নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তে অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে গোলাগুলির ঘটনায় রোহিঙ্গা মাদক কারবারিরা জড়িত বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী একথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বান্দরবানের তুমব্রু সীমান্তের নোম্যান্সল্যান্ডে রোহিঙ্গা মাদক কারবারিদের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটেছে। অভিযানের জায়গাটি নোম্যান্সল্যান্ড (শূণ্য রেখা)। সেখানে কয়েক হাজার রোহিঙ্গা জনগোষ্ঠীর অবস্থান বলে জানা গেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গোয়েন্দা সংস্থার খবরের ভিত্তিতে সেখারে মাদক উদ্ধারের অভিযানে গিয়েছিল। দুর্ঘটনাবশত একজন অফিসার সেখানে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। তিনি কীভাবে গুলিবিদ্ধ হলেন এবং কোন মাদক কারবারিরা তাকে গুলি ছুঁড়ল। এসব বিষয় নিয়ে আমরা কাজ করছি। এ ঘটনার সত্য উদঘাটন করে আমরা পরবর্তীতে জানাব।
গোয়েন্দা সংস্থা এ ধরনের অভিযান পরিকল্পনামাফিক করে থাকে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
সোমবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাব ও ডিজিএফআইর মাদকবিরোধী যৌথ অভিযান পরিচালনাকালে মাদক চোরাচালানকারীদের গুলিতে দায়িত্বরত অবস্থায় ডিজিএফআইয়ের একজন কর্মকর্তা দেশের জন্য আত্মত্যাগ করে শহীদ হন। এসময় আহত হন র্যাবের একজন সদস্য।
নিহত রিজওয়ান রুশদী বিমানবাহিনীর স্কোয়াড্রন লিডার। আর গুলিবিদ্ধ র্যাবের সদস্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা স্থিতিশীল বলে চিকিৎসক জানিয়েছেন।
এই হামলার ঘটনার পর তুমব্রু সীমান্ত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সেখানে যাতায়াতে বিধিনিষেধ আরোপ করা হয়েছে; পুরো এলাকাজুড়ে সৃষ্টি করা হয়েছে নিরাপত্তাবলয়।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তে অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে গোলাগুলির ঘটনায় রোহিঙ্গা মাদক কারবারিরা জড়িত বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী একথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বান্দরবানের তুমব্রু সীমান্তের নোম্যান্সল্যান্ডে রোহিঙ্গা মাদক কারবারিদের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটেছে। অভিযানের জায়গাটি নোম্যান্সল্যান্ড (শূণ্য রেখা)। সেখানে কয়েক হাজার রোহিঙ্গা জনগোষ্ঠীর অবস্থান বলে জানা গেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গোয়েন্দা সংস্থার খবরের ভিত্তিতে সেখারে মাদক উদ্ধারের অভিযানে গিয়েছিল। দুর্ঘটনাবশত একজন অফিসার সেখানে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। তিনি কীভাবে গুলিবিদ্ধ হলেন এবং কোন মাদক কারবারিরা তাকে গুলি ছুঁড়ল। এসব বিষয় নিয়ে আমরা কাজ করছি। এ ঘটনার সত্য উদঘাটন করে আমরা পরবর্তীতে জানাব।
গোয়েন্দা সংস্থা এ ধরনের অভিযান পরিকল্পনামাফিক করে থাকে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
সোমবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাব ও ডিজিএফআইর মাদকবিরোধী যৌথ অভিযান পরিচালনাকালে মাদক চোরাচালানকারীদের গুলিতে দায়িত্বরত অবস্থায় ডিজিএফআইয়ের একজন কর্মকর্তা দেশের জন্য আত্মত্যাগ করে শহীদ হন। এসময় আহত হন র্যাবের একজন সদস্য।
নিহত রিজওয়ান রুশদী বিমানবাহিনীর স্কোয়াড্রন লিডার। আর গুলিবিদ্ধ র্যাবের সদস্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা স্থিতিশীল বলে চিকিৎসক জানিয়েছেন।
এই হামলার ঘটনার পর তুমব্রু সীমান্ত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সেখানে যাতায়াতে বিধিনিষেধ আরোপ করা হয়েছে; পুরো এলাকাজুড়ে সৃষ্টি করা হয়েছে নিরাপত্তাবলয়।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে গেজেট প্রকাশ করা হয়েছে। রোববার (২৪ নভেম্বর) আইন মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়
৬ ঘণ্টা আগেগণ-অভ্যুত্থানে সরকার পতনের পর দায়িত্ব নিয়ে তড়িঘড়ি করে বেশির ভাগ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছিল অন্তর্বর্তী সরকার। নতুন ডিসিদের মধ্যে অনেকের বিরুদ্ধে এখন নানা রকম অভিযোগ আসছে। এই অবস্থায় নতুন কর্মকর্তাদের মধ্য থেকে ডিসি নিয়োগের প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
৬ ঘণ্টা আগেসংবিধান সংস্কারে গঠিত কমিশন চলতি নভেম্বর মাসের মধ্যে অংশীজনদের সঙ্গে আলোচনা শেষ করবে বলে জানিয়েছেন কমিশনটির প্রধান অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেছেন, ‘যদি কোনো ধরনের অপ্রত্যাশিত পরিস্থিতির সৃষ্টি না হয় তাহলে নির্ধারিত সময়ের মধ্যেই সুপারিশের খসড়া প্রকাশ করা সম্ভব হবে। সুপারিশ চূড়ান্ত করে সরকারের কাছে দে
৭ ঘণ্টা আগেজাপান বাংলাদেশে সাম্প্রতিক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি জানান, জাপান অর্থনৈতিক পুনরুদ্ধারে সহায়তা করতে প্রস্তুত এবং দুই দেশের ঐতিহাসিক সম্পর্ক আরও দৃঢ় করার প্রতিশ্রুতি দিয়েছে।
৮ ঘণ্টা আগে