২৫ ক্যাডারদের নিয়ে আপত্তিকর মন্তব্য করে সিনিয়র সহকারী সচিব বরখাস্ত

বিশেষ প্রতিনিধি, ঢাকা ­­
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৪, ১৯: ১৬
আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৪, ১১: ২৪
Thumbnail image
মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ। ছবি: সংগৃহীত

গাজীপুর সিটি করপোরেশনের প্রাক্তন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান সবুজকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় সোমবার তাঁকে অসদাচরণের অভিযোগে বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করেছে।

আন্তঃক্যাডার দ্বন্দ্ব দিয়ে প্রশাসন ক্যাডারের সঙ্গে পাল্টাপাল্টি অবস্থানে রয়েছেন ২৫ ক্যাডারের কর্মকর্তারা। উভয় পক্ষই নিজেদের দাবির পক্ষে কর্মসূচিও পালন করেছেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সিনিয়র সহকারী সচিব সাদিকুর রহমান ২৫ ক্যাডারের কর্মকর্তাদের উদ্দেশ্য করে তাঁর ফেসবুকে আপত্তিকর স্ট্যাটাস দেন। তাঁর সেই লেখায় অন্য কর্মকর্তারাও মন্তব্য করেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ওএসডি থাকা সাদিকুর রহমানের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৩ (খ) অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়েছে। এ জন্য তাঁকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত