অনলাইন ডেস্ক
প্রতারণা রোধে ভূমি ব্যবস্থাপনা শিগগিরই ডিজিটাল করবে সরকার। এ লক্ষ্যে ইতিমধ্যে ড্রোনের মাধ্যমে জরিপ কাজ চলছে। আজ সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনের প্রথম কার্য–অধিবেশন শেষে ভূমি উপদেষ্টা এ তথ্য জানান।
উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, ‘আমরা সনাতনী পদ্ধতি থেকে ডিজিটাল পদ্ধতিতে যাচ্ছি। এই ট্রানজিশনটা ক্ষেত্র বিশেষে একটু পেইনফুল হয়। ক্রমান্বয়ে মানুষের অসুবিধাগুলো দূর হয়ে যাচ্ছে। আমাদের প্রধান উপদেষ্টা চান অতিসত্বর ভূমি ব্যবস্থাপনা ডিজিটাল পদ্ধতিতে আসুক। বর্তমানে আমরা ড্রোনের মাধ্যমে জরিপ কাজ পরিচালনা করছি।’
আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ভূমি ব্যবস্থাপনা ডিজিটাল করা হচ্ছে জানিয়ে উপদেষ্টা বলেন, ‘আরও নতুন নতুন প্রযুক্তি আসবে। আমরা এসব খাতে প্রশিক্ষিত জনবল ও কোম্পানিগুলোর সহায়তা পেতে শুরু করেছি। আমরাও লোকজনকে প্রশিক্ষণ দিতে শুরু করেছি। আশা করছি, সেদিন বেশি দূরে না যে সারা দেশের ভূমি ব্যবস্থাপনা ডিজিটাল আওতায় আসবে।’
১০ মার্চের আগে ই–নামজারির পেন্ডিং আবেদনগুলোর প্রক্রিয়া শেষ হয়ে যাবে কিনা এ প্রশ্নের জবাবে ভূমি উপদেষ্টা বলেন, ‘এটা একটা চলমান প্রক্রিয়া, আবেদন প্রক্রিয়া চলমান, প্রতিনিয়ত আবেদন পড়ছে। বিষয়টা হচ্ছে সিস্টেমটা ব্যবহার উপযোগী হবে কিনা, আশা করছি সেটা ১০ মার্চের আগেই হয়ে যাবে।’
ভূমি ব্যবস্থাপনায় এখনো সাধারণ মানুষ প্রতারণা ও হয়রানির শিকার হচ্ছে। বিশেষ করে ই–নামজারির ক্ষেত্রে এটি বেশি হচ্ছে। সে বিষয়ে আপনারা কী দিকনির্দেশনা দিলেন বা ডিসিরা কী কী সমস্যার কথা জানালেন এমন প্রশ্নের জবাবে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন, ‘এখন ই–নামজারি করা যাচ্ছে। জানুয়ারি পর্যন্ত একটু সমস্যা থাকলেও ফেব্রুয়ারিতে অনেকটাই সমাধান হয়েছে।’
ভূমি উপদেষ্টা বলেন, ‘যখন ডিজিটাল মাধ্যমে যাই তখন সারা দেশে সাড়ে ৪ লাখের মতো আবেদন পেন্ডিং ছিল। সেটা এখন কমে এসেছে। দিন দিন এটা আরও কমে যাবে। তখন মানুষের হয়রানিও কমে যাবে।’
উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, ‘আমাদের লক্ষ্য আগামী ১০ মার্চের মধ্যে এটা করে ফেলব। আশা করছি, তার আগেই মানুষ এটা ভালোভাবে ব্যবহার করতে পারবে। আর পর্চার বিষয়ে কোনো সমস্যা নেই। আমাদের ভোগান্তি ৮০ ভাগ কমে গেছে।’
প্রতারণা রোধে ভূমি ব্যবস্থাপনা শিগগিরই ডিজিটাল করবে সরকার। এ লক্ষ্যে ইতিমধ্যে ড্রোনের মাধ্যমে জরিপ কাজ চলছে। আজ সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনের প্রথম কার্য–অধিবেশন শেষে ভূমি উপদেষ্টা এ তথ্য জানান।
উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, ‘আমরা সনাতনী পদ্ধতি থেকে ডিজিটাল পদ্ধতিতে যাচ্ছি। এই ট্রানজিশনটা ক্ষেত্র বিশেষে একটু পেইনফুল হয়। ক্রমান্বয়ে মানুষের অসুবিধাগুলো দূর হয়ে যাচ্ছে। আমাদের প্রধান উপদেষ্টা চান অতিসত্বর ভূমি ব্যবস্থাপনা ডিজিটাল পদ্ধতিতে আসুক। বর্তমানে আমরা ড্রোনের মাধ্যমে জরিপ কাজ পরিচালনা করছি।’
আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ভূমি ব্যবস্থাপনা ডিজিটাল করা হচ্ছে জানিয়ে উপদেষ্টা বলেন, ‘আরও নতুন নতুন প্রযুক্তি আসবে। আমরা এসব খাতে প্রশিক্ষিত জনবল ও কোম্পানিগুলোর সহায়তা পেতে শুরু করেছি। আমরাও লোকজনকে প্রশিক্ষণ দিতে শুরু করেছি। আশা করছি, সেদিন বেশি দূরে না যে সারা দেশের ভূমি ব্যবস্থাপনা ডিজিটাল আওতায় আসবে।’
১০ মার্চের আগে ই–নামজারির পেন্ডিং আবেদনগুলোর প্রক্রিয়া শেষ হয়ে যাবে কিনা এ প্রশ্নের জবাবে ভূমি উপদেষ্টা বলেন, ‘এটা একটা চলমান প্রক্রিয়া, আবেদন প্রক্রিয়া চলমান, প্রতিনিয়ত আবেদন পড়ছে। বিষয়টা হচ্ছে সিস্টেমটা ব্যবহার উপযোগী হবে কিনা, আশা করছি সেটা ১০ মার্চের আগেই হয়ে যাবে।’
ভূমি ব্যবস্থাপনায় এখনো সাধারণ মানুষ প্রতারণা ও হয়রানির শিকার হচ্ছে। বিশেষ করে ই–নামজারির ক্ষেত্রে এটি বেশি হচ্ছে। সে বিষয়ে আপনারা কী দিকনির্দেশনা দিলেন বা ডিসিরা কী কী সমস্যার কথা জানালেন এমন প্রশ্নের জবাবে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন, ‘এখন ই–নামজারি করা যাচ্ছে। জানুয়ারি পর্যন্ত একটু সমস্যা থাকলেও ফেব্রুয়ারিতে অনেকটাই সমাধান হয়েছে।’
ভূমি উপদেষ্টা বলেন, ‘যখন ডিজিটাল মাধ্যমে যাই তখন সারা দেশে সাড়ে ৪ লাখের মতো আবেদন পেন্ডিং ছিল। সেটা এখন কমে এসেছে। দিন দিন এটা আরও কমে যাবে। তখন মানুষের হয়রানিও কমে যাবে।’
উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, ‘আমাদের লক্ষ্য আগামী ১০ মার্চের মধ্যে এটা করে ফেলব। আশা করছি, তার আগেই মানুষ এটা ভালোভাবে ব্যবহার করতে পারবে। আর পর্চার বিষয়ে কোনো সমস্যা নেই। আমাদের ভোগান্তি ৮০ ভাগ কমে গেছে।’
মাগুরার আলোচিত শিশু ধর্ষণ ও হত্যার ঘটনার পর ধর্ষণ মামলার বিচার দ্রুত করার জন্য আইন সংশোধন করা হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধন করে গত ২৫ মার্চ গেজেট প্রকাশ করে অন্তর্বর্তী সরকার। সংশোধিত আইনে ধর্ষণের বিচারের সময়সীমা কমিয়ে ৯০ কার্যদিবসে...
৯ ঘণ্টা আগেপ্রায় ১৫ বছর পর অনুষ্ঠিত বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে কাশ্মীর ইস্যু তুলে ধরে ভারতের সঙ্গে দ্বন্দ্বের প্রসঙ্গ তোলে পাকিস্তান। তবে বাংলাদেশের বিবৃতিতে এই ইস্যুর উল্লেখ না থাকলেও ঢাকা একাত্তরের গণহত্যা, ক্ষতিপূরণসহ একাধিক ঐতিহাসিক বিষয় উত্থাপন করে। বৈঠকে সার্ক পুনরুজ্জীবন এবং
১৩ ঘণ্টা আগেবিয়ে, তালাক, উত্তরাধিকার ও ভরণপোষণে সমান অধিকারের জন্য অধ্যাদেশ জারির সুপারিশ করেছে নারীবিষয়ক সংস্কার কমিশন। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেওয়া প্রতিবেদনে এই সুপারিশ করা হয়েছে। আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রধান শিরীন
১৪ ঘণ্টা আগেনারীর প্রতি বৈষম্য দূর করতে নারীবিষয়ক সংস্কার কমিশনের যেসব সুপারিশ এখনই বাস্তবায়নযোগ্য, সেসব দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
১৬ ঘণ্টা আগে