নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ভুক্তভোগী বাংলাদেশ। এই যুদ্ধের ফলে সারের দাম চার গুণ বেড়েছে। খাদ্যশস্যের দামও অনেক বেড়েছে। এই যুদ্ধ খাদ্য নিরাপত্তায় প্রভাব ফেলেছে।’
কৃষিমন্ত্রী বলেন, ‘খাদ্য ও কৃষি উপকরণকে যুদ্ধ ও অবরোধের বাইরে রাখা উচিত। খাদ্য নিরাপত্তায় উন্নত বিশ্বকে নমনীয় হয়ে দ্রুত পদক্ষেপ নিতে হবে।’
গতকাল শনিবার জার্মানির বার্লিনে ১৫তম বার্লিন কৃষিমন্ত্রীদের সম্মেলনে আব্দুর রাজ্জাক এসব কথা বলেন। এই সম্মেলনে বিশ্বের ৭০টিরও বেশি দেশের কৃষিমন্ত্রী ও ১০টি আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি অংশ নিয়েছেন।
ভবিষ্যতের খাদ্যনিরাপত্তায় বাংলাদেশ সরকারের প্রস্তুতি তুলে ধরে সম্মেলনে কৃষিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার একটি উন্নত, টেকসই ও জলবায়ু সহনশীল কৃষিব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে। এর মাধ্যমে মানুষের খাদ্যনিরাপত্তা টেকসই হবে এবং কৃষকেরা উন্নত জীবন পাবেন।’
বার্লিনে কৃষিমন্ত্রীদের সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিদলে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রুহুল আমিন তালুকদার ও বার্লিনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার মো. সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।
সম্মেলনে জানানো হয়, বর্তমানে বিশ্ব দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বেশি খাদ্যসংকট পরিস্থিতি মোকাবিলা করছে। ক্ষুধায় আক্রান্ত মানুষের সংখ্যা দিনে দিনে বাড়ছে। ২০২১ সালে ৭০ কোটি ২০ লাখ থেকে ৮২ কোটি ৮০ লাখ মানুষ ক্ষুধায় আক্রান্ত হয়েছেন, যা ২০২০ সালের চেয়ে ৪ কোটি ৬০ লাখ এবং ২০১৯ সালের চেয়ে ১৫ কোটি বেশি।
কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ভুক্তভোগী বাংলাদেশ। এই যুদ্ধের ফলে সারের দাম চার গুণ বেড়েছে। খাদ্যশস্যের দামও অনেক বেড়েছে। এই যুদ্ধ খাদ্য নিরাপত্তায় প্রভাব ফেলেছে।’
কৃষিমন্ত্রী বলেন, ‘খাদ্য ও কৃষি উপকরণকে যুদ্ধ ও অবরোধের বাইরে রাখা উচিত। খাদ্য নিরাপত্তায় উন্নত বিশ্বকে নমনীয় হয়ে দ্রুত পদক্ষেপ নিতে হবে।’
গতকাল শনিবার জার্মানির বার্লিনে ১৫তম বার্লিন কৃষিমন্ত্রীদের সম্মেলনে আব্দুর রাজ্জাক এসব কথা বলেন। এই সম্মেলনে বিশ্বের ৭০টিরও বেশি দেশের কৃষিমন্ত্রী ও ১০টি আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি অংশ নিয়েছেন।
ভবিষ্যতের খাদ্যনিরাপত্তায় বাংলাদেশ সরকারের প্রস্তুতি তুলে ধরে সম্মেলনে কৃষিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার একটি উন্নত, টেকসই ও জলবায়ু সহনশীল কৃষিব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে। এর মাধ্যমে মানুষের খাদ্যনিরাপত্তা টেকসই হবে এবং কৃষকেরা উন্নত জীবন পাবেন।’
বার্লিনে কৃষিমন্ত্রীদের সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিদলে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রুহুল আমিন তালুকদার ও বার্লিনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার মো. সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।
সম্মেলনে জানানো হয়, বর্তমানে বিশ্ব দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বেশি খাদ্যসংকট পরিস্থিতি মোকাবিলা করছে। ক্ষুধায় আক্রান্ত মানুষের সংখ্যা দিনে দিনে বাড়ছে। ২০২১ সালে ৭০ কোটি ২০ লাখ থেকে ৮২ কোটি ৮০ লাখ মানুষ ক্ষুধায় আক্রান্ত হয়েছেন, যা ২০২০ সালের চেয়ে ৪ কোটি ৬০ লাখ এবং ২০১৯ সালের চেয়ে ১৫ কোটি বেশি।
মার্চ মাসে দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৫৮৭টি। এতে নিহত হয়েছেন ৬০৪ জন এবং আহত ১ হাজার ২৩১ জন। ২৪২টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২৩৩ জন, যা মোট নিহতের ৩৮ দশমিক ৫৭ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনার হার ৪১ দশমিক ২২ শতাংশ বলে জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন।
৪০ মিনিট আগেশনিবার দুপুরে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল অডিটোরিয়ামে (বিএআরসি) ‘ইলিশ সম্পদ ব্যবস্থাপনায় প্রজনন সাফল্য নিরূপণ, জাটকা সংরক্ষণ ও ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক সভায় প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এ কথা বলেন।
৩ ঘণ্টা আগেবৈষম্যবিরোধী আন্দোলন সংক্রান্ত মামলায় আসামি গ্রেপ্তারের আগে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। একই সঙ্গে গ্রেপ্তারের উপযুক্ত প্রমাণও পেশ করতে হবে।
৩ ঘণ্টা আগে