Ajker Patrika

১৫ বছরে বঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের আবেদনের সময় দিল জনপ্রশাসন মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
১৫ বছরে বঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের আবেদনের সময় দিল জনপ্রশাসন মন্ত্রণালয়

আওয়ামী লীগ সরকারের আমলে (২০০৯–২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত) চাকরিতে বঞ্চনার শিকার কর্মকর্তাদের আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করার পরামর্শ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আজ বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জনপ্রশাসন মন্ত্রণালয়।

জনপ্রশাসন মন্ত্রণালয় জানায়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতায় ২০০৯–২৪ সালে ৪ আগস্ট পর্যন্ত সময়ে অবসরে যাওয়া কর্মকর্তাদের আবেদন করার জন্য বলা হয়েছে। এতে বলা হয়েছে, অবসরে যাওয়া যেসব কর্মকর্তা নিজেকে বঞ্চিত মনে করেন এবং এই কমিটির মাধ্যমে প্রতিকার আশা করেন তাঁদের প্রত্যেকের বঞ্চনার ধরন ও কারণ উল্লেখ করে সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয় বরাবর আবেদন করতে হবে। আবেদনে অতিরিক্ত সচিব (নিয়োগ, পদোন্নতি, প্রেষণ) অনুবিভাগের দৃষ্টি আকর্ষণসহ আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে আবেদন জমা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। 

এতে আরও বলা হয়েছে, যেসব কর্মকর্তা ইতিমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে আবেদন করেছেন তাঁদের নতুন করে আবেদনের প্রয়োজন নেই। আবেদন পর্যালোচনা করে যথাযথ সুপারিশের জন্য সরকার গঠিত কমিটির সিদ্ধান্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। তবে কমিটির কাজ স্বল্পতম সময় ও সহজে সম্পন্ন করার সুবিধার্থে আবেদনকারী কর্মকর্তাকে এই বিজ্ঞপ্তির সঙ্গে সংযুক্ত ছকে তথ্যাদি এবং নিজস্ব পিডিএসের একটি কপি সরবরাহের অনুরোধ করা হয়েছে।

ছক যেসব তথ্য থাকবে: নাম, আইডি, ব্যাচ, চাকরিতে যোগদানের তারিখ, অবসরকালীন পদবি, উপসচিব, যুগ্ম সচিব, অতিরিক্ত ও সচিব পদে পদোন্নতি হলে প্রাপ্তির তারিখ, কনিষ্ঠ কোনো কর্মকর্তা পদোন্নতি পেয়ে হয়ে থাকলে তাঁর নাম আইডি পদোন্নতির তারিখ। সেই সঙ্গে আবেদনকারীর বঞ্চনার কারণ উল্লেখ করতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত