ্যসেবা বিভাগে পাঠানো হয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।
আজ রোববার জাতীয় সংসদে ৭১ক বিধিতে এমপিদের দেওয়া নোটিশের জবাবে লিখিত বিবৃতিতে এ তথ্য জানান সামন্ত লাল সেন। সংসদে সরকারদলীয় বরগুনা-২ আসনের এমপি সুলতানা নাদিরা, সংরক্ষিত এমপি পারভীন জামান এবং স্বতন্ত্র এমপি ছানোয়ার হোসেন ছানু লিখিত নোটিশে নিজ নিজ নির্বাচনী এলাকার স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল নিয়োগ প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বরাবর নোটিশ প্রদান করেন।
জবাবে লিখিত বিবৃতিতে স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন বলেন, সারা দেশের সব স্বাস্থ্য প্রতিষ্ঠানে ডাক্তারদের শূন্য পদ পূরণের জন্য ছয় হাজার নতুন ডাক্তার (এমবিবিএস ও ডেন্টাল) নিয়োগ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সে জন্য একপর্যায়ে দুই হাজার ডাক্তার নিয়োগের জন্য একটি প্রস্তাব স্বাস্থ্য অধিদপ্তর থেকে স্বাস্থ্যসেবা বিভাগে পাঠানো হয়েছে।
স্বতন্ত্র এমপি আবুল কালাম আজাদের নোটিশের জবাবে লিখিত বিবৃতিতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেন, পরিবেশ অধিদপ্তর ২০১৯ সালের জানুয়ারি থেকে চলতি বছরের এপ্রিল ইটভাটার বিরুদ্ধে ২ হাজার ৩৩৮টি অভিযান পরিচালনা করে। যাতে ৪ হাজার ৪৩৬টি মামলা দায়ের করে ৯৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং ১১১ কোটি ৫০ লাখ ৩৩ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করেছে।
স্বতন্ত্র এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর নোটিশের জবাবে পরিবেশ, বন ও জলবায়ুমন্ত্রী জানান, দেশের তাপমাত্রা বৃদ্ধির কারণ জানতে জলবায়ু ট্রাস্ট ফান্ডের মাধ্যমে একটি গবেষণা করা হচ্ছে। যা আগামী ডিসেম্বরে শেষ হবে বলেও জানান মন্ত্রী।
সাবের হোসেন চৌধুরী বলেন, গবেষণা শেষ হলে বাংলাদেশে নগর পর্যায়ে তাপমাত্রা বৃদ্ধির কারণ চিহ্নিত করা যাবে। বর্তমান পরিস্থিতিতে ঢাকা ও ময়মনসিংহ শহরে তাপমাত্রা বৃদ্ধির অবস্থা ও প্রভাব মূল্যায়ন করা যাবে এবং বৃষ্টিপাতের পরিবর্তনশীলতা নিরূপণ এবং মোকাবিলায় প্রশমন কৌশল জানা যাবে।
স্বতন্ত্র এমপি মাহমুদ হাসান সুমনের নোটিশের জবাবে দেওয়া লিখিত বিবৃতিতে রেলপথমন্ত্রী জিল্লুল হাকিম জানান, স্টেশনমাস্টার চাকরি হতে অব্যাহতি নিয়ে চলে যাওয়ায় শূন্য পদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। স্টেশনমাস্টারের জন্য ১ হাজার ৯২৯টি মঞ্জুরি করা পদের বিপরীতে শূন্য পদ ১ হাজার ১১৩টি এবং পয়েন্টম্যানে ১ হাজার ৯২১ পদের মধ্যে শূন্য ৭৮৩টি। ৪১৭টি স্টেশনমাস্টারের শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অতি দ্রুত নিয়োগ কার্যক্রম শেষ করা হবে।
তিনি বলেন, যাত্রীসাধারণের আরামদায়ক ট্রেনভ্রমণ নিশ্চিত এবং মালামাল পরিবহনের মাধ্যমে রেলওয়ের রাজস্ব বৃদ্ধির লক্ষ্যে অদূর ভবিষ্যতে আরও ২৬০টি ব্রডগেজ প্যাসেঞ্জার ক্যারেজ, ৪৬টি ব্রডগেজ লোকোমোটিভ, ৫০টি মিটারগেজ লোকোমোটিভ, ২৯০টি ব্রডগেজ বিএফসিটি ওয়াগন সংগ্রহ করার জন্য প্রকল্প অনুমোদনের কাজ চলমান রয়েছে। ইঞ্জিন ও যাত্রীবাহী কোচপ্রাপ্তি সাপেক্ষে ময়মনসিংহ থেকে ঢাকাগামী এক জোড়া ও ময়মনসিংহ থেকে ভৈরবগামী দুই জোড়া ট্রেন চালু করা হবে।
সারা দেশের স্বাস্থ্য প্রতিষ্ঠানের শূন্য পদ পূরণের জন্য আরও ছয় হাজার ডাক্তার নিয়োগ করা হবে বলে জাতীয় সংসদে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন। প্রথম পর্যায়ে দুই হাজার ডাক্তার নিয়োগের প্রস্তাব স্বাস্থ্য অধিদপ্তর থেকে স্বাস্থ্যসেবা বিভাগে পাঠানো হয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।
আজ রোববার জাতীয় সংসদে ৭১ক বিধিতে এমপিদের দেওয়া নোটিশের জবাবে লিখিত বিবৃতিতে এ তথ্য জানান সামন্ত লাল সেন। সংসদে সরকারদলীয় বরগুনা-২ আসনের এমপি সুলতানা নাদিরা, সংরক্ষিত এমপি পারভীন জামান এবং স্বতন্ত্র এমপি ছানোয়ার হোসেন ছানু লিখিত নোটিশে নিজ নিজ নির্বাচনী এলাকার স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল নিয়োগ প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বরাবর নোটিশ প্রদান করেন।
জবাবে লিখিত বিবৃতিতে স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন বলেন, সারা দেশের সব স্বাস্থ্য প্রতিষ্ঠানে ডাক্তারদের শূন্য পদ পূরণের জন্য ছয় হাজার নতুন ডাক্তার (এমবিবিএস ও ডেন্টাল) নিয়োগ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সে জন্য একপর্যায়ে দুই হাজার ডাক্তার নিয়োগের জন্য একটি প্রস্তাব স্বাস্থ্য অধিদপ্তর থেকে স্বাস্থ্যসেবা বিভাগে পাঠানো হয়েছে।
স্বতন্ত্র এমপি আবুল কালাম আজাদের নোটিশের জবাবে লিখিত বিবৃতিতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেন, পরিবেশ অধিদপ্তর ২০১৯ সালের জানুয়ারি থেকে চলতি বছরের এপ্রিল ইটভাটার বিরুদ্ধে ২ হাজার ৩৩৮টি অভিযান পরিচালনা করে। যাতে ৪ হাজার ৪৩৬টি মামলা দায়ের করে ৯৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং ১১১ কোটি ৫০ লাখ ৩৩ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করেছে।
স্বতন্ত্র এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর নোটিশের জবাবে পরিবেশ, বন ও জলবায়ুমন্ত্রী জানান, দেশের তাপমাত্রা বৃদ্ধির কারণ জানতে জলবায়ু ট্রাস্ট ফান্ডের মাধ্যমে একটি গবেষণা করা হচ্ছে। যা আগামী ডিসেম্বরে শেষ হবে বলেও জানান মন্ত্রী।
সাবের হোসেন চৌধুরী বলেন, গবেষণা শেষ হলে বাংলাদেশে নগর পর্যায়ে তাপমাত্রা বৃদ্ধির কারণ চিহ্নিত করা যাবে। বর্তমান পরিস্থিতিতে ঢাকা ও ময়মনসিংহ শহরে তাপমাত্রা বৃদ্ধির অবস্থা ও প্রভাব মূল্যায়ন করা যাবে এবং বৃষ্টিপাতের পরিবর্তনশীলতা নিরূপণ এবং মোকাবিলায় প্রশমন কৌশল জানা যাবে।
স্বতন্ত্র এমপি মাহমুদ হাসান সুমনের নোটিশের জবাবে দেওয়া লিখিত বিবৃতিতে রেলপথমন্ত্রী জিল্লুল হাকিম জানান, স্টেশনমাস্টার চাকরি হতে অব্যাহতি নিয়ে চলে যাওয়ায় শূন্য পদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। স্টেশনমাস্টারের জন্য ১ হাজার ৯২৯টি মঞ্জুরি করা পদের বিপরীতে শূন্য পদ ১ হাজার ১১৩টি এবং পয়েন্টম্যানে ১ হাজার ৯২১ পদের মধ্যে শূন্য ৭৮৩টি। ৪১৭টি স্টেশনমাস্টারের শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অতি দ্রুত নিয়োগ কার্যক্রম শেষ করা হবে।
তিনি বলেন, যাত্রীসাধারণের আরামদায়ক ট্রেনভ্রমণ নিশ্চিত এবং মালামাল পরিবহনের মাধ্যমে রেলওয়ের রাজস্ব বৃদ্ধির লক্ষ্যে অদূর ভবিষ্যতে আরও ২৬০টি ব্রডগেজ প্যাসেঞ্জার ক্যারেজ, ৪৬টি ব্রডগেজ লোকোমোটিভ, ৫০টি মিটারগেজ লোকোমোটিভ, ২৯০টি ব্রডগেজ বিএফসিটি ওয়াগন সংগ্রহ করার জন্য প্রকল্প অনুমোদনের কাজ চলমান রয়েছে। ইঞ্জিন ও যাত্রীবাহী কোচপ্রাপ্তি সাপেক্ষে ময়মনসিংহ থেকে ঢাকাগামী এক জোড়া ও ময়মনসিংহ থেকে ভৈরবগামী দুই জোড়া ট্রেন চালু করা হবে।
হজযাত্রাকে সহজ, সুন্দর ও নিরাপদ করতে ‘হজ ম্যানেজমেন্ট সেন্টার’ চালু করে যাত্রীদের সার্বক্ষণিক সেবার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ মঙ্গলবার বিকেল ৫টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় হজ ব্যবস্থাপনাসংক্রান্ত জাতীয় কমিটির সভায় এ নির্দেশ দেন তিনি।
২০ মিনিট আগেজনগণ সংগঠিত না হয়ে নিজেদের মধ্যে হানাহানি ও বিষোদ্গার করতে থাকলে তা অপরাধীদের চমৎকার সুযোগ বলে মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ মঙ্গলবার রাজধানীর রাওয়া কনভেনশন হলে আয়োজিত ২০০৯ সালে পিলখানা হত্যাকাণ্ড নিয়ে বিশেষ অনুষ্ঠানে সেনাপ্রধান এ কথা বলেন।
১ ঘণ্টা আগে২০১৮ সালের নির্বাচনে দায়িত্ব পালন করা এক অতিরিক্ত মহাপরিদর্শকসহ (আইজিপি) পুলিশের ৮২ কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
৩ ঘণ্টা আগেএমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে সচিবালয়ের দিকে যেতে চাইলে জাতীয়করণ প্রত্যাশী ঐক্য জোটের নেতাদের বাধা দেয় পুলিশ। প্রতিবাদে সারা দেশে ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষকেরা। আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে এ ঘোষণা দেন জাতীয়করণ প্রত্যাশী ঐক্য জোটের নেতার
৩ ঘণ্টা আগে