Ajker Patrika

ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ব্যাংককে অনুষ্ঠিত বিমসটেক সম্মেলনের ফাঁকে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত
ব্যাংককে অনুষ্ঠিত বিমসটেক সম্মেলনের ফাঁকে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ব্যাংককে অনুষ্ঠিত বিমসটেক সম্মেলনের ফাঁকে ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগের সঙ্গে বৈঠক করেছেন। আজ শুক্রবার অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। উভয় নেতা বাণিজ্য ও যোগাযোগ আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন।

প্রধান উপদেষ্টা আগামী সপ্তাহে ঢাকায় অনুষ্ঠেয় বিনিয়োগ সম্মেলনে ভুটানি বিনিয়োগকারীদের একটি প্রতিনিধিদল পাঠানোর অনুরোধ জানান। আলোচনায় কুড়িগ্রামে ভুটানের নির্ধারিত বিশেষ অর্থনৈতিক অঞ্চলের সর্বশেষ অগ্রগতির বিষয়েও কথা হয়।

ভুটানের প্রধানমন্ত্রী জানান, তাঁদের উদ্যোক্তারা এই অর্থনৈতিক অঞ্চলে ফল-ফলাদি প্রক্রিয়াকরণসহ বিভিন্ন কারখানায় বিনিয়োগ করতে আগ্রহী এবং এখানকার উৎপাদিত পণ্য দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে রপ্তানি করতে চান।

দাশো শেরিং তোবগে বাংলাদেশ থেকে একটি নির্দিষ্ট ফাইবার অপটিক ইন্টারনেট সংযোগ চেয়েছেন। প্রধান উপদেষ্টা এ বিষয়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

এ ছাড়া ভুটানি শিক্ষার্থীদের জন্য, বিশেষ করে, চিকিৎসাশাস্ত্রে স্নাতকদের জন্য বাংলাদেশ আরও বেশি শিক্ষার সুযোগ দেবে বলে জানান অধ্যাপক ইউনূস।

ভুটানের প্রধানমন্ত্রী অধ্যাপক ইউনূসকে বিমসটেকের চেয়ারম্যান হওয়ার জন্য অভিনন্দন জানান এবং আশাবাদ ব্যক্ত করেন, তাঁর নেতৃত্বে বঙ্গোপসাগরকেন্দ্রিক এই আঞ্চলিক সহযোগিতা নতুন গতি পাবে।

বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, এসডিজি সমন্বয়কারী লামিয়া মোরশেদ ও পররাষ্ট্রসচিব জসীম উদ্দিন উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত