নিজস্ব প্রতিবেদক
ঢাকা: রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনাকারী সরকারি আইন কর্মকর্তাদের মাসিক রিটেইনার ফি চার থেকে পাঁচ গুণ পর্যন্ত বাড়িয়েছে সরকার। এর সঙ্গে মামলা শুনানির জন্য দৈনিক ফি এবং ভ্যালুয়েশন ফিও বাড়ানো হয়েছে।
সরকারি আইন কর্মকর্তা তথা জিপি, পিপি, বিশেষ পিপি, অতিরিক্ত জিপি, অতিরিক্ত পিপি, এজিপি, এপিপি এবং এলজিপিদের আরও দায়িত্বশীল ও দায়বদ্ধ করতে এই ফি বাড়ানো হয় বলে আজ বৃহস্পতিবার আইন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আইন মন্ত্রণালয় বলছে, আইনমন্ত্রী আনিসুল হকের বিশেষ উদ্যোগে এসব ফি বাড়ানো হয়েছে। তার আগে কয়েক দফা আলোচনার পর অর্থ মন্ত্রণালয় ফি বাড়ানোর প্রস্তাবে সম্মতি দেয় এবং এতে প্রধানমন্ত্রীর সম্মতি নেওয়া হয়।
অর্থ মন্ত্রণালয়ের সম্মতি অনুযায়ী, জিপি, পিপি ও বিশেষ পিপিদের মাসিক রিটেইনার ফি বিভাগীয় শহরের ক্ষেত্রে ১৫ হাজার টাকা ও জেলা শহরের ক্ষেত্রে ১২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। আগে মেট্রোপলিটন এলাকায় এই ফি ৩ হাজার টাকা ও জেলা শহরে দেড় হাজার টাকা ছিল।
জিপিদের মামলা প্রতি মাসিক ভ্যালুয়েশন ফি পুনর্নির্ধারণ করে সর্বোচ্চ ৫ হাজার টাকা করা হয়েছে। আগে এই ফি ছিল সর্বোচ্চ ৩ হাজার টাকা। মামলার শুনানির জন্য পিপি ও বিশেষ পিপিদের দৈনিক ফি পূর্ণদিবসের জন্য ৬০০ টাকা এবং অর্ধদিবসের জন্য ৩০০ টাকা করা হয়েছে। আগে পূর্ণদিবসের জন্য ৫০০ টাকা ও অর্ধদিবসের জন্য ২৫০ টাকা ফি দেওয়া হতো।
অতিরিক্ত জিপি ও অতিরিক্ত পিপিদের মাসিক রিটেইনার বিভাগীয় শহরের ক্ষেত্রে ১২ হাজার টাকা ও জেলা শহরের ক্ষেত্রে ৯ হাজার টাকা করা হয়েছে। আগে মেট্রোপলিটন এলাকায় ৩ হাজার টাকা ও জেলা শহরের ক্ষেত্রে দেড় হাজার টাকা ফি ছিল।
এ ছাড়া অতিরিক্ত জিপিদের মামলার মাসিক ভ্যালুয়েশন ফি সর্বোচ্চ ৫ হাজার টাকা করা হয়েছে। আগে এই ফি ছিল সর্বোচ্চ ৩ হাজার টাকা। মামলার শুনানির জন্য অতিরিক্ত পিপিদের দৈনিক ফি পূর্ণদিবসের জন্য ৫০০ টাকা, অর্ধদিবসের জন্য ৩০০ টাকা করা হয়েছে। আগে পূর্ণদিবসের জন্য ৪০০ টাকা ও অর্ধদিবসের জন্য ২৫০ টাকা ফি ছিল।
এজিপি, এপিপি ও এলজিপিদের মাসিক রিটেইনার ফি বিভাগীয় শহরের ক্ষেত্রে ৬ হাজার টাকা ও জেলা শহরের ক্ষেত্রে ৪ হাজার টাকা করেছে সরকার। আগে এজিপি ও এলজিপিরা ৭৫০ টাকা হারে মাসিক রিটেইনার ফি পেলেও এপিপিরা কোনো ফি পেতেন না।
নতুন নিয়মে এজিপি ও এলজিপিদের মামলা প্রতি মাসিক ভ্যালুয়েশন ফি পুনর্নির্ধারণ করে সর্বোচ্চ ৫ হাজার টাকা করা হয়েছে। আগে এই ফি ছিল সর্বোচ্চ ৩ হাজার টাকা। মামলার শুনানির জন্য এপিপিদের দৈনিক ফি পূর্ণদিবসের জন্য ২৫০ টাকা আর অর্ধদিবসের জন্য ১৫০ টাকা করেছে সরকার। আগে পূর্ণদিবসের জন্য ২০০ টাকা ও অর্ধদিবসের জন্য ১০০ টাকা করে দেওয়া হতো।
ঢাকা: রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনাকারী সরকারি আইন কর্মকর্তাদের মাসিক রিটেইনার ফি চার থেকে পাঁচ গুণ পর্যন্ত বাড়িয়েছে সরকার। এর সঙ্গে মামলা শুনানির জন্য দৈনিক ফি এবং ভ্যালুয়েশন ফিও বাড়ানো হয়েছে।
সরকারি আইন কর্মকর্তা তথা জিপি, পিপি, বিশেষ পিপি, অতিরিক্ত জিপি, অতিরিক্ত পিপি, এজিপি, এপিপি এবং এলজিপিদের আরও দায়িত্বশীল ও দায়বদ্ধ করতে এই ফি বাড়ানো হয় বলে আজ বৃহস্পতিবার আইন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আইন মন্ত্রণালয় বলছে, আইনমন্ত্রী আনিসুল হকের বিশেষ উদ্যোগে এসব ফি বাড়ানো হয়েছে। তার আগে কয়েক দফা আলোচনার পর অর্থ মন্ত্রণালয় ফি বাড়ানোর প্রস্তাবে সম্মতি দেয় এবং এতে প্রধানমন্ত্রীর সম্মতি নেওয়া হয়।
