Ajker Patrika

ইসির অতিরিক্ত সচিব ও এনআইডির পরিচালক ওএসডি 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২২: ৪৩
ইসির অতিরিক্ত সচিব ও এনআইডির পরিচালক ওএসডি 

নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব (নির্বাচন ব্যবস্থাপনা-২) ফরহাদ আহাম্মদ খান ও জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (পরিচালনা) মো. ফরহাদ হোসেনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। আজ রোববার রাষ্ট্রপতির আদেশক্রমে ইসির সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত আলাদা আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়। 
 
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জনস্বার্থে এসব আদেশ অবিলম্বে কার্যকর করা হবে। 

ইসি কর্মকর্তারা জানান, ফরহাদ আহাম্মদ খান গত দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সরকারের পক্ষে কাজ করেছেন। 

এ বিষয়ে জানতে তার ব্যবহৃত মোবাইল নম্বরে কল করা হলেও তা রিসিভ করেননি ফরহাদ আহাম্মদ খান। 

অন্যদিকে ফরহাদ হোসেনকে ওএসডি করার কারণ হিসেবে জানা যায়, তাঁর অ্যাকাউন্ট ব্যবহার করে কয়েকটি এনআইডি সংশোধন করা হয়েছে। তবে কর্তৃপক্ষের কাছে তিনি বিষয়টি অস্বীকার করেছেন। তাঁর অজ্ঞাতে কীভাবে তা সংশোধন হয়েছে, সে বিষয়ে তিনি অবগত নন বলে জানিয়েছেন। 

এ বিষয়ে কথা বলতে ফোন কল করলে ফরহাদ হোসেন সাড়া দেননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত