ঢাকার চার স্টেশনে আটকে গেছে ১০ ট্রেন, রেলপথ অবরোধে শিডিউল বিপর্যয়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৬ জুলাই ২০২৪, ২০: ০৫
Thumbnail image

রাজধানীর মহাখালীতে রেলপথ অবরোধ করেছে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা। এই অবরোধের কারণে ঢাকার চার স্টেশনে অন্তত ১০টি ট্রেন আটকা পড়েছে। ফলে রাজধানী ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

আজ মঙ্গলবার বেলা ২টার কিছু আগে রেলপথ অবরোধের প্রক্রিয়া শুরু করেন আন্দোলনকারীরা। এর ফলে বিভিন্ন স্টেশনে ট্রেন আটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে স্টেশন মাস্টার শাহাদাৎ হোসেন।

শাহাদাৎ জানান, ক্যান্টনমেন্ট স্টেশনে সিল্ক সিটি, তেজগাঁও স্টেশনে বনলতা এক্সপ্রেস, এয়ারপোর্ট স্টেশনে হাওর এক্সপ্রেস ট্রেন আটকে আছে।

তিনি বলেন, ‘রাজধানী থেকে বের হওয়ার পথে বিভিন্ন স্টেশনে ট্রেন আটকে থাকায় এর প্রভাব পড়েছে কমলাপুরের ঢাকা রেলওয়ে স্টেশনেও। স্টেশনটিতে রাজশাহী কমিউটার, চট্টলা এক্সপ্রেস, কালনি এক্সপ্রেস, জামালপুর কমিউটার, সুবর্ণ এক্সপ্রেসসহ ৬টি ট্রেন আটকা পড়েছে। এতে সারা দেশের সঙ্গে ঢাকার ট্রেন যোগাযোগের শিডিউল বিপর্যয় ঘটেছে।’

উদ্ভূত পরিস্থিতির মধ্যে ট্রেনের শিডিউল কখন স্বাভাবিক হতে পারে, সেই বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত