Ajker Patrika

রেলওয়ের ৪০ ভাগ পোষ্য কোটা নিয়ে হাইকোর্টের রুল 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রেলওয়ের ৪০ ভাগ পোষ্য কোটা নিয়ে হাইকোর্টের রুল 

বাংলাদেশ রেলওয়ের কর্মচারী নিয়োগসংক্রান্ত বিধিমালায় সরাসরি নিয়োগে (১৪ তম থেকে ২০ তম গ্রেড) ৪০ ভাগ পোষ্য কোটার বিধান প্রশ্নে রুল জারি করেছেন হাইকোর্ট। সুপ্রিম কোর্টের আইনজীবী মো. রোকনুজ্জামানের করা রিটের পরিপ্রেক্ষিতে আজ রোববার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসাইন দোলনের বেঞ্চ এ রুল জারি করেন। 

রেলওয়ের নিয়োগ বিধিমালা–২০২০ এর ৩ (৩) উপবিধি সংবিধানের ২৬,২৭, ২৮ ও ২৯ অনুচ্ছেদের সঙ্গে কেন সাংঘর্ষিক ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে রুলে। রেলসচিব, আইনসচিবসহ সংশ্লিষ্টদের আগামী ১০ দিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। 

এর আগে রেলওয়ের কর্মচারী নিয়োগ বিধিমালার ৩ (৩) উপবিধির বৈধতা চ্যালেঞ্জ করে আইনজীবী রোকনুজ্জামান গত ২৬ মে রিটটি করেন। রিটের পক্ষে রোকনুজ্জামান নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়। 

রোকনুজ্জামান বলেন, নিয়োগ বিধিমালা–২০২০ এর ৩ (৩) উপবিধিতে রেলওয়েতে যাঁরা চাকরি করছেন, তাঁদের সন্তানদের জন্য ৪০ শতাংশ পোষ্য কোটা রাখা হয়েছে। রিট করলে আদালত রুল জারি করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

বগুড়ায় ইফতারের পর ডেকে নিয়ে যুবককে হত্যা

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

সেনাসদস্যকে এক গাড়ি ধাক্কা দেয়, আরেক গাড়ি পিষে যায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত