নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গত বছর ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যানদের জয় দেশজুড়ে নানা সমালোচনার জন্ম দেয়। বিনা ভোটে জয় ভোট ব্যবস্থাকেও প্রশ্নের মুখে ফেলে দেয়। এ সব সমালোচনার মধ্যেই আগামী মাসে জেলা পরিষদের নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচনেও বিনা ভোটে জয়ের হিড়িক পড়েছে।
দেশের ৬১ জেলার অন্তত ২২টিতে পরিষদের চেয়ারম্যান পদে ভোট দিতে হবে না ভোটারদের। গতকাল রোববার সন্ধ্যায় নির্বাচন কমিশন জানিয়েছে, ২২ জেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন চেয়ারম্যান প্রার্থীরা। জয়ীরা সবাই ক্ষমতাসীন আওয়ামী লীগেরই প্রার্থী। দেশের বিভিন্ন স্থানের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে পাঠানো তথ্যে এ বিষয়টি জানানো হয়। এভাবে বিনা ভোটে জয়ের বিষয়টি আবারও সামনে আসায় বিশ্লেষকেরা বলছেন, এটা কোনো নির্বাচন নয়।
গতকাল ইসির দেওয়া তথ্য অনুযায়ী কুমিল্লা, কুড়িগ্রাম, নওগাঁ, গোপালগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, ঝালকাঠি, টাঙ্গাইল, ঠাকুরগাঁও, নরসিংদী, নারায়ণগঞ্জ, ফেনী, বরগুনা, বাগেরহাট, ভোলা, মাদারীপুর, মুন্সিগঞ্জ, মৌলভীবাজার, লক্ষ্মীপুর, লালমনিরহাট, শরীয়তপুর, সিরাজগঞ্জ ও সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থীরা বিনা ভোটে জয়ী হয়েছেন।
এর বাইরে গতকাল শেষ বেলায় ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থীর বিনা ভোটে জয়ের খবর জানা যায়। ঢাকার চেয়ারম্যান প্রার্থী মাহবুবুর রহমানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে যাওয়া দুই প্রার্থী শেষ সময়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান। ফলে মাহবুবুর রহমান এককভাবে জয়ী হন। এ নিয়ে তিনি দ্বিতীয়বারের মতো ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে আসীন হচ্ছেন। বিজয়ী হওয়ার পর প্রতিক্রিয়ায় মাহবুবুর রহমান বলেন, ‘আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।’
ঢাকা জেলার বিষয়ে ইসির কোনো তথ্য না থাকায় তা তারা জানাতে পারেনি। ইসির জনসংযোগ কর্মকর্তা মো. আশাদুল হক এ কথা জানান। ঢাকায় বিনা ভোটে জয়ের দৌড়ে দুজন সাধারণ সদস্যও রয়েছেন। এরা হলেন নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলার দুই প্রার্থী।
ইসি আরও জানায়, চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছিলেন ১৬২ জন, বাছাই শেষে বৈধ হয়েছে ১৪২টি। সাধারণ সদস্য পদে ১ হাজার ৯৮৩ জন মনোনয়নপত্র দাখিল করেছিলেন, এদের মধ্যে বৈধ হয়েছে ১ হাজার ৭৪২টি। আর সংরক্ষিত সদস্য পদে মনোনয়নপত্র দাখিল করেছিলেন ৭১৫ জন, যাদের মধ্যে বৈধ হয়েছে ৬৭৩।
গতকাল ছিল মনোনয়ন বাছাইয়ের শেষ দিন। গাজীপুর জেলায় তিন পদে ৩১ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা। তিনি বলেন, চেয়ারম্যান পদে বৈধ প্রার্থীরা হলেন, কৃষক লীগের মোতাহার হোসেন মোল্লা। তিনি এ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী। এ ছাড়া এস এম মোকসেদ আলম ও মো. শামসুদ্দীন খন্দকারের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। নোয়াখালীতে চেয়ারম্যান প্রার্থী আলাবক্স তাহের টিটুসহ ৮ প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে।
গতকাল নাটোরে জাতীয় পার্টির প্রার্থী নুরুন্নবী মৃধাকে কৌশলে মনোনয়ন বাতিল করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে তিনি সংবাদ সম্মেলন করে বলেন, আওয়ামী লীগ প্রার্থী রায়হান শেখের পক্ষের লোকজন বিভিন্ন কৌশলে জাপা প্রার্থীর মনোনয়ন বাতিল করে ক্ষমতাসীনদের একক প্রার্থী রাখার পথ বের করেন।
এদিকে বিনা ভোটের এই প্রক্রিয়াকে কোনোভাবে নির্বাচন বলতে রাজি নন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার। তিনি বলেন, ‘এটা কোনো নির্বাচন নয়। এভাবে নির্বাচন হয় না। এটাকে নির্বাচনের নামে অন্য কিছু বলতে হবে।’
(প্রতিবেদনটি তৈরিতে আমাদের বিভিন্ন জেলা প্রতিনিধিরা সহযোগিতা করেছেন)
গত বছর ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যানদের জয় দেশজুড়ে নানা সমালোচনার জন্ম দেয়। বিনা ভোটে জয় ভোট ব্যবস্থাকেও প্রশ্নের মুখে ফেলে দেয়। এ সব সমালোচনার মধ্যেই আগামী মাসে জেলা পরিষদের নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচনেও বিনা ভোটে জয়ের হিড়িক পড়েছে।
দেশের ৬১ জেলার অন্তত ২২টিতে পরিষদের চেয়ারম্যান পদে ভোট দিতে হবে না ভোটারদের। গতকাল রোববার সন্ধ্যায় নির্বাচন কমিশন জানিয়েছে, ২২ জেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন চেয়ারম্যান প্রার্থীরা। জয়ীরা সবাই ক্ষমতাসীন আওয়ামী লীগেরই প্রার্থী। দেশের বিভিন্ন স্থানের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে পাঠানো তথ্যে এ বিষয়টি জানানো হয়। এভাবে বিনা ভোটে জয়ের বিষয়টি আবারও সামনে আসায় বিশ্লেষকেরা বলছেন, এটা কোনো নির্বাচন নয়।
গতকাল ইসির দেওয়া তথ্য অনুযায়ী কুমিল্লা, কুড়িগ্রাম, নওগাঁ, গোপালগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, ঝালকাঠি, টাঙ্গাইল, ঠাকুরগাঁও, নরসিংদী, নারায়ণগঞ্জ, ফেনী, বরগুনা, বাগেরহাট, ভোলা, মাদারীপুর, মুন্সিগঞ্জ, মৌলভীবাজার, লক্ষ্মীপুর, লালমনিরহাট, শরীয়তপুর, সিরাজগঞ্জ ও সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থীরা বিনা ভোটে জয়ী হয়েছেন।
এর বাইরে গতকাল শেষ বেলায় ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থীর বিনা ভোটে জয়ের খবর জানা যায়। ঢাকার চেয়ারম্যান প্রার্থী মাহবুবুর রহমানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে যাওয়া দুই প্রার্থী শেষ সময়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান। ফলে মাহবুবুর রহমান এককভাবে জয়ী হন। এ নিয়ে তিনি দ্বিতীয়বারের মতো ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে আসীন হচ্ছেন। বিজয়ী হওয়ার পর প্রতিক্রিয়ায় মাহবুবুর রহমান বলেন, ‘আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।’
ঢাকা জেলার বিষয়ে ইসির কোনো তথ্য না থাকায় তা তারা জানাতে পারেনি। ইসির জনসংযোগ কর্মকর্তা মো. আশাদুল হক এ কথা জানান। ঢাকায় বিনা ভোটে জয়ের দৌড়ে দুজন সাধারণ সদস্যও রয়েছেন। এরা হলেন নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলার দুই প্রার্থী।
ইসি আরও জানায়, চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছিলেন ১৬২ জন, বাছাই শেষে বৈধ হয়েছে ১৪২টি। সাধারণ সদস্য পদে ১ হাজার ৯৮৩ জন মনোনয়নপত্র দাখিল করেছিলেন, এদের মধ্যে বৈধ হয়েছে ১ হাজার ৭৪২টি। আর সংরক্ষিত সদস্য পদে মনোনয়নপত্র দাখিল করেছিলেন ৭১৫ জন, যাদের মধ্যে বৈধ হয়েছে ৬৭৩।
গতকাল ছিল মনোনয়ন বাছাইয়ের শেষ দিন। গাজীপুর জেলায় তিন পদে ৩১ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা। তিনি বলেন, চেয়ারম্যান পদে বৈধ প্রার্থীরা হলেন, কৃষক লীগের মোতাহার হোসেন মোল্লা। তিনি এ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী। এ ছাড়া এস এম মোকসেদ আলম ও মো. শামসুদ্দীন খন্দকারের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। নোয়াখালীতে চেয়ারম্যান প্রার্থী আলাবক্স তাহের টিটুসহ ৮ প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে।
গতকাল নাটোরে জাতীয় পার্টির প্রার্থী নুরুন্নবী মৃধাকে কৌশলে মনোনয়ন বাতিল করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে তিনি সংবাদ সম্মেলন করে বলেন, আওয়ামী লীগ প্রার্থী রায়হান শেখের পক্ষের লোকজন বিভিন্ন কৌশলে জাপা প্রার্থীর মনোনয়ন বাতিল করে ক্ষমতাসীনদের একক প্রার্থী রাখার পথ বের করেন।
এদিকে বিনা ভোটের এই প্রক্রিয়াকে কোনোভাবে নির্বাচন বলতে রাজি নন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার। তিনি বলেন, ‘এটা কোনো নির্বাচন নয়। এভাবে নির্বাচন হয় না। এটাকে নির্বাচনের নামে অন্য কিছু বলতে হবে।’
(প্রতিবেদনটি তৈরিতে আমাদের বিভিন্ন জেলা প্রতিনিধিরা সহযোগিতা করেছেন)
২০২৪ সালে বাংলাদেশে ৩১০ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে। তাদের মাঝে স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীও রয়েছেন। এর মধ্যে ৬৫ শতাংশের বেশি কৈশোর বয়সী।
১ ঘণ্টা আগেগত ৫ মাসে (৪ আগস্ট ২০২৪ থেকে) সারা দেশের ৪০টি মাজারে ৪৪টি হামলা, ভাঙচুর, লুটপাট ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এর মধ্যে সবচেয়ে বেশি হামলার ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। আজ প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে...
৩ ঘণ্টা আগেবাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) সাবেক প্রধান মাসুদ বিশ্বাসকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ শনিবার পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সহায়তায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। দুদকের ঊর্ধ্বতন একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে...
৪ ঘণ্টা আগেলেবাননে আটকে পড়া আরও ৪৭ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। আজ শনিবার সকাল ৯টা ১৫ মিনিটে তাদের বহনকারী কাতার এয়ারওয়েজের ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সম্পূর্ণ সরকারি খরচে তাঁদের দেশে ফিরিয়ে আনা হয়...
৫ ঘণ্টা আগে