অর্থ মন্ত্রণালয়ের সম্মতি অনুযায়ী, জিপি, পিপি ও বিশেষ পিপিদের মাসিক রিটেইনার ফি বিভাগীয় শহরের ক্ষেত্রে ১৫ হাজার টাকা ও জেলা শহরের ক্ষেত্রে ১২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। আগে মেট্রোপলিটন এলাকায় এই ফি ৩ হাজার টাকা ও জেলা শহরে দেড় হাজার টাকা ছিল।
জিপিদের মামলা প্রতি মাসিক ভ্যালুয়েশন ফি পুনর্নির্ধারণ করে সর্বোচ্চ ৫ হাজার টাকা করা হয়েছে। আগে এই ফি ছিল সর্বোচ্চ ৩ হাজার টাকা। মামলার শুনানির জন্য পিপি ও বিশেষ পিপিদের দৈনিক ফি পূর্ণদিবসের জন্য ৬০০ টাকা এবং অর্ধদিবসের জন্য ৩০০ টাকা করা হয়েছে। আগে পূর্ণদিবসের জন্য ৫০০ টাকা ও অর্ধদিবসের জন্য ২৫০ টাকা ফি দেওয়া হতো।
অতিরিক্ত জিপি ও অতিরিক্ত পিপিদের মাসিক রিটেইনার বিভাগীয় শহরের ক্ষেত্রে ১২ হাজার টাকা ও জেলা শহরের ক্ষেত্রে ৯ হাজার টাকা করা হয়েছে। আগে মেট্রোপলিটন এলাকায় ৩ হাজার টাকা ও জেলা শহরের ক্ষেত্রে দেড় হাজার টাকা ফি ছিল।
এ ছাড়া অতিরিক্ত জিপিদের মামলার মাসিক ভ্যালুয়েশন ফি সর্বোচ্চ ৫ হাজার টাকা করা হয়েছে। আগে এই ফি ছিল সর্বোচ্চ ৩ হাজার টাকা। মামলার শুনানির জন্য অতিরিক্ত পিপিদের দৈনিক ফি পূর্ণদিবসের জন্য ৫০০ টাকা, অর্ধদিবসের জন্য ৩০০ টাকা করা হয়েছে। আগে পূর্ণদিবসের জন্য ৪০০ টাকা ও অর্ধদিবসের জন্য ২৫০ টাকা ফি ছিল।
এজিপি, এপিপি ও এলজিপিদের মাসিক রিটেইনার ফি বিভাগীয় শহরের ক্ষেত্রে ৬ হাজার টাকা ও জেলা শহরের ক্ষেত্রে ৪ হাজার টাকা করেছে সরকার। আগে এজিপি ও এলজিপিরা ৭৫০ টাকা হারে মাসিক রিটেইনার ফি পেলেও এপিপিরা কোনো ফি পেতেন না।
নতুন নিয়মে এজিপি ও এলজিপিদের মামলা প্রতি মাসিক ভ্যালুয়েশন ফি পুনর্নির্ধারণ করে সর্বোচ্চ ৫ হাজার টাকা করা হয়েছে। আগে এই ফি ছিল সর্বোচ্চ ৩ হাজার টাকা। মামলার শুনানির জন্য এপিপিদের দৈনিক ফি পূর্ণদিবসের জন্য ২৫০ টাকা আর অর্ধদিবসের জন্য ১৫০ টাকা করেছে সরকার। আগে পূর্ণদিবসের জন্য ২০০ টাকা ও অর্ধদিবসের জন্য ১০০ টাকা করে দেওয়া হতো।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে গেজেট প্রকাশ করা হয়েছে। রোববার (২৪ নভেম্বর) আইন মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়
৪ ঘণ্টা আগেগণ-অভ্যুত্থানে সরকার পতনের পর দায়িত্ব নিয়ে তড়িঘড়ি করে বেশির ভাগ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছিল অন্তর্বর্তী সরকার। নতুন ডিসিদের মধ্যে অনেকের বিরুদ্ধে এখন নানা রকম অভিযোগ আসছে। এই অবস্থায় নতুন কর্মকর্তাদের মধ্য থেকে ডিসি নিয়োগের প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
৪ ঘণ্টা আগেসংবিধান সংস্কারে গঠিত কমিশন চলতি নভেম্বর মাসের মধ্যে অংশীজনদের সঙ্গে আলোচনা শেষ করবে বলে জানিয়েছেন কমিশনটির প্রধান অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেছেন, ‘যদি কোনো ধরনের অপ্রত্যাশিত পরিস্থিতির সৃষ্টি না হয় তাহলে নির্ধারিত সময়ের মধ্যেই সুপারিশের খসড়া প্রকাশ করা সম্ভব হবে। সুপারিশ চূড়ান্ত করে সরকারের কাছে দে
৫ ঘণ্টা আগেজাপান বাংলাদেশে সাম্প্রতিক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি জানান, জাপান অর্থনৈতিক পুনরুদ্ধারে সহায়তা করতে প্রস্তুত এবং দুই দেশের ঐতিহাসিক সম্পর্ক আরও দৃঢ় করার প্রতিশ্রুতি দিয়েছে।
৫ ঘণ্টা আগে