Ajker Patrika

দুদকের মামলা স্বাস্থ্যসচিব জাহাঙ্গীর কারাগারে

অনলাইন ডেস্ক
আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ২১: ০৬
জাহাঙ্গীর আলম বুলবুল। ছবি: সংগৃহীত
জাহাঙ্গীর আলম বুলবুল। ছবি: সংগৃহীত

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় গ্রেপ্তার সাবেক স্বাস্থ্যসচিব জাহাঙ্গীর আলমকে আজ মঙ্গলবার কারাগারে পাঠানো হয়েছে। ভোরে ডিবি পুলিশের সহায়তায় রমনার সচিব নিবাসের বাসা থেকে তাঁকে আটক করা হয়। পরে তাঁকে দুদকের মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া আজকের পত্রিকাকে জানান, জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে দুদকের মামলা আছে। দুদকের চাহিদার ভিত্তিতে তাঁকে ভোরে ডিবি পুলিশ বাসা থেকে আটক করে ডিবি কার্যালয়ে নেয়। দুপুরে তাঁকে দুদকের কাছে হস্তান্তর করা হয়।

দুদকের সূত্র জানায়, জাহাঙ্গীর আলম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব-১ এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ছিলেন। আটকের পর গতকাল দুদকের সহকারী পরিচালক রাকিবুল হায়াত বাদী হয়ে তাঁর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে একটি মামলা করেন। মামলায় জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত ১৩ কোটি ৭৫ লাখ ৮৪ হাজার ৭৫০ টাকা সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

জাহাঙ্গীর আলমকে পরে আদালতে হাজির করা হয়। দুদকের সহকারী পরিচালক রাকিবুল হায়াত আজকের পত্রিকাকে জানান, জাহাঙ্গীর আলমকে দুদকের মামলায় গ্রেপ্তারের পর ঢাকার বিশেষ জজ আদালতে হাজির করা হলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

২০২৩ সালের অক্টোবরে জাহাঙ্গীর আলম স্বাস্থ্যসেবা বিভাগের সচিব হন। আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ২০ আগস্ট তাঁকে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করা হয়। ২৮ অক্টোবর তাঁকে বাধ্যতামূলক অবসর দেয় অন্তর্বর্তী সরকার। তাঁর গ্রামের বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলায়। তিনি বিসিএস একাদশ ব্যাচের প্রশাসন ক্যাডারের সদস্য হিসেবে ১৯৯৩ সালে চাকরিতে যোগ দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত