Ajker Patrika

সৌদি সরকার ওমরাহ ভিসা বন্ধ করেনি: ধর্ম উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৮ মার্চ ২০২৫, ১৬: ৪৭
সংবাদ সম্মেলনে ধর্ম বিষয়ক উপদেষ্টা খ ম খালিদ হোসেন। ছবি: আজকের পত্রিকা
সংবাদ সম্মেলনে ধর্ম বিষয়ক উপদেষ্টা খ ম খালিদ হোসেন। ছবি: আজকের পত্রিকা

সৌদি সরকার ওমরাহ বিষয় বন্ধ করেনি বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। সম্প্রতি ওমরাহ ভিসা বন্ধ দাবি করে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন নিয়ে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ধর্ম উপদেষ্টা বলেন, কিছুদিন যাবৎ দেশের গণমাধ্যমগুলোতে ‘হঠাৎ ওমরাহ ভিসা বন্ধ: বিপাকে বাংলাদেশি ওমরাহ যাত্রীরা’ কিংবা ‘ওমরাহ ভিসা নিয়ে অনিশ্চয়তা: ক্ষতির মুখে হজ এজেন্সি’— এ ধরনের সংবাদ প্রকাশিত হয়েছে। বিষয়টি নিয়ে সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন, ভিসা বন্ধ হয়নি। দেশের হজ এজেন্সিগুলোকে উড়োজাহাজের ভাড়ার বুকিং ও হোটেলের রিজার্ভেশনসহ সৌদি হজ এজেন্সির সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

উপদেষ্টা আরও বলেন, হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) তথ্য অনুযায়ী, প্রতি বছর রমজান মাসে আনুমানিক এক লাখ বাংলাদেশি ওমরাহ পালন করেন। চলতি বছর সৌদি কর্তৃপক্ষ মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে বাংলাদেশিদের ওমরাহ ভিসা দেওয়া বন্ধ করে দেয়। এ কারণে বাংলাদেশের প্রায় ২০ হাজার ওমরাহযাত্রী এ বছর রমজান মাসে ওমরাহ পালনে যেতে পারছে না বলে হাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

ধর্ম উপদেষ্টা আরও বলেন, এ দেশের ওমরাহ যাত্রীদের ভিসা প্রদান করা হচ্ছে না—এ বিষয়টি অবহিত হওয়ার পরপরই ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে ঢাকায় সৌদি দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়। প্রথমে ভিসা প্রদান কার্যক্রম চালু রাখার বিষয়ে মৌখিকভাবে অনুরোধ জানানো হয়। পরবর্তীতে ১৩ মার্চ এ মন্ত্রণালয়ের সচিব মহোদয় ভিসা প্রদান কার্যক্রম চালু রাখার বিষয়ে ঢাকায় সৌদি রাষ্ট্রদূতকে একটি ডিও পত্র পাঠান।

উপদেষ্টা বলেন, সৌদি রাষ্ট্রদূত জানিয়েছেন, বাংলাদেশিদের জন্য ওমরাহ ভিসা বন্ধ করা হয়নি। এ ক্ষেত্রে তিনি বাংলাদেশের হজ বা ওমরাহ এজেন্সির প্রতিনিধিদের ওমরাহ পালনে হোটেল বুকিং বা রিজার্ভেশন ও এয়ারলাইনসের টিকিটসহ সৌদি আরবের ওমরাহ এজেন্ট কোম্পানির সঙ্গে যোগাযোগের পরামর্শ দিয়েছেন। তিনি আরও জানিয়েছেন, সৌদি ওমরাহ এজেন্ট কোম্পানি যদি সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে তাহলে বাংলাদেশি ওমরাহ যাত্রীদের অনুকূলে ভিসা ইস্যুর ব্যবস্থা গ্রহণ করবে। প্রকৃতপক্ষে, বাংলাদেশিদের জন্য ওমরাহ ভিসা বন্ধ করা হয়নি।

উপদেষ্টা বলেন, জেদ্দায় বাংলাদেশের হজ অফিস জানিয়েছে সৌদি সরকারের হজ ও ওমরাহ মন্ত্রণালয় চার শতাধিক সৌদি ওমরাহ কোম্পানিকে বিভিন্ন দেশের এজেন্সির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ওমরাহ কার্যক্রম পরিচালনার দায়িত্ব দিয়ে রেখেছেন। এই কোম্পানিগুলোর নির্ধারিত কোটা শেষ হলে ওই কোম্পানিগুলোর সঙ্গে সংশ্লিষ্ট দেশের ভিসা প্রদান কার্যক্রম বন্ধ করা হয়। বাংলাদেশে অনুমোদিত ওমরাহ এজেন্সির পাশাপাশি সৌদি আরবের নুসুক অ্যাপ আইডি ও পাসওয়ার্ড প্রাপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠান ওমরাহ কার্যক্রম পরিচালনা করতে পারে।

উপদেষ্টা আরও বলেন, রমজান মাসে অনেকে বিমানের টিকিট বুকিং দিয়ে রেখেছিলেন। কিন্তু ভিসা না হওয়ায় ওমরাহ পালন করতে যেতে পারেননি বা যেতে পারছেন না। অনেকে টিকিট বাতিল করতে বাধ্য হয়েছেন। এর ফলে ওমরাহ যাত্রী ও হজ এজেন্সিগুলো আর্থিক ক্ষতির শিকার হয়েছেন। ওমরাহ যাত্রীদের টিকিটের অর্থ ফেরতের বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও সাউদিয়া এয়ারলাইনসের সঙ্গে আলোচনা করা হয়েছে। উড়োজাহাজের টিকিট সংগ্রহ করেছেন এমন ওমরাহ যাত্রীরা যাতে রমজান মাসেই ওমরাহ পালন করতে যেতে পারেন সেলক্ষ্যে কাজ চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খিলক্ষেতে ধর্ষণের অভিযোগে কিশোরকে গণপিটুনি, আহত ৭ পুলিশ

জাবি শিক্ষার্থীদের ওপর হামলায় মদদ: ৯ শিক্ষক বরখাস্ত, উপাচার্যের পেনশন বাতিল

বাংলাদেশের হিন্দুদের নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র

ইউএনওর গাড়িচালকদের চাকরি স্থায়ীকরণে বাধা কাটল

মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের মন্তব্য গুরুতর: পররাষ্ট্র উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত