নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশীয় প্রতিষ্ঠান গ্লোব বায়োটেকের কোভিড টিকা বঙ্গভ্যাক্সের ক্লিনিক্যাল ট্রায়াল সফলভাবে সম্পন্ন হয়েছে। বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদের (বিএমআরসি) নির্দেশনায় বানরের দেহে চালানো পরীক্ষার ফলাফল সম্পর্কিত প্রতিবেদন জমাও দিয়েছে প্রতিষ্ঠানটি। এখন বিএমআরসির নৈতিক অনুমতি পেলে চলতি মাসেই মানবদেহে পরীক্ষা শুরুর আশা করছে গ্লোব বায়োটেক।
বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানের কোয়ালিটি অ্যান্ড রেগুলেটরি বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক ড. মোহাম্মদ মহিউদ্দিন।
তিনি বলেন, আজ সোমবার দুপুরে বিএমআরসিতে প্রতিবেদন জমা দিয়েছি। একই সঙ্গে তাদের তৃতীয় চিঠির সব প্রশ্নের জবাবও দেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে বিএমআরসির ক্লিনিক্যাল ট্রায়ালের পূর্ব শর্তসহ সব পর্যবেক্ষণের যথাযথ উত্তর দেওয়া শেষ হলো। যদি তারা (বিএমআরসি) আর কালক্ষেপণ না করে অতি দ্রুত নৈতিক অনুমতি দিয়ে দেয়, তাহলে আমরা ঔষধ প্রশাসনের অনুমতি নিয়ে নভেম্বরের মধ্যেই মানবদেহে পরীক্ষা শুরু করতে পারব বলে আশা করছি।
মোহাম্মদ মহিউদ্দিন বলেন, বানর আর মানুষের মধ্যে জিনগত বেশ মিল থাকায় এবং বানরের পরীক্ষায় বঙ্গভ্যাক্স সম্পূর্ণ নিরাপদ এবং শতভাগ কার্যকর প্রমাণিত হয়েছে। ফলে আমরা খুবই আশাবাদী যে, বঙ্গভ্যাক্স মানবদেহেও অনুরূপভাবে কাজ করবে।
বিষয়টি নিয়ে বিএমআরসির পরিচালক অধ্যাপক ডা. রুহুল আমিনের সঙ্গে কথা হয় আজকের পত্রিকার। তিনি বলেন, গ্লোব বায়োটেক আজ প্রাণিদেহে চালানো পরীক্ষার ফলাফল জমা দিয়েছে। আমরা সেগুলো দেখে ঔষধ প্রশাসন অধিদপ্তরে পাঠাব। অনুমোদনের বিষয়টি তারাই দেখবে।
কবে নাগাদ সিদ্ধান্ত জানাতে পারেন-এমন প্রশ্নের জবাবে রুহুল আমিন বলেন, এক থেকে দুই সপ্তাহ লাগতে পারে। কমিটি বসবে, সেগুলো দেখে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।
গ্লোব বায়োটেকের দাবি, করোনা সংক্রমণ প্রতিরোধে বঙ্গভ্যাক্স অতি সংক্রমণশীল ডেল্টাসহ সব ধরন মোকাবিলায় কার্যকর। বানরের শরীরে পরীক্ষামূলক প্রয়োগে এই কার্যকারিতার প্রমাণ পেয়েছেন তারা।
প্রতিষ্ঠানটি বলছে, প্রচলিত বেশির ভাগ টিকা ডেল্টা ধরনের বিরুদ্ধে খুব একটা কার্যকর নয়। এ ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করবে বঙ্গভ্যাক্স। বঙ্গভ্যাক্সের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে, এটি ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এক মাস এবং মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ছয় মাস পর্যন্ত সংরক্ষণ করা যাবে।
জানা গেছে, গত ১ আগস্ট থেকে বানরের শরীরে ট্রায়াল শুরু করে গ্লোব বায়োটেক। কার্যক্রম শেষ হওয়ায় নভেম্বরের প্রথম দিনেই বিস্তারিত প্রতিবেদন সংশ্লিষ্টদের কাছে হস্তান্তর করল। সব পরীক্ষা নিরীক্ষা শেষে সরকারের অনুমোদন পেলে এ টিকা শিগগিরই বাজারে আসবে বলে আশা গ্লোবের।
আরও পড়ুন:
দেশীয় প্রতিষ্ঠান গ্লোব বায়োটেকের কোভিড টিকা বঙ্গভ্যাক্সের ক্লিনিক্যাল ট্রায়াল সফলভাবে সম্পন্ন হয়েছে। বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদের (বিএমআরসি) নির্দেশনায় বানরের দেহে চালানো পরীক্ষার ফলাফল সম্পর্কিত প্রতিবেদন জমাও দিয়েছে প্রতিষ্ঠানটি। এখন বিএমআরসির নৈতিক অনুমতি পেলে চলতি মাসেই মানবদেহে পরীক্ষা শুরুর আশা করছে গ্লোব বায়োটেক।
বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানের কোয়ালিটি অ্যান্ড রেগুলেটরি বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক ড. মোহাম্মদ মহিউদ্দিন।
তিনি বলেন, আজ সোমবার দুপুরে বিএমআরসিতে প্রতিবেদন জমা দিয়েছি। একই সঙ্গে তাদের তৃতীয় চিঠির সব প্রশ্নের জবাবও দেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে বিএমআরসির ক্লিনিক্যাল ট্রায়ালের পূর্ব শর্তসহ সব পর্যবেক্ষণের যথাযথ উত্তর দেওয়া শেষ হলো। যদি তারা (বিএমআরসি) আর কালক্ষেপণ না করে অতি দ্রুত নৈতিক অনুমতি দিয়ে দেয়, তাহলে আমরা ঔষধ প্রশাসনের অনুমতি নিয়ে নভেম্বরের মধ্যেই মানবদেহে পরীক্ষা শুরু করতে পারব বলে আশা করছি।
মোহাম্মদ মহিউদ্দিন বলেন, বানর আর মানুষের মধ্যে জিনগত বেশ মিল থাকায় এবং বানরের পরীক্ষায় বঙ্গভ্যাক্স সম্পূর্ণ নিরাপদ এবং শতভাগ কার্যকর প্রমাণিত হয়েছে। ফলে আমরা খুবই আশাবাদী যে, বঙ্গভ্যাক্স মানবদেহেও অনুরূপভাবে কাজ করবে।
বিষয়টি নিয়ে বিএমআরসির পরিচালক অধ্যাপক ডা. রুহুল আমিনের সঙ্গে কথা হয় আজকের পত্রিকার। তিনি বলেন, গ্লোব বায়োটেক আজ প্রাণিদেহে চালানো পরীক্ষার ফলাফল জমা দিয়েছে। আমরা সেগুলো দেখে ঔষধ প্রশাসন অধিদপ্তরে পাঠাব। অনুমোদনের বিষয়টি তারাই দেখবে।
কবে নাগাদ সিদ্ধান্ত জানাতে পারেন-এমন প্রশ্নের জবাবে রুহুল আমিন বলেন, এক থেকে দুই সপ্তাহ লাগতে পারে। কমিটি বসবে, সেগুলো দেখে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।
গ্লোব বায়োটেকের দাবি, করোনা সংক্রমণ প্রতিরোধে বঙ্গভ্যাক্স অতি সংক্রমণশীল ডেল্টাসহ সব ধরন মোকাবিলায় কার্যকর। বানরের শরীরে পরীক্ষামূলক প্রয়োগে এই কার্যকারিতার প্রমাণ পেয়েছেন তারা।
প্রতিষ্ঠানটি বলছে, প্রচলিত বেশির ভাগ টিকা ডেল্টা ধরনের বিরুদ্ধে খুব একটা কার্যকর নয়। এ ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করবে বঙ্গভ্যাক্স। বঙ্গভ্যাক্সের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে, এটি ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এক মাস এবং মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ছয় মাস পর্যন্ত সংরক্ষণ করা যাবে।
জানা গেছে, গত ১ আগস্ট থেকে বানরের শরীরে ট্রায়াল শুরু করে গ্লোব বায়োটেক। কার্যক্রম শেষ হওয়ায় নভেম্বরের প্রথম দিনেই বিস্তারিত প্রতিবেদন সংশ্লিষ্টদের কাছে হস্তান্তর করল। সব পরীক্ষা নিরীক্ষা শেষে সরকারের অনুমোদন পেলে এ টিকা শিগগিরই বাজারে আসবে বলে আশা গ্লোবের।
আরও পড়ুন:
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে বিএনপি, জামায়াতে ইসলামী ও বিশিষ্টজনদের করা পৃথক রিভিউ আবেদন শুনানির জন্য আগামী ৯ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়েছে। আজ রোববার বিএনপির পক্ষ থেকে সময় আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চ এ দিন ধার্য করেন। এর আগে বিএনপি
৩৮ মিনিট আগেআমরা রাজনৈতিক বক্তব্যের মধ্যে ঢুকতে চাই না। আমরা রাজনীতির মধ্যে ঢুকতে চাই না। আমরা আইন-কানুন, বিধিবিধানের মধ্যে থাকব। আমরা অবাধ, সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চাই...
১ ঘণ্টা আগেরাজধানীর ফার্মগেটে একটি রেস্তোরাঁয় ঝড়ের গতিতে ১০-১২ জন যুবক ঢুকে পড়লেন। একজন ম্যানেজারকে বললেন, ‘তোরে না কইছি ভাই পাঠাইছে, আজকের মধ্যেই ব্যবস্থা কর। নইলে ঢাকা ছাড়।’ কয়েক দিন আগে রাত ৯টার দিকে হুমকি দেওয়ার সময় এ প্রতিবেদক সেখানে খাবার খাচ্ছিলেন...
৩ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ককে বাংলাদেশে যেকোনো সরকারের জন্য গুরুত্বপূর্ণ বিবেচনা করা হয়ে থাকে। এমন বাস্তবতায় দেশটির ডেমোক্র্যাটদের সঙ্গে উষ্ণ সম্পর্ক নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের জন্য একটি সুযোগ হিসেবে দেখা হয়েছে ছয় মাস আগে। তবে ওয়াশিংটনে পালাবদলে ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান...
৪ ঘণ্টা আগে