অনলাইন ডেস্ক
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ পরিবার কল্যাণ পরিদর্শিকা পদের ৭ হাজার ৬২১ জনের মৌখিক পরীক্ষা গ্রহণ করে তিন মাসের মধ্যে উত্তীর্ণ প্রার্থীদের তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
আজ রোববার হাইকোর্টের বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ এ আদেশ দেন।
এক রিট আবেদনের শুনানি শেষে আদালত এই নির্দেশ দেন। রিট আবেদনকারীদের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট আহসানুল করিম, অ্যাডভোকেট মোহাম্মদ সিদ্দিক উল্লাহ মিয়া, ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া ও অ্যাডভোকেট সৈয়দা নাসরিন।
আইনজীবী সিদ্দিক উল্লাহ মিয়া বলেন, ৭ হাজার ৬২১ জনের নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করে উত্তীর্ণদের নিয়োগ দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
পরিবার পরিকল্পনা অধিদপ্তর পরিবার কল্যাণ পরিদর্শিকা পদে ১০৮০ জন নিয়োগ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করে। ওই নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে রিটকারীরাসহ সারা দেশ থেকে চাকরিপ্রার্থীরা আবেদন করেন। পরবর্তী সময়ে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
২০২৩ সালের ২৯ জানুয়ারি লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। ওই লিখিত পরীক্ষায় ৭ হাজার ৬২১ জন আবেদনকারী উত্তীর্ণ হন। রিটকারীরাসহ লিখিত পরীক্ষার উত্তীর্ণ সব প্রার্থীর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।
কিন্তু মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পরও ফলাফল প্রকাশ না করে গত ১৪ জানুয়ারি পরিবার পরিকল্পনা অধিদপ্তর একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফল বাতিল করে। তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়। সেটি শুনানি নিয়ে রুল জারি করা হয়।
আইনজীবীরা বলেন, আবারও মৌখিক পরীক্ষা গ্রহণ করে ফলাফল প্রকাশ করতে বলেছেন হাইকোর্ট।
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ পরিবার কল্যাণ পরিদর্শিকা পদের ৭ হাজার ৬২১ জনের মৌখিক পরীক্ষা গ্রহণ করে তিন মাসের মধ্যে উত্তীর্ণ প্রার্থীদের তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
আজ রোববার হাইকোর্টের বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ এ আদেশ দেন।
এক রিট আবেদনের শুনানি শেষে আদালত এই নির্দেশ দেন। রিট আবেদনকারীদের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট আহসানুল করিম, অ্যাডভোকেট মোহাম্মদ সিদ্দিক উল্লাহ মিয়া, ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া ও অ্যাডভোকেট সৈয়দা নাসরিন।
আইনজীবী সিদ্দিক উল্লাহ মিয়া বলেন, ৭ হাজার ৬২১ জনের নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করে উত্তীর্ণদের নিয়োগ দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
পরিবার পরিকল্পনা অধিদপ্তর পরিবার কল্যাণ পরিদর্শিকা পদে ১০৮০ জন নিয়োগ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করে। ওই নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে রিটকারীরাসহ সারা দেশ থেকে চাকরিপ্রার্থীরা আবেদন করেন। পরবর্তী সময়ে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
২০২৩ সালের ২৯ জানুয়ারি লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। ওই লিখিত পরীক্ষায় ৭ হাজার ৬২১ জন আবেদনকারী উত্তীর্ণ হন। রিটকারীরাসহ লিখিত পরীক্ষার উত্তীর্ণ সব প্রার্থীর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।
কিন্তু মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পরও ফলাফল প্রকাশ না করে গত ১৪ জানুয়ারি পরিবার পরিকল্পনা অধিদপ্তর একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফল বাতিল করে। তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়। সেটি শুনানি নিয়ে রুল জারি করা হয়।
আইনজীবীরা বলেন, আবারও মৌখিক পরীক্ষা গ্রহণ করে ফলাফল প্রকাশ করতে বলেছেন হাইকোর্ট।
প্রায় ১৫ বছর পর অনুষ্ঠিত বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে কাশ্মীর ইস্যু তুলে ধরে ভারতের সঙ্গে দ্বন্দ্বের প্রসঙ্গ তোলে পাকিস্তান। তবে বাংলাদেশের বিবৃতিতে এই ইস্যুর উল্লেখ না থাকলেও ঢাকা একাত্তরের গণহত্যা, ক্ষতিপূরণসহ একাধিক ঐতিহাসিক বিষয় উত্থাপন করে। বৈঠকে সার্ক পুনরুজ্জীবন এবং
১ ঘণ্টা আগেবিয়ে, তালাক, উত্তরাধিকার ও ভরণপোষণে সমান অধিকারের জন্য অধ্যাদেশ জারির সুপারিশ করেছে নারীবিষয়ক সংস্কার কমিশন। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেওয়া প্রতিবেদনে এই সুপারিশ করা হয়েছে। আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রধান শিরীন
৩ ঘণ্টা আগেনারীর প্রতি বৈষম্য দূর করতে নারীবিষয়ক সংস্কার কমিশনের যেসব সুপারিশ এখনই বাস্তবায়নযোগ্য, সেসব দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
৪ ঘণ্টা আগেনিজের অধীনে থাকা তিনটি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের অফিস সময়ে সভায় অংশ নেওয়ার জন্য সম্মানী না নেওয়ার নির্দেশনা দিয়েছেন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
৫ ঘণ্টা আগে