নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্যের আলোকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে রাখা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
আজ রোববার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি এ কথা বলেন।
রাজনৈতিক দলগুলো ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাচ্ছে, এটা কি সম্ভব? প্রধান উপদেষ্টাও বলে দিয়েছেন এটা নির্বাচন কমিশনের এখতিয়ার—এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘প্রধান উপদেষ্টা মহোদয় তো ঘোষণা দিয়েছেনই যে মিনিমাম সংস্কার করা হলে ২০২৫ সালের শেষের দিকে। আর সংস্কার যদি সত্যিকার অর্থে করতে হয়, তাহলে পরের বছরের (২০২৬) জুন মাস এসে যাবে। আমরা ওনার বক্তব্যের আলোকে প্রস্তুতি নিয়ে রাখছি, সেটা যখনই হোক না কেন।’
সংস্কার কমিশনের প্রধানের সঙ্গে বৈঠকের বিষয়ে সিইসি বলেন, ‘আমাদের সঙ্গে আলোচনা করতে এসেছে যে ওনারা তো সংস্কার কমিশনের প্রতিবেদন খুবই শিগগিরই দিয়ে দেবেন। তো আমাদের কোনো সুপারিশ বা বক্তব্য আছে কি না তা জানতে চেয়েছেন। আমরা বিভিন্ন বিষয়ে যেটা অনুভব করছি সেগুলো জানিয়েছি।’
কোন কোন বিষয়ে আলোচনা হয়েছে জানতে চাইলে নাসির উদ্দিন বলেন, ‘সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ-সংক্রান্ত কিছু বিষয় আছে, ভোটার তালিকা-সংক্রান্ত কিছু বিষয় আছে। এ ছাড়া যেগুলো নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ, সেগুলোর বিষয়ে আমাদের কিছু সুপারিশ থাকবে। ওনারা সুপারিশ করুক আর না করুক, আমাদের তা অ্যাড্রেস করতে হবে। তা না হলে আমরা সীমানা পুনর্নির্ধারণ করতে পারছি না। ভোটার তালিকায় যেহেতু যুবকদের আনতে চাই, সেহেতু এখানেও কিছু পরিবর্তন আনতে হবে। আমরা তাদের বিষয়গুলো জানতে চাইনি। আমাদের কী প্রয়োজন সেগুলো বলেছি।’
বৈঠকের বিষয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেন, সংস্কার প্রতিবেদন ৩১ ডিসেম্বরের মধ্যে সরকারের কাছে দেওয়ার চেষ্টা করবো, তা নাহলে জানুয়ারির ৩ তারিখের মধ্যে দিয়ে দেব।
সাক্ষাতের বিষয়ে সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সংস্কার কমিশনের প্রধান হিসেবে ওনাদের কাছে জানতে চেয়েছি ওনাদের কোনো প্রস্তাব আছে কি না।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্যের আলোকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে রাখা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
আজ রোববার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি এ কথা বলেন।
রাজনৈতিক দলগুলো ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাচ্ছে, এটা কি সম্ভব? প্রধান উপদেষ্টাও বলে দিয়েছেন এটা নির্বাচন কমিশনের এখতিয়ার—এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘প্রধান উপদেষ্টা মহোদয় তো ঘোষণা দিয়েছেনই যে মিনিমাম সংস্কার করা হলে ২০২৫ সালের শেষের দিকে। আর সংস্কার যদি সত্যিকার অর্থে করতে হয়, তাহলে পরের বছরের (২০২৬) জুন মাস এসে যাবে। আমরা ওনার বক্তব্যের আলোকে প্রস্তুতি নিয়ে রাখছি, সেটা যখনই হোক না কেন।’
সংস্কার কমিশনের প্রধানের সঙ্গে বৈঠকের বিষয়ে সিইসি বলেন, ‘আমাদের সঙ্গে আলোচনা করতে এসেছে যে ওনারা তো সংস্কার কমিশনের প্রতিবেদন খুবই শিগগিরই দিয়ে দেবেন। তো আমাদের কোনো সুপারিশ বা বক্তব্য আছে কি না তা জানতে চেয়েছেন। আমরা বিভিন্ন বিষয়ে যেটা অনুভব করছি সেগুলো জানিয়েছি।’
কোন কোন বিষয়ে আলোচনা হয়েছে জানতে চাইলে নাসির উদ্দিন বলেন, ‘সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ-সংক্রান্ত কিছু বিষয় আছে, ভোটার তালিকা-সংক্রান্ত কিছু বিষয় আছে। এ ছাড়া যেগুলো নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ, সেগুলোর বিষয়ে আমাদের কিছু সুপারিশ থাকবে। ওনারা সুপারিশ করুক আর না করুক, আমাদের তা অ্যাড্রেস করতে হবে। তা না হলে আমরা সীমানা পুনর্নির্ধারণ করতে পারছি না। ভোটার তালিকায় যেহেতু যুবকদের আনতে চাই, সেহেতু এখানেও কিছু পরিবর্তন আনতে হবে। আমরা তাদের বিষয়গুলো জানতে চাইনি। আমাদের কী প্রয়োজন সেগুলো বলেছি।’
বৈঠকের বিষয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেন, সংস্কার প্রতিবেদন ৩১ ডিসেম্বরের মধ্যে সরকারের কাছে দেওয়ার চেষ্টা করবো, তা নাহলে জানুয়ারির ৩ তারিখের মধ্যে দিয়ে দেব।
সাক্ষাতের বিষয়ে সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সংস্কার কমিশনের প্রধান হিসেবে ওনাদের কাছে জানতে চেয়েছি ওনাদের কোনো প্রস্তাব আছে কি না।
আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে এক প্রশ্নে রিজওয়ানা হাসান বলেন, ‘নির্বাচনে কোন দল অংশগ্রহণ করবে আর কোন দল অংশগ্রহণ করবে না এটা তো আমরা বলে দেব না। যে দল অংশগ্রহণ করতে চায় সে দল করবে। কোন দল কেমন করে অংশগ্রহণ করবে সেটা তো সেই দলকেই সিদ্ধান্ত নিতে হবে।’
৩০ মিনিট আগেইংরেজি বর্ষবরণের প্রাক্কালে থার্টি ফার্স্ট নাইটে উচ্চশব্দে গান–বাজনা, হৈ–হুল্লোড়, আতশবাজি ইত্যাদি শব্দদূষণ প্রতিকারে ৯৯৯ নম্বরে মোট ১ হাজার ১৮৫টি কল এসেছে। জাতীয় জরুরি সেবা ৯৯৯–এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২ ঘণ্টা আগেআজ সকালে সচিবালয়ের ২ নম্বর গেটের সামনে অবস্থান নেন ৪৩তম বিসিএসে বাদ পড়া প্রার্থীরা। তাঁদের চারজন প্রতিনিধি বেলা আড়াইটার পর জনপ্রশাসন সচিবের দপ্তরে গিয়ে সবার আবেদন পৌঁছে দেন।
২ ঘণ্টা আগেরাজউকের পূর্বাচল উপশহর প্রকল্প কার্যালয়ে অভিযানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার দুপুরে দুদকের ৬ সদস্যের দল রাজউক অ্যাভিনিউয়ে যায়। তাঁরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের বরাদ্দকৃত প্লটসহ বরাদ্দকৃত প্লটের নথি সংগ্রহ করে সেগুলো খতিয়ে দেখছেন।
৩ ঘণ্টা আগে