নিজস্ব প্রতিবেদক, ঢাকা
যথাযথ মূল্যায়ন না করলে জুলাই গণ-অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সঙ্গে বেইমানি করা হবে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। আজ রোববার বিকেলে ডেইলি স্টার আয়োজিত আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘কেমন আছে গণ–অভ্যুত্থানে নারী শহীদ পরিবার’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
চব্বিশের গণ-অভ্যুত্থানে শহীদ ও তাঁদের পরিবারকে দেশের সম্পদ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেন, ‘অন্তর্বর্তী সরকারের কোনো মূল্য থাকবে না, যদি আপনাদের কোনো মূল্য না থাকে। আর যদি আহত ও শহীদ পরিবারকে যথাযথ মূল্যায়ন করা না হয়, তাহলে তাঁদের সঙ্গে বেইমানি করা হবে।’
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, ‘মহান মুক্তিযুদ্ধে নারী শহীদদের নাম পাওয়া যায়নি; বীরাঙ্গনাদের নাম পাওয়া যায়। নারীরাও মুক্তিযুদ্ধে শহীদ হয়েছিলেন। কিন্তু তালিকায় তাঁদের নাম ছিল না। তাই জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে আহত ও শহীদ নারীদের যদি ভুলে যাই, তাহলে ইতিহাসে আরও একটি বড় ভুল করা হবে। এখনো জুলাই-আগস্টে আন্দোলনে অংশ নেওয়া নারীদের স্বীকৃতির জন্য আন্দোলন করতে হচ্ছে।’
জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী নারী শহীদ পরিবারের সদস্যরা তাঁদের স্বজনদের নিয়ে স্মৃতিচারণ করেন। কীভাবে আন্দোলনে শহীদ হলেন, এখন কী অবস্থায় জীবনযাপন করছে শহীদ পরিবারগুলো, এসব নিয়ে কথা বলেন তাঁরা।
ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামের সভাপতিত্বে ও সাংবাদিক ইমরান মাহফুজের সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য দেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি সাঈদ ফেরদৌস, সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেল আরিফ খান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১০ জন নারী শহীদের পরিবার। অনুষ্ঠানে প্রতিটি শহীদ পরিবারকে ৫০ হাজার টাকা আর্থিক সম্মাননা ও তাঁদের স্বজনদের একটি করে দেয়ালে টাঙানো স্কেচ ফ্রেম উপহার দেওয়া হয়।
যথাযথ মূল্যায়ন না করলে জুলাই গণ-অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সঙ্গে বেইমানি করা হবে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। আজ রোববার বিকেলে ডেইলি স্টার আয়োজিত আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘কেমন আছে গণ–অভ্যুত্থানে নারী শহীদ পরিবার’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
চব্বিশের গণ-অভ্যুত্থানে শহীদ ও তাঁদের পরিবারকে দেশের সম্পদ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেন, ‘অন্তর্বর্তী সরকারের কোনো মূল্য থাকবে না, যদি আপনাদের কোনো মূল্য না থাকে। আর যদি আহত ও শহীদ পরিবারকে যথাযথ মূল্যায়ন করা না হয়, তাহলে তাঁদের সঙ্গে বেইমানি করা হবে।’
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, ‘মহান মুক্তিযুদ্ধে নারী শহীদদের নাম পাওয়া যায়নি; বীরাঙ্গনাদের নাম পাওয়া যায়। নারীরাও মুক্তিযুদ্ধে শহীদ হয়েছিলেন। কিন্তু তালিকায় তাঁদের নাম ছিল না। তাই জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে আহত ও শহীদ নারীদের যদি ভুলে যাই, তাহলে ইতিহাসে আরও একটি বড় ভুল করা হবে। এখনো জুলাই-আগস্টে আন্দোলনে অংশ নেওয়া নারীদের স্বীকৃতির জন্য আন্দোলন করতে হচ্ছে।’
জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী নারী শহীদ পরিবারের সদস্যরা তাঁদের স্বজনদের নিয়ে স্মৃতিচারণ করেন। কীভাবে আন্দোলনে শহীদ হলেন, এখন কী অবস্থায় জীবনযাপন করছে শহীদ পরিবারগুলো, এসব নিয়ে কথা বলেন তাঁরা।
ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামের সভাপতিত্বে ও সাংবাদিক ইমরান মাহফুজের সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য দেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি সাঈদ ফেরদৌস, সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেল আরিফ খান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১০ জন নারী শহীদের পরিবার। অনুষ্ঠানে প্রতিটি শহীদ পরিবারকে ৫০ হাজার টাকা আর্থিক সম্মাননা ও তাঁদের স্বজনদের একটি করে দেয়ালে টাঙানো স্কেচ ফ্রেম উপহার দেওয়া হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান বলেছেন, ‘অন্যায্য ও বৈষম্যের বিরুদ্ধে জেগে ওঠার আখ্যান আমাদের মুক্তিযুদ্ধ। এর ধারাবাহিকতায় ১৯৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলন ও ’২৪-এর ছাত্র-জনতার অভ্যুত্থান সংঘটিত হয়েছে। ঘটনাগুলোর মূল সুর এক। ন্যায্যতার পক্ষে থাকা।’
৪ মিনিট আগেজীবন-মৃত্যুর ভেদরেখা মুছে অসীম আকাশের তারা হয়ে গেলেন সন্জীদা খাতুন। মঙ্গলবার বেলা ৩টার কিছু পরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মারা যান আজন্ম এই রবীন্দ্রসাধক। আর মাত্র কদিন পেরোলেই এই এপ্রিলে ছুঁতেন ৯৩ বর্ষ। কিন্তু তার আগেই নিভে গেল আলোকপ্রাপ্ত এক প্রাণ।
১ ঘণ্টা আগেগত বছর জুলাইয়ে কোটা বাতিলের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভের রংপুরে সহিংসতায় নিহত আবু সাঈদের ২০ ফুট দীর্ঘ একটি ভাস্কর্য থাকছে এবারের মঙ্গল শোভাযাত্রায়। দুই হাত প্রসারিত ও বুক টান করে দাঁড়ানোর দৃশ্যটি সেই ভাস্কর্যে তুলে আনা হবে। মঙ্গল শোভাযাত্রার আয়োজক ঢাকা
২ ঘণ্টা আগে২৭ মার্চের মধ্যে পোশাক কারখানার শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করার কথা। কিন্তু ১২টি কারখানা নির্ধারিত সময়ের মধ্যে বেতন-ভাতা পরিশোধ করতে পারছে না বলে জানিয়েছে। এর মধ্যে পাঁচটি কারখানায় অসন্তোষ চলছে।
২ ঘণ্টা আগে