কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
ঢাকায় ইতালি দূতাবাসে ভিসা দেওয়ার গতি কম। সরকার বাংলাদেশের কর্মীদের ভিসা দেওয়ার প্রক্রিয়া দ্রুততর করতে দূতাবাসকে যথেষ্ট চাপ দিচ্ছে।
ভিসাপ্রার্থী কয়েকজন কর্মী আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। পরে সাংবাদিকদের এ কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌফিক হোসেন।
ঢাকায় ইতালি দূতাবাসের সঙ্গে মন্ত্রণালয়ের যোগাযোগের কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, দূতাবাসে ৪০ হাজার কর্মীর ভিসার আবেদন জমা আছে। এর মধ্যে ২০ হাজার ব্যক্তির নিয়োগের সঠিকতার বিষয়ে দূতাবাস নিশ্চিত হয়েছে। দূতাবাসে কর্মী কয়েকজন বাড়ানো হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যেই ২০ হাজার ভিসা দেওয়ার চেষ্টা করবে দূতাবাস।
উপদেষ্টা বলেন, ভিসা প্রার্থীদের বলা হয়েছে যদি তাঁরা সভা–সমাবেশ ও ঘেরাও ইত্যাদি কর্মসূচির মাধ্যমে পরিস্থিতি তৈরির চেষ্টা করেন, তাতে কারও কোনো লাভ হবে না।
যদি বেশি চাপ দেওয়া হয়, দূতাবাসের কর্মকর্তারা যদি ঝুঁকির মুখে আছে বলে মনে করেন, তাহলে আরও কর্মকর্তা চলে যেতে পারেন বলে সতর্ক করে উপদেষ্টা বলেন, এতে ভিসা দেওয়ার বিষয়টি আরও বিলম্বিত হবে। আর বৈধভাবে যে কর্মসূচির অধীনে কর্মী নেওয়ার প্রক্রিয়া দেশটি শুরু হয়েছে, তা তাঁরা বাদ দিয়ে দিতে পারেন। এমন আশঙ্কার কথাও ভিসা প্রার্থী ব্যক্তিদের প্রতিনিধিদের জানানো হয়েছে।
পরিস্থিতি তৈরি করে কোনো লাভ নেই, জানিয়ে তৌহিদ হোসেন বলেন, জোর করে ভিসা আদায় করতে সরকার পারবে না। নিয়োগ নিশ্চিত হওয়ার পরও যে কাউকে সাক্ষাৎকারে ডাকা হতে পারে। এমনকি কোনো কারণে ভিসা নাও হতে পারে। কারণ ভিসা দেওয়া বা না দেওয়া তাঁদের (ইতালি সরকারের) সার্বভৌম অধিকার।
ঢাকায় ইতালি দূতাবাসে ভিসা দেওয়ার গতি কম। সরকার বাংলাদেশের কর্মীদের ভিসা দেওয়ার প্রক্রিয়া দ্রুততর করতে দূতাবাসকে যথেষ্ট চাপ দিচ্ছে।
ভিসাপ্রার্থী কয়েকজন কর্মী আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। পরে সাংবাদিকদের এ কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌফিক হোসেন।
ঢাকায় ইতালি দূতাবাসের সঙ্গে মন্ত্রণালয়ের যোগাযোগের কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, দূতাবাসে ৪০ হাজার কর্মীর ভিসার আবেদন জমা আছে। এর মধ্যে ২০ হাজার ব্যক্তির নিয়োগের সঠিকতার বিষয়ে দূতাবাস নিশ্চিত হয়েছে। দূতাবাসে কর্মী কয়েকজন বাড়ানো হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যেই ২০ হাজার ভিসা দেওয়ার চেষ্টা করবে দূতাবাস।
উপদেষ্টা বলেন, ভিসা প্রার্থীদের বলা হয়েছে যদি তাঁরা সভা–সমাবেশ ও ঘেরাও ইত্যাদি কর্মসূচির মাধ্যমে পরিস্থিতি তৈরির চেষ্টা করেন, তাতে কারও কোনো লাভ হবে না।
যদি বেশি চাপ দেওয়া হয়, দূতাবাসের কর্মকর্তারা যদি ঝুঁকির মুখে আছে বলে মনে করেন, তাহলে আরও কর্মকর্তা চলে যেতে পারেন বলে সতর্ক করে উপদেষ্টা বলেন, এতে ভিসা দেওয়ার বিষয়টি আরও বিলম্বিত হবে। আর বৈধভাবে যে কর্মসূচির অধীনে কর্মী নেওয়ার প্রক্রিয়া দেশটি শুরু হয়েছে, তা তাঁরা বাদ দিয়ে দিতে পারেন। এমন আশঙ্কার কথাও ভিসা প্রার্থী ব্যক্তিদের প্রতিনিধিদের জানানো হয়েছে।
পরিস্থিতি তৈরি করে কোনো লাভ নেই, জানিয়ে তৌহিদ হোসেন বলেন, জোর করে ভিসা আদায় করতে সরকার পারবে না। নিয়োগ নিশ্চিত হওয়ার পরও যে কাউকে সাক্ষাৎকারে ডাকা হতে পারে। এমনকি কোনো কারণে ভিসা নাও হতে পারে। কারণ ভিসা দেওয়া বা না দেওয়া তাঁদের (ইতালি সরকারের) সার্বভৌম অধিকার।
তরুণ ছেলে-মেয়েরা মাদকের প্রতি আকৃষ্ট হচ্ছে। তরুণদের মাদকের প্রতি আকৃষ্ট করতে বিশাল সিন্ডিকেট কাজ করছে। তাই আমাদের সংগ্রাম করতে হবে মাদকের সিন্ডিকেটের বিরুদ্ধে...
২১ মিনিট আগেনরওয়ের সাবেক উন্নয়ন ও পরিবেশমন্ত্রী এরিক সলহেইমের নেতৃত্বে একটি উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানি বিশেষজ্ঞ প্রতিনিধিদল আজ রোববার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছে।
৩৩ মিনিট আগেচলচ্চিত্র শিল্পকে প্রসারিত করতে এবং মেধা ও সৃজনশীলতাকে উৎসাহিত করার লক্ষ্যে ২০২৪-২০২৫ অর্থবছরে পূর্ণদৈর্ঘ্য সর্বোচ্চ ১২টি ও স্বল্পদৈর্ঘ্য সর্বোচ্চ ২০টি মিলিয়ে মোট ৩২টি চলচ্চিত্রকে অনুদান দিচ্ছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
৩৭ মিনিট আগেইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র মাহে রমজান ১৪৪৬ হিজরি উপলক্ষে শনিবার থেকে এই মেলার আয়োজন করা হয়। ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন শনিবার বিকেলে প্রধান অতিথি হিসেবে বইমেলার উদ্বোধন করেন। এ সময় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান, পরিচালকবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। উদ্বোধ
৩৯ মিনিট আগে