বন্যায় ক্ষতিগ্রস্তদের এক দিনের বেতন দিল বিমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

সম্প্রতি দেশের পূর্বাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতার জন্য এক দিনের বেতনের সমপরিমাণ অর্থ দান করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কর্মকর্তা-কর্মচারীসহ পাইলট ও কেবিন ক্রুগণ। আজ বুধবার (১৮ সেপ্টেম্বর) মাননীয় প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে এই অর্থ প্রদান করা হয়েছে। 

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম এক সংবাদ বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। 

সংবাদ বিবৃতিতে বলা হয়, বুধবার (১৮ সেপ্টেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মো. সাফিকুর রহমান এবং পরিচালক প্রশাসন ও মানবসম্পদ জনাব মো. মতিউল ইসলাম চৌধুরী (যুগ্ম সচিব) এক দিনের বেতনের সমপরিমাণ অর্থের চেক মহাপরিচালক (প্রশাসন) জনাব মো. আহসান কিবরিয়া সিদ্দিকি (অতিরিক্ত সচিব), মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তরের কাছে হস্তান্তর করেছেন। 

বিমান বাংলাদেশ এয়ারলাইনস সর্বদা দেশ ও দেশের মানুষের জরুরি প্রয়োজনে পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত