আজকের পত্রিকা ডেস্ক
মাগুরার ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে সারা দেশে এখনো বিক্ষোভ চলছে। ধর্ষণবিরোধী নানা প্রচারও চলছে সারা দেশে। তবে এর মধ্যেও ধর্ষণের ঘটনা ঘটছে। গত বৃহস্পতিবার রাত থেকে গতকাল শুক্রবার পর্যন্ত শুধু নারায়ণগঞ্জেই তিন শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া সিরাজগঞ্জে এমন ঘটনা ঘটেছে দুটি। এর বাইরে তিন জেলায় আরও তিন শিশু ধর্ষণের শিকার হয়েছে।
২০ ঘণ্টার ব্যবধানে তিন ধর্ষণচেষ্টা
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মনসুর আলী (৩৫) নামের এক ব্যক্তিকে পিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে বিক্ষুব্ধ জনতা। বৃহস্পতিবার রাত ১২টার দিকে উপজেলার কাঁচপুর রায়েরটেক এলাকায় এ ঘটনা ঘটে। তিনি রংপুর কোতোয়ালি থানার কাটাবাড়ী এলাকার বাসিন্দা।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ বারী বলেন, ধর্ষণচেষ্টার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। পরে মামলা দিয়ে তাঁকে আদালতে সোপর্দ করা হয়।
এদিকে শুক্রবার সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৮ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত এক দোকানিকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে জনতা। সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনুর আলম জানান, অভিযুক্ত সেলিম উদ্দিনের (৫০) বাড়ি সিলেটের জামালগঞ্জে।
ভুক্তভোগী শিশুটির দাদি জানান, গতকাল সকালে শিশুটির মা তাকে বিস্কুট কিনতে সেলিমের দোকানে পাঠান। পরে সেলিম তাকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে অভিযুক্তকে আটক ও মারধর করেন। পরে সিদ্ধিরগঞ্জ থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে তাঁকে আটক করে নিয়ে যায়।
এ ছাড়া নারায়ণগঞ্জের রূপগঞ্জের রূপসী বাগবাড়ি ব্রিজের পাশের দোকানে সাত বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
শিশুটির বাবা বলেন, তাঁদের বাসা রূপসী বাগবাড়ি এলাকায়। তিনি নিজে দিনমজুরের কাজ করেন। শিশুটির মা একটি কারখানায় কাজ করেন। তাঁদের বাসার পাশেই একটি মুদিদোকান রয়েছে। ওই দোকানদারের নাম ইব্রাহিম (৫৫)। বৃহস্পতিবার বেলা ১টা থেকে দেড়টার মধ্যে খেলতে খেলতে দোকানের সামনে যায় শিশুটি। তখন ওই দোকানদার তাকে দোকানের ভেতরে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন।
ধর্ষণ-ধর্ষণচেষ্টায় ২ কিশোর গ্রেপ্তার
সিরাজগঞ্জের রায়গঞ্জে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় এক কিশোরকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল দুপুরে পাবনার বেড়া উপজেলায় ওই কিশোরের আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিবির ওসি একরামুল হোসাইন জানান, অসুস্থ ওই স্কুলছাত্রীকে সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৯ মার্চ ধর্ষণের ঘটনা ঘটে।
এদিকে সিরাজগঞ্জের শাহজাদপুরে পাঁচ বছরের ফুপাতো বোনকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক কিশোরকে আটক করেছে পুলিশ। গত সোমবার এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী শিশুটি সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। শিশুর মা বলেন, ‘দুই মেয়েকে ভাইয়ের বাড়িতে রেখে ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ করেন তিনি। গত সোমবার ভাতিজা মেয়েকে ধর্ষণের চেষ্টা করে। তবে ভাইয়ের পরিবার বিষয়টি আমাকে জানায়নি। পরে অন্য মাধ্যমে ঘটনাটি জানতে পেরে বাড়িতে এসে মেয়েকে হাসপাতালে ভর্তি করাই। এ ঘটনায় মামলা করব।’
ধর্ষণ মামলায় যুবক কারাগারে
রংপুরের তারাগঞ্জে এক কিশোরীকে (১৬) ধর্ষণের অভিযোগে সাগর ইসলাম (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সকালে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ, পরিবার ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিকেলে কিশোরীকে বাড়িতে রেখে তাঁর মা রান্নার খড়ি সংগ্রহ করতে পাশের বাঁশঝাড়ে যান। এই সুযোগে সাগর তাকে ধর্ষণ করেন। এ সময় কিশোরীর চিৎকারে আশপাশের লোকজন এসে সাগরকে আটক করেন।
তারাগঞ্জ থানার ওসি সাইদুল ইসলাম বলেন, এ ঘটনায় রাতে কিশোরীর বাবা বাদী হয়ে থানায় ধর্ষণের মামলা করেছে।
বিদ্যুৎ-সংযোগ দিতে গিয়ে ধর্ষণ
লালমনিরহাটের হাতীবান্ধায় সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে জহুরুল মোল্লা (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করছে পুলিশ। গত বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। রাতেই স্থানীয়রা অভিযুক্তকে আটক করে পুলিশে সোপর্দ করে।
মামলা সূত্রে জানা যায়, জহুরুল গ্রামীণ টাওয়ারের একজন শ্রমিক হিসেবে হাতীবান্ধায় কাজ করছেন। পাশের একটি বাড়ি থেকে থাকার স্থানে বিদ্যুৎ-সংযোগ নেন শ্রমিকেরা। বৃহস্পতিবার বিকেলে বিদ্যুৎ-সংযোগ দিতে ওই বাড়ি যান জহুরুল। এ সময় ফাঁকা বাড়িতে ওই শিশুকে পেয়ে ধর্ষণ করেন। পরে স্থানীয়রা তাঁকে আটক করে পুলিশে দেয়।
শিশু ধর্ষণচেষ্টায় বৃদ্ধের বিরুদ্ধে মামলা
ফরিদপুরের বোয়ালমারীতে ৭ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার ঘটনায় এক বৃদ্ধসহ চারজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। বোয়ালমারী থানার ওসি মো. মাহমুদুল হাসান জানান, গত বুধবার দিবাগত রাতে শিশুটির বাবা মামলা করেছেন। আগের দিন বিকেল দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া ওই ছাত্রীকে খেতে নিয়ে ধর্ষণচেষ্টা চালান তিনি।
ওই এলাকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান, ওই বৃদ্ধের বিরুদ্ধে আগেও এমন অভিযোগ উঠেছিল।
মাগুরার ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে সারা দেশে এখনো বিক্ষোভ চলছে। ধর্ষণবিরোধী নানা প্রচারও চলছে সারা দেশে। তবে এর মধ্যেও ধর্ষণের ঘটনা ঘটছে। গত বৃহস্পতিবার রাত থেকে গতকাল শুক্রবার পর্যন্ত শুধু নারায়ণগঞ্জেই তিন শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া সিরাজগঞ্জে এমন ঘটনা ঘটেছে দুটি। এর বাইরে তিন জেলায় আরও তিন শিশু ধর্ষণের শিকার হয়েছে।
২০ ঘণ্টার ব্যবধানে তিন ধর্ষণচেষ্টা
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মনসুর আলী (৩৫) নামের এক ব্যক্তিকে পিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে বিক্ষুব্ধ জনতা। বৃহস্পতিবার রাত ১২টার দিকে উপজেলার কাঁচপুর রায়েরটেক এলাকায় এ ঘটনা ঘটে। তিনি রংপুর কোতোয়ালি থানার কাটাবাড়ী এলাকার বাসিন্দা।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ বারী বলেন, ধর্ষণচেষ্টার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। পরে মামলা দিয়ে তাঁকে আদালতে সোপর্দ করা হয়।
এদিকে শুক্রবার সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৮ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত এক দোকানিকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে জনতা। সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনুর আলম জানান, অভিযুক্ত সেলিম উদ্দিনের (৫০) বাড়ি সিলেটের জামালগঞ্জে।
ভুক্তভোগী শিশুটির দাদি জানান, গতকাল সকালে শিশুটির মা তাকে বিস্কুট কিনতে সেলিমের দোকানে পাঠান। পরে সেলিম তাকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে অভিযুক্তকে আটক ও মারধর করেন। পরে সিদ্ধিরগঞ্জ থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে তাঁকে আটক করে নিয়ে যায়।
এ ছাড়া নারায়ণগঞ্জের রূপগঞ্জের রূপসী বাগবাড়ি ব্রিজের পাশের দোকানে সাত বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
শিশুটির বাবা বলেন, তাঁদের বাসা রূপসী বাগবাড়ি এলাকায়। তিনি নিজে দিনমজুরের কাজ করেন। শিশুটির মা একটি কারখানায় কাজ করেন। তাঁদের বাসার পাশেই একটি মুদিদোকান রয়েছে। ওই দোকানদারের নাম ইব্রাহিম (৫৫)। বৃহস্পতিবার বেলা ১টা থেকে দেড়টার মধ্যে খেলতে খেলতে দোকানের সামনে যায় শিশুটি। তখন ওই দোকানদার তাকে দোকানের ভেতরে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন।
ধর্ষণ-ধর্ষণচেষ্টায় ২ কিশোর গ্রেপ্তার
সিরাজগঞ্জের রায়গঞ্জে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় এক কিশোরকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল দুপুরে পাবনার বেড়া উপজেলায় ওই কিশোরের আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিবির ওসি একরামুল হোসাইন জানান, অসুস্থ ওই স্কুলছাত্রীকে সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৯ মার্চ ধর্ষণের ঘটনা ঘটে।
এদিকে সিরাজগঞ্জের শাহজাদপুরে পাঁচ বছরের ফুপাতো বোনকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক কিশোরকে আটক করেছে পুলিশ। গত সোমবার এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী শিশুটি সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। শিশুর মা বলেন, ‘দুই মেয়েকে ভাইয়ের বাড়িতে রেখে ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ করেন তিনি। গত সোমবার ভাতিজা মেয়েকে ধর্ষণের চেষ্টা করে। তবে ভাইয়ের পরিবার বিষয়টি আমাকে জানায়নি। পরে অন্য মাধ্যমে ঘটনাটি জানতে পেরে বাড়িতে এসে মেয়েকে হাসপাতালে ভর্তি করাই। এ ঘটনায় মামলা করব।’
ধর্ষণ মামলায় যুবক কারাগারে
রংপুরের তারাগঞ্জে এক কিশোরীকে (১৬) ধর্ষণের অভিযোগে সাগর ইসলাম (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সকালে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ, পরিবার ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিকেলে কিশোরীকে বাড়িতে রেখে তাঁর মা রান্নার খড়ি সংগ্রহ করতে পাশের বাঁশঝাড়ে যান। এই সুযোগে সাগর তাকে ধর্ষণ করেন। এ সময় কিশোরীর চিৎকারে আশপাশের লোকজন এসে সাগরকে আটক করেন।
তারাগঞ্জ থানার ওসি সাইদুল ইসলাম বলেন, এ ঘটনায় রাতে কিশোরীর বাবা বাদী হয়ে থানায় ধর্ষণের মামলা করেছে।
বিদ্যুৎ-সংযোগ দিতে গিয়ে ধর্ষণ
লালমনিরহাটের হাতীবান্ধায় সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে জহুরুল মোল্লা (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করছে পুলিশ। গত বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। রাতেই স্থানীয়রা অভিযুক্তকে আটক করে পুলিশে সোপর্দ করে।
মামলা সূত্রে জানা যায়, জহুরুল গ্রামীণ টাওয়ারের একজন শ্রমিক হিসেবে হাতীবান্ধায় কাজ করছেন। পাশের একটি বাড়ি থেকে থাকার স্থানে বিদ্যুৎ-সংযোগ নেন শ্রমিকেরা। বৃহস্পতিবার বিকেলে বিদ্যুৎ-সংযোগ দিতে ওই বাড়ি যান জহুরুল। এ সময় ফাঁকা বাড়িতে ওই শিশুকে পেয়ে ধর্ষণ করেন। পরে স্থানীয়রা তাঁকে আটক করে পুলিশে দেয়।
শিশু ধর্ষণচেষ্টায় বৃদ্ধের বিরুদ্ধে মামলা
ফরিদপুরের বোয়ালমারীতে ৭ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার ঘটনায় এক বৃদ্ধসহ চারজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। বোয়ালমারী থানার ওসি মো. মাহমুদুল হাসান জানান, গত বুধবার দিবাগত রাতে শিশুটির বাবা মামলা করেছেন। আগের দিন বিকেল দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া ওই ছাত্রীকে খেতে নিয়ে ধর্ষণচেষ্টা চালান তিনি।
ওই এলাকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান, ওই বৃদ্ধের বিরুদ্ধে আগেও এমন অভিযোগ উঠেছিল।
বাংলাদেশে সফররত জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে গোলটেবিল বৈঠকে অংশ নিতে হোটেল ইন্টারকন্টিনেন্টালে জড়ো হচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা...
৩৬ মিনিট আগেট্রেনের অগ্রিম টিকিট কাটতে প্রতিদিন সকাল ৮টায় শুরু হয় অনলাইন যুদ্ধ। আজ শনিবার দেওয়া হচ্ছে আগামী ২৫ মার্চের টিকিট। আজ সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রি শুরু হলে দেখা যায়, সাড়ে ৮টার মধ্যে রেল সেবা অ্যাপস ও ওয়েবসাইটে টিকিটের জন্য ৭৩ লাখ বার চেষ্টা করা হয়েছে।
২ ঘণ্টা আগেঈদে বাড়িমুখো মানুষের জন্য গতকাল শুক্রবার থেকে আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। এবারও পুরো টিকিট বিক্রি প্রক্রিয়া অনলাইনে চলছে। গতকাল ২৪ মার্চের টিকিট বিক্রি হয়েছে। সেই ধারাবাহিকতায় আজ শনিবার ২৫ মার্চের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে।
৪ ঘণ্টা আগেঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখী মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে গতকাল শুক্রবার। অনলাইনে গতকাল সকাল ৮টা থেকে শুরু হয় রেলওয়ের পশ্চিমাঞ্চলের আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি। বিক্রি শুরুর সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায় উত্তরের সব টিকিট।
১১ ঘণ্টা আগে