নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ব্যাংককে অনুষ্ঠিত বিমসটেক সম্মেলনের ফাঁকে ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগের সঙ্গে বৈঠক করেছেন। আজ শুক্রবার অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। উভয় নেতা বাণিজ্য ও যোগাযোগ আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন।
প্রধান উপদেষ্টা আগামী সপ্তাহে ঢাকায় অনুষ্ঠেয় বিনিয়োগ সম্মেলনে ভুটানি বিনিয়োগকারীদের একটি প্রতিনিধিদল পাঠানোর অনুরোধ জানান। আলোচনায় কুড়িগ্রামে ভুটানের নির্ধারিত বিশেষ অর্থনৈতিক অঞ্চলের সর্বশেষ অগ্রগতির বিষয়েও কথা হয়।
ভুটানের প্রধানমন্ত্রী জানান, তাঁদের উদ্যোক্তারা এই অর্থনৈতিক অঞ্চলে ফল-ফলাদি প্রক্রিয়াকরণসহ বিভিন্ন কারখানায় বিনিয়োগ করতে আগ্রহী এবং এখানকার উৎপাদিত পণ্য দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে রপ্তানি করতে চান।
দাশো শেরিং তোবগে বাংলাদেশ থেকে একটি নির্দিষ্ট ফাইবার অপটিক ইন্টারনেট সংযোগ চেয়েছেন। প্রধান উপদেষ্টা এ বিষয়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
এ ছাড়া ভুটানি শিক্ষার্থীদের জন্য, বিশেষ করে, চিকিৎসাশাস্ত্রে স্নাতকদের জন্য বাংলাদেশ আরও বেশি শিক্ষার সুযোগ দেবে বলে জানান অধ্যাপক ইউনূস।
ভুটানের প্রধানমন্ত্রী অধ্যাপক ইউনূসকে বিমসটেকের চেয়ারম্যান হওয়ার জন্য অভিনন্দন জানান এবং আশাবাদ ব্যক্ত করেন, তাঁর নেতৃত্বে বঙ্গোপসাগরকেন্দ্রিক এই আঞ্চলিক সহযোগিতা নতুন গতি পাবে।
বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, এসডিজি সমন্বয়কারী লামিয়া মোরশেদ ও পররাষ্ট্রসচিব জসীম উদ্দিন উপস্থিত ছিলেন।
বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ব্যাংককে অনুষ্ঠিত বিমসটেক সম্মেলনের ফাঁকে ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগের সঙ্গে বৈঠক করেছেন। আজ শুক্রবার অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। উভয় নেতা বাণিজ্য ও যোগাযোগ আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন।
প্রধান উপদেষ্টা আগামী সপ্তাহে ঢাকায় অনুষ্ঠেয় বিনিয়োগ সম্মেলনে ভুটানি বিনিয়োগকারীদের একটি প্রতিনিধিদল পাঠানোর অনুরোধ জানান। আলোচনায় কুড়িগ্রামে ভুটানের নির্ধারিত বিশেষ অর্থনৈতিক অঞ্চলের সর্বশেষ অগ্রগতির বিষয়েও কথা হয়।
ভুটানের প্রধানমন্ত্রী জানান, তাঁদের উদ্যোক্তারা এই অর্থনৈতিক অঞ্চলে ফল-ফলাদি প্রক্রিয়াকরণসহ বিভিন্ন কারখানায় বিনিয়োগ করতে আগ্রহী এবং এখানকার উৎপাদিত পণ্য দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে রপ্তানি করতে চান।
দাশো শেরিং তোবগে বাংলাদেশ থেকে একটি নির্দিষ্ট ফাইবার অপটিক ইন্টারনেট সংযোগ চেয়েছেন। প্রধান উপদেষ্টা এ বিষয়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
এ ছাড়া ভুটানি শিক্ষার্থীদের জন্য, বিশেষ করে, চিকিৎসাশাস্ত্রে স্নাতকদের জন্য বাংলাদেশ আরও বেশি শিক্ষার সুযোগ দেবে বলে জানান অধ্যাপক ইউনূস।
ভুটানের প্রধানমন্ত্রী অধ্যাপক ইউনূসকে বিমসটেকের চেয়ারম্যান হওয়ার জন্য অভিনন্দন জানান এবং আশাবাদ ব্যক্ত করেন, তাঁর নেতৃত্বে বঙ্গোপসাগরকেন্দ্রিক এই আঞ্চলিক সহযোগিতা নতুন গতি পাবে।
বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, এসডিজি সমন্বয়কারী লামিয়া মোরশেদ ও পররাষ্ট্রসচিব জসীম উদ্দিন উপস্থিত ছিলেন।
প্রায় ১৫ বছর পর অনুষ্ঠিত বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে কাশ্মীর ইস্যু তুলে ধরে ভারতের সঙ্গে দ্বন্দ্বের প্রসঙ্গ তোলে পাকিস্তান। তবে বাংলাদেশের বিবৃতিতে এই ইস্যুর উল্লেখ না থাকলেও ঢাকা একাত্তরের গণহত্যা, ক্ষতিপূরণসহ একাধিক ঐতিহাসিক বিষয় উত্থাপন করে। বৈঠকে সার্ক পুনরুজ্জীবন এবং
২ ঘণ্টা আগেবিয়ে, তালাক, উত্তরাধিকার ও ভরণপোষণে সমান অধিকারের জন্য অধ্যাদেশ জারির সুপারিশ করেছে নারীবিষয়ক সংস্কার কমিশন। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেওয়া প্রতিবেদনে এই সুপারিশ করা হয়েছে। আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রধান শিরীন
৩ ঘণ্টা আগেনারীর প্রতি বৈষম্য দূর করতে নারীবিষয়ক সংস্কার কমিশনের যেসব সুপারিশ এখনই বাস্তবায়নযোগ্য, সেসব দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
৫ ঘণ্টা আগেনিজের অধীনে থাকা তিনটি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের অফিস সময়ে সভায় অংশ নেওয়ার জন্য সম্মানী না নেওয়ার নির্দেশনা দিয়েছেন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
৫ ঘণ্টা আগে