নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ নেওয়া ব্যক্তিদের অপেক্ষার পালা শেষ হচ্ছে। জাতিসংঘের টিকা বিতরণ কর্মসূচি কোভ্যাক্সের মাধ্যমে থেকে দুই দফায় এই টিকা আসায় আগামীকাল রোববার থেকে দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হবে। আজ শনিবার টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে জাপান থেকে উপহার পাওয়া টিকাগ্রহণকালে এই কথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
আজ বিকেলে জাপান থেকে অ্যাস্ট্রাজেনেকার টিকার ৭ লাখ ৮১ হাজার ডোজ এসেছে। এর আগে গত ২৪ জুলাই এসেছিল ২ লাখ ৪৫ হাজার ডোজ।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, জাপান থেকে উপহার হিসেবে অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকার প্রায় ১০ লাখ টিকা হাতে এসেছে। এই টিকা থেকে দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হবে।
দেশে টিকার কোনো সংকট নেই জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় ও গাইডলাইনে টিকা বিষয়ে আমরা অনেক দূর এগিয়ে গেছি। এখন পর্যন্ত টিকা এসেছে ২ কোটি ৪০ লাখ। টিকা দেওয়া হয়েছে ১ কোটি ৩০ লাখ। বর্তমানে সরকারের হাতে আছে ১ কোটি ২১ লাখ ডোজ।
জাহিদ মালেক জানান, চীন থেকে আরও ৩৪ লাখ ডোজ টিকা আগামী সপ্তাহে আসবে। এই মাসেই অ্যাস্ট্রাজেনেকার আরও টিকা আসবে। আগামী মাসে ফাইজারের ৬০ লাখ ডোজ টিকা আসবে।
টিকাদান প্রক্রিয়া আগের চেয়ে অনেক বেশি সহজ করা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, বয়স্করা যদি শুধু জাতীয় পরিচয়পত্র নিয়েও টিকাদান কেন্দ্রে আসেন, তাঁদের টিকা দেওয়া হবে। যদি কারো কোনো আইডি কার্ডও না থাকে তবে বিশেষ ব্যবস্থায় তাঁদের টিকা দেওয়া হবে। করোনাভাইরাসে বয়স্করাই বেশি আক্রান্ত হচ্ছেন। তাঁরাই বেশি মারা যাচ্ছেন। আমরা মৃত্যুর হার কমাতে চাই। তাই এই কার্যক্রম শুরু করতে যাচ্ছি।
বিশ্ব জুড়ে ন্যায্যতার ভিত্তিতে করোনার টিকা নিশ্চিতের লক্ষ্যে গড়ে তোলা প্ল্যাটফর্ম কোভ্যাক্সের মাধ্যমে বাংলাদেশকে অ্যাস্ট্রাজেনেকার টিকা দিচ্ছে জাপান। টিকাগুলো ইপিআইয়ের কেন্দ্রীয় স্টোরের ওয়াক ইনকুলার রুমে সংরক্ষণ করা হবে। এই টিকার ৩ কোটি ৪০ লাখ ডোজ ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে কিনেছিল বাংলাদেশ। দুই চালানে ৭০ লাখ ডোজ টিকা দিয়েছে প্রতিষ্ঠানটি। পরে ভারত সরকারের নিষেধাজ্ঞায় আর টিকা দিতে পারেনি।
সরবরাহ সংকটে যারা প্রথম ডোজ নিয়েছিলেন, তাঁদের সবাইকে দ্বিতীয় ডোজ দেওয়া যায়নি। জাপান থেকে আসা অ্যাস্ট্রাজেনেকার টিকা আসায় সেই সংকটের অনেকটা নিরসন হতে যাচ্ছে।
অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ নেওয়া ব্যক্তিদের অপেক্ষার পালা শেষ হচ্ছে। জাতিসংঘের টিকা বিতরণ কর্মসূচি কোভ্যাক্সের মাধ্যমে থেকে দুই দফায় এই টিকা আসায় আগামীকাল রোববার থেকে দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হবে। আজ শনিবার টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে জাপান থেকে উপহার পাওয়া টিকাগ্রহণকালে এই কথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
আজ বিকেলে জাপান থেকে অ্যাস্ট্রাজেনেকার টিকার ৭ লাখ ৮১ হাজার ডোজ এসেছে। এর আগে গত ২৪ জুলাই এসেছিল ২ লাখ ৪৫ হাজার ডোজ।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, জাপান থেকে উপহার হিসেবে অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকার প্রায় ১০ লাখ টিকা হাতে এসেছে। এই টিকা থেকে দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হবে।
দেশে টিকার কোনো সংকট নেই জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় ও গাইডলাইনে টিকা বিষয়ে আমরা অনেক দূর এগিয়ে গেছি। এখন পর্যন্ত টিকা এসেছে ২ কোটি ৪০ লাখ। টিকা দেওয়া হয়েছে ১ কোটি ৩০ লাখ। বর্তমানে সরকারের হাতে আছে ১ কোটি ২১ লাখ ডোজ।
জাহিদ মালেক জানান, চীন থেকে আরও ৩৪ লাখ ডোজ টিকা আগামী সপ্তাহে আসবে। এই মাসেই অ্যাস্ট্রাজেনেকার আরও টিকা আসবে। আগামী মাসে ফাইজারের ৬০ লাখ ডোজ টিকা আসবে।
টিকাদান প্রক্রিয়া আগের চেয়ে অনেক বেশি সহজ করা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, বয়স্করা যদি শুধু জাতীয় পরিচয়পত্র নিয়েও টিকাদান কেন্দ্রে আসেন, তাঁদের টিকা দেওয়া হবে। যদি কারো কোনো আইডি কার্ডও না থাকে তবে বিশেষ ব্যবস্থায় তাঁদের টিকা দেওয়া হবে। করোনাভাইরাসে বয়স্করাই বেশি আক্রান্ত হচ্ছেন। তাঁরাই বেশি মারা যাচ্ছেন। আমরা মৃত্যুর হার কমাতে চাই। তাই এই কার্যক্রম শুরু করতে যাচ্ছি।
বিশ্ব জুড়ে ন্যায্যতার ভিত্তিতে করোনার টিকা নিশ্চিতের লক্ষ্যে গড়ে তোলা প্ল্যাটফর্ম কোভ্যাক্সের মাধ্যমে বাংলাদেশকে অ্যাস্ট্রাজেনেকার টিকা দিচ্ছে জাপান। টিকাগুলো ইপিআইয়ের কেন্দ্রীয় স্টোরের ওয়াক ইনকুলার রুমে সংরক্ষণ করা হবে। এই টিকার ৩ কোটি ৪০ লাখ ডোজ ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে কিনেছিল বাংলাদেশ। দুই চালানে ৭০ লাখ ডোজ টিকা দিয়েছে প্রতিষ্ঠানটি। পরে ভারত সরকারের নিষেধাজ্ঞায় আর টিকা দিতে পারেনি।
সরবরাহ সংকটে যারা প্রথম ডোজ নিয়েছিলেন, তাঁদের সবাইকে দ্বিতীয় ডোজ দেওয়া যায়নি। জাপান থেকে আসা অ্যাস্ট্রাজেনেকার টিকা আসায় সেই সংকটের অনেকটা নিরসন হতে যাচ্ছে।
দেশে বর্তমানে সরকারি চাকরিজীবীর সংখ্যা সাড়ে ১৫ লাখের মতো। তাদের সবাইকে আগামী ৩০ নভেম্বরের মধ্যে সম্পদের হিসাব বিবরণী জমা দিতে হবে। তবে এরপর প্রতিবছর ৩১ ডিসেম্বরের মধ্যে তা জমা দিতে হবে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে গত ১ সেপ্টেম্বর এমনটাই জানানো হয়েছে।
৫ ঘণ্টা আগেফরিদপুরের মল্লিকপুরে ঢাকা-খুলনা মহাসড়কে খাগড়াছড়ি পরিবহন ও গ্রিন এক্সপ্রেস বাসের মুখোমুখি সংঘর্ষের দুর্ঘটনাস্থলকে ‘ব্ল্যাক স্পট’ বা বারংবার দুর্ঘটনাপ্রবণ স্থান হিসেবে চিহ্নিত করেছে জাতীয় তদন্ত কমিটি। মৃতুফাঁদে পরিণত ওই সড়কটির কাঠামোগত ত্রুটি সারানোসহ একগুচ্ছ সুপারিশ করে জরুরি ভিত্তিতে তা বাস্তবায়নের
৬ ঘণ্টা আগেদেশের সব টিভি চ্যানেল ও ইলেকট্রনিক মিডিয়ায় দিনে কমপক্ষে দুবার প্রচার করতে হবে ‘জুলাই অনির্বাণ’ ভিডিওচিত্র। আজ শুক্রবার (২২ নভেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কথা জানায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের আত্মত্যাগ জনগণকে অবহিত করার লক্ষ্যে তথ্য..
৭ ঘণ্টা আগেনতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন ও অপর চার নির্বাচন কমিশনারের শপথ আগামী রোববার অনুষ্ঠিত হবে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ রোববার বেলা দেড়টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাঁদের শপথ পাঠ করাবেন। সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে এ কথা জানান।
৮ ঘণ্টা আগে