Ajker Patrika

পদ্মা সেতু থেকে ২১ দিনে আয় ৫৬ কোটি টাকার বেশি

মুন্সিগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৭ জুলাই ২০২২, ২০: ৩৩
পদ্মা সেতু থেকে ২১ দিনে আয় ৫৬ কোটি টাকার বেশি

পদ্মা সেতু উদ্বোধনের পর প্রথম ২১ দিনেই ৫৬ কোটি টাকার বেশি টোল আদায় করা হয়েছে। এ সময় যানবাহন পার হয়েছে প্রায় পৌনে পাঁচ লাখ। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।

জানা যায়, পদ্মা সেতুর মাওয়া প্রান্ত দিয়ে গত ২৬ জুন থেকে ১৬ জুলাই পর্যন্ত মোট যানবাহন পার হয়েছে ২ লাখ ৪১ হাজার ৮৩৪টি। এতে টোল আদায় হয়েছে ২৮ কোটি ৩০ লাখ ১৪ হাজার টাকা। অন্যদিকে জাজিরা প্রান্ত দিয়ে মোট যানবাহন পার হয়েছে ২ লাখ ৩৫ হাজার ৯৮০টি ও টোল আদায় হয়েছে ২৭ কোটি ৮৩ লাখ ৩২ হাজার ৪৫০ টাকা। সে হিসেবে উভয় প্রান্ত মিলিয়ে পদ্মা সেতুতে মোট যানবাহন পার হয়েছে ৪ লাখ ৭৭ হাজার ৮১৪টি ও সর্বমোট টোল আদায় হয়েছে ৫৬ কোটি ১৩ লাখ ৪৬ হাজার ৪৫০ টাকা।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল হোসেন আজকের পত্রিকাকে জানান, টোল আদায়ের জন্য বর্তমানে যে বুথ আছে, তা পর্যাপ্ত। আগামী ডিসেম্বর নাগাদ টোল আদায়ের জন্য ফাস্ট ট্র্যাক ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) লেন চালু করা হবে।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ইলেকট্রনিক টোল কালেকশন সিস্টেম (ETC) হলো এমন একটি সিস্টেম, যা গ্রাহককে টোল গেট অতিক্রম করার সময় গাড়ি না থামিয়ে স্বয়ংক্রিয়ভাবে টোল পরিশোধ করতে সক্ষম হয়। নগদ টাকা প্রদানের জন্য কাউকে টোল প্লাজায় একমুহূর্তও অপেক্ষা করতে হয় না। অগ্রাধিকার ভিত্তিতে ও বাধাহীনভাবে ফাস্ট ট্র্যাক লেন ব্যবহার করে যানবাহন টোল প্লাজা অতিক্রম করতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গলাধাক্কার পর ছোট্ট মেয়েটিকে লাঠি দিয়ে পেটালেন কফিশপের কর্মচারী

বিশ্বব্যাংকে সিরিয়ার ঋণ পরিশোধ করে দিচ্ছে সৌদি আরব

মাত্র তিনজনের জন্য লাখ লাখ মানুষ মরছে, কাদের কথা বললেন ট্রাম্প

জুয়ার বিজ্ঞাপনের প্রচার: আলোচিত টিকটকার জান্নাতের স্বামী তোহা কারাগারে

‘চরিত্র হননের চেষ্টা’: গ্রেপ্তারি পরোয়ানার পর দুদককে পাল্টা আক্রমণ টিউলিপের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত