নিজস্ব প্রতিবেদক, ঢাকা
করোনাভাইরাসের কারণে প্রায় তিন বছর সংসদ সদস্যদের কাজ করতে না পারার কথা তুলে ধরে জাতীয় পার্টির সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহম্মেদ একাদশ জাতীয় সংসদের মেয়াদ আরও দুই বছর বাড়ানোর প্রস্তাব করেছেন।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে [পরিত্যক্ত বাড়ি (সম্পূরক বিধানবলি) বিল, ২০২৩] এর ওপর আলোচনায় অংশ নিয়ে জাপার আরেক সংসদ সদস্য রওশন আরা মান্নানের বক্তব্যের সূত্র ধরে তিনি এ প্রস্তাব করেন।
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে রওশন আরা মান্নান বলেন, ‘আমাদের দুই বছর এমনি নষ্ট হয়ে গেছে করোনাভাইরাসের কারণে। অনেক সময় নষ্ট হয়ে গেছে আমরা কাজ করতে পারি নাই।’
এ সময় পাশ থেকে কয়েকজন সংসদ সদস্যকে বলতে শোনা যায় দুই বছরের বেশি। পরে রওশন আরা মান্নান বলেন, ‘প্রায় তিন বছর।’ তিনি বলেন, ‘আমরা দায়িত্ব নেওয়ার পর যখন সবাই পরিচিতি পাচ্ছিলাম, মালাটালা নিয়ে এক বছর, কাজকর্ম ধরতে ধরতে এক বছর চলে গেল। পরের বছরই করোনা আরম্ভ হলো। তার পরের বছর করোনার কারণে ঘরে বসা। করোনা শেষে ধকল সামলাতে সামলাতে আরও এক বছর। তিন বছর আমরা কোনো কাজ করতে পারি নাই।’
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে রওশন আরা মান্নান বলেন, ‘আমরা যারা এখানে আছি তাদের এ সময়টা নষ্ট হয়ে গেছে, কাজকর্ম করতে পারি নাই। আমাদের কথাটা যেন মনে থাকে। প্রধানমন্ত্রীকে আমরা স্মরণ করিয়ে দিতে চাই।’
এ সময় রওশন আরা বলেন, ‘আবার আসতে পারি কি না, হয়তো দেখা হবে। তবে এত বড় জায়গায় আল্লাহর হুকুম ছাড়া এখানে কেউ আসতে পারে না। আবার আসব কি না জানি না। আজকে শেষ সংসদ।’
হাফিজ উদ্দিন আহম্মেদ বলেন, ‘আমাদের সংসদ সদস্য রওশন আরা মান্নান বললেন দুই-তিন বছর নষ্ট হয়ে গেছে। উনি পরোক্ষভাবে সংসদের মেয়াদ দুই বছর বাড়িয়ে দেওয়ার কথা বলতে চাচ্ছেন। আমি যেটা বুঝেছি। উনি পরোক্ষভাবে বলেছেন, আমি সোজা মানুষ তো তাই সোজাভাবে বললাম। একটু বিবেচনা করে দেখতে পারেন।’
করোনাভাইরাসের কারণে প্রায় তিন বছর সংসদ সদস্যদের কাজ করতে না পারার কথা তুলে ধরে জাতীয় পার্টির সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহম্মেদ একাদশ জাতীয় সংসদের মেয়াদ আরও দুই বছর বাড়ানোর প্রস্তাব করেছেন।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে [পরিত্যক্ত বাড়ি (সম্পূরক বিধানবলি) বিল, ২০২৩] এর ওপর আলোচনায় অংশ নিয়ে জাপার আরেক সংসদ সদস্য রওশন আরা মান্নানের বক্তব্যের সূত্র ধরে তিনি এ প্রস্তাব করেন।
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে রওশন আরা মান্নান বলেন, ‘আমাদের দুই বছর এমনি নষ্ট হয়ে গেছে করোনাভাইরাসের কারণে। অনেক সময় নষ্ট হয়ে গেছে আমরা কাজ করতে পারি নাই।’
এ সময় পাশ থেকে কয়েকজন সংসদ সদস্যকে বলতে শোনা যায় দুই বছরের বেশি। পরে রওশন আরা মান্নান বলেন, ‘প্রায় তিন বছর।’ তিনি বলেন, ‘আমরা দায়িত্ব নেওয়ার পর যখন সবাই পরিচিতি পাচ্ছিলাম, মালাটালা নিয়ে এক বছর, কাজকর্ম ধরতে ধরতে এক বছর চলে গেল। পরের বছরই করোনা আরম্ভ হলো। তার পরের বছর করোনার কারণে ঘরে বসা। করোনা শেষে ধকল সামলাতে সামলাতে আরও এক বছর। তিন বছর আমরা কোনো কাজ করতে পারি নাই।’
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে রওশন আরা মান্নান বলেন, ‘আমরা যারা এখানে আছি তাদের এ সময়টা নষ্ট হয়ে গেছে, কাজকর্ম করতে পারি নাই। আমাদের কথাটা যেন মনে থাকে। প্রধানমন্ত্রীকে আমরা স্মরণ করিয়ে দিতে চাই।’
এ সময় রওশন আরা বলেন, ‘আবার আসতে পারি কি না, হয়তো দেখা হবে। তবে এত বড় জায়গায় আল্লাহর হুকুম ছাড়া এখানে কেউ আসতে পারে না। আবার আসব কি না জানি না। আজকে শেষ সংসদ।’
হাফিজ উদ্দিন আহম্মেদ বলেন, ‘আমাদের সংসদ সদস্য রওশন আরা মান্নান বললেন দুই-তিন বছর নষ্ট হয়ে গেছে। উনি পরোক্ষভাবে সংসদের মেয়াদ দুই বছর বাড়িয়ে দেওয়ার কথা বলতে চাচ্ছেন। আমি যেটা বুঝেছি। উনি পরোক্ষভাবে বলেছেন, আমি সোজা মানুষ তো তাই সোজাভাবে বললাম। একটু বিবেচনা করে দেখতে পারেন।’
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তাঁদের অভ্যর্থনা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, এবং আইওএমের কর্মকর্তারা। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক মোস্তফা জামিল খান ফেরত আসা বাংলাদেশিদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।
২ ঘণ্টা আগেজাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল, সংরক্ষিত নারী আসনে সরাসরি ভোট গ্রহণ, প্রবাসীদের ভোট দেওয়ার সুযোগসহ বিভিন্ন সুপারিশ করেছেন সংবাদপত্রের সম্পাদকেরা। গতকাল বৃহস্পতিবার নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে বৈঠকে নিজেদের মতামত তুলে ধরেন তাঁরা।
২ ঘণ্টা আগেপরিবর্তিত প্রেক্ষাপটে জন-আকাঙ্ক্ষা পূরণে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠান এখন সময়ের দাবি। বিএনপিসহ অধিকাংশ রাজনৈতিক দলের চাওয়া দ্রুত নির্বাচন। এ অবস্থায় নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনকে ‘ইতিবাচক’ হিসেবে দেখছেন দলগুলোর নেতারা। তাঁরা বলেছেন, নির্বাচন অনুষ্ঠানে কার্যকর পদক্ষেপ নিয়
২ ঘণ্টা আগেনির্বাচন কমিশনে আড়াই মাসের শূন্যতা কাটল অবশেষে। গতকাল বৃহস্পতিবার অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দীনের নেতৃত্বে নতুন নির্বাচন কমিশন গঠন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। মন্ত্রিপরিষদ বিভাগ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এবং চারজন নির্বাচন কমিশনার নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
৩ ঘণ্টা আগে