Ajker Patrika

রবীন্দ্র কাছারিবাড়ির সৌন্দর্য বিকৃত করলে ব্যবস্থা: হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৯ জুলাই ২০২৩, ১৫: ৫৯
রবীন্দ্র কাছারিবাড়ির সৌন্দর্য বিকৃত করলে ব্যবস্থা: হাইকোর্ট

সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র কাছারিবাড়ির সৌন্দর্য বিকৃত করলে আইন অনুসারে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। আজ বুধবার রায় প্রকাশের বিষয়টি জানান রিটকারী আইনজীবী মনজিল মোরসেদ। প্রকাশিত রায়ে তিনটি নির্দেশনা দিয়েছেন বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি মো. খায়রুল আলমের বেঞ্চ। এর আগে গত বছরের ১৬ আগস্ট এসংক্রান্ত রুল নিষ্পত্তি করে রায় দেন আদালত। 

রায়ে রবীন্দ্র কাছারিবাড়ির ঐতিহাসিক গুরুত্ব ও সৌন্দর্য বিকৃত করে এমন কোনো স্থাপনা আছে কি না, তা তদন্ত করতে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দেওয়া হয়। রায়ে বলা হয়, রবীন্দ্র কাছারিবাড়ির ঐতিহাসিক গুরুত্ব ও সৌন্দর