নিজস্ব প্রতিবেদক ঢাকা
যুক্তরাজ্যে বসবাসরত অবৈধ বাংলাদেশি অভিবাসীদের ফিরিয়ে আনতে শিগগিরই স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরস (এসওপি) সইয়ের উদ্যোগ নেবে সরকার।
আজ বুধবার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক দায়িত্ব নেওয়ার পর প্রথমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছেন। ব্রিটেনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অনেক দিনের। সেটা স্মরণ করেই তিনি এখানে এসেছেন।’
আলোচনার বিষয়ে মন্ত্রী বলেন, ‘অবৈধ কিছু অভিবাসী ব্রিটেনে রয়েছেন। ইউরোপের সঙ্গে বাংলাদেশের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরস (এসওপি) হয়েছে। যাঁরা অবৈধভাবে সেখানে বসবাস করেন, তাঁদের কীভাবে ফিরিয়ে দেবেন, সে জন্যই একটি এসওপি সই হয়েছিল। তাঁরা ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে আসবেন। যে কারণে তাঁদের সঙ্গেও একটি এসওপি করার কথা বলেছেন। খুব শিগগিরই এই এসওপিতে সই করা হবে।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ব্রিটেন বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা করতে চায়। তারা দেশের আইনশৃঙ্খলা বাহিনীকে বিভিন্ন খাতে প্রশিক্ষণ দিতে চাচ্ছে।’
মন্ত্রী বলেন, ‘হাইকমিশনারকে বলা হয়েছে, ব্রিটেন বাংলাদেশের সব ধরনের সহযোগিতা করতে চায়। তাঁরা দেশের আইনশৃঙ্খলা বাহিনীকে বিভিন্ন খাতে প্রশিক্ষণ দিতে চাচ্ছেন। তাঁকে বলা হয়েছে, বাংলাদেশের পুলিশ অফিসারেরা আগেও আপনাদের কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছে। সেটা অব্যাহত রাখতে চাচ্ছি। জিআইজেড নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান কারাগার নিয়ে কাজ করছে। এটা অব্যাহত রাখতে চাচ্ছে।’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরসের (এসওপি) মাধ্যমে দেশে ফিরিয়ে আনা যাবে কি না—এ প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা আমাদের চেষ্টা করবই। তাঁরা কতখানি করবেন, সেটা তাঁরা জানেন।’
যুক্তরাজ্যে বসবাসরত অবৈধ বাংলাদেশি অভিবাসীদের ফিরিয়ে আনতে শিগগিরই স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরস (এসওপি) সইয়ের উদ্যোগ নেবে সরকার।
আজ বুধবার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক দায়িত্ব নেওয়ার পর প্রথমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছেন। ব্রিটেনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অনেক দিনের। সেটা স্মরণ করেই তিনি এখানে এসেছেন।’
আলোচনার বিষয়ে মন্ত্রী বলেন, ‘অবৈধ কিছু অভিবাসী ব্রিটেনে রয়েছেন। ইউরোপের সঙ্গে বাংলাদেশের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরস (এসওপি) হয়েছে। যাঁরা অবৈধভাবে সেখানে বসবাস করেন, তাঁদের কীভাবে ফিরিয়ে দেবেন, সে জন্যই একটি এসওপি সই হয়েছিল। তাঁরা ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে আসবেন। যে কারণে তাঁদের সঙ্গেও একটি এসওপি করার কথা বলেছেন। খুব শিগগিরই এই এসওপিতে সই করা হবে।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ব্রিটেন বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা করতে চায়। তারা দেশের আইনশৃঙ্খলা বাহিনীকে বিভিন্ন খাতে প্রশিক্ষণ দিতে চাচ্ছে।’
মন্ত্রী বলেন, ‘হাইকমিশনারকে বলা হয়েছে, ব্রিটেন বাংলাদেশের সব ধরনের সহযোগিতা করতে চায়। তাঁরা দেশের আইনশৃঙ্খলা বাহিনীকে বিভিন্ন খাতে প্রশিক্ষণ দিতে চাচ্ছেন। তাঁকে বলা হয়েছে, বাংলাদেশের পুলিশ অফিসারেরা আগেও আপনাদের কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছে। সেটা অব্যাহত রাখতে চাচ্ছি। জিআইজেড নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান কারাগার নিয়ে কাজ করছে। এটা অব্যাহত রাখতে চাচ্ছে।’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরসের (এসওপি) মাধ্যমে দেশে ফিরিয়ে আনা যাবে কি না—এ প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা আমাদের চেষ্টা করবই। তাঁরা কতখানি করবেন, সেটা তাঁরা জানেন।’
নির্বাচনের দিকে ধাপে ধাপে এগিয়ে যাবে সরকার বলে জানিয়েছেন ভূমি, পর্যটন ও বেসামরিক বিমান উপদেষ্টা এ এফ হাসান আরিফ। আজ শুক্রবার রাজধানীর শেরেবাংলা নগরে বিআইসিসিতে এশিয়ান আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২৪ পরিদর্শন শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
২৭ মিনিট আগেঢাকাস্থ মার্কিন দূতাবাস ভিসা আবেদনকারীদের জন্য নতুন ঘোষণা দিয়েছে। সহজ হয়েছে সাক্ষাৎকারবিহীন ভিসা আবেদন প্রক্রিয়া। বিস্তারিত জানুন।
৩২ মিনিট আগেথাইল্যান্ড, মিয়ানমার, লাওস, ভিয়েতনাম ও কম্বোডিয়ায় ভ্রমণের ব্যাপারে বাংলাদেশি নাগরিকদের সতর্ক করেছে সরকার। স্ক্যাম চক্রের প্রতারণা এড়াতে নিয়োগ যাচাই এবং সাইবার নিরাপত্তা মেনে চলার পরামর্শ।
৩ ঘণ্টা আগেহজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তাঁদের অভ্যর্থনা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, এবং আইওএমের কর্মকর্তারা। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক মোস্তফা জামিল খান ফেরত আসা বাংলাদেশিদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।
৯ ঘণ্টা আগে