Ajker Patrika

২০০৭–এর আগে জন্মগ্রহণকারীদের নিজ উদ্যোগে ভোটার হওয়ার অনুরোধ

অনলাইন ডেস্ক
ফাইল ছবি
ফাইল ছবি

যেসব নাগরিকের জন্ম ২০০৭ সালের ১ জানুয়ারি বা তার আগে কিন্তু ভোটার হননি, তাঁদের নিজ উদ্যোগে ভোটার নিবন্ধন করার অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ জন্য তাঁদের নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট থানা, উপজেলা কার্যালয়ে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

আজ সোমবার ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।

গতকাল রোববার ইসির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে আগামী ২ জানুয়ারির মধ্যে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য সংশোধন করার অনুরোধ করা হয়েছিল। সেই বিজ্ঞপ্তি সংশোধন করে আজ গণমাধ্যমে নতুন বিজ্ঞপ্তি দিয়েছে ইসি।

নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। যাদের জন্ম ১ জানুয়ারি, ২০০৭ বা এর আগে তাঁরা যদি ভোটার না হয়ে থাকেন তাঁদের সংশ্লিষ্ট উপজেলা, থানা নির্বাচন কার্যালয়ে যোগাযোগ করে ভোটার হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।

ভোটার তালিকা আইন অনুযায়ী, প্রতিবছর ২ জানুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত সময়ের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করা হয়। প্রতিবছর ২ জানুয়ারি এর আগের বছরের তথ্য নিয়ে হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ করে ইসি। তালিকা নিয়ে দাবি, আপত্তি নিষ্পত্তি শেষে ২ মার্চ চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। আগামী ২ মার্চ চলতি বছরের তথ্য নিয়ে হালনাগাদ চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

২ মার্চের পর আগামী বছরের ভোটার তালিকা হালনাগাদের জন্য বাড়ি বাড়ি গিয়ে নাগরিকদের তথ্য সংগ্রহ করবে নির্বাচন কমিশন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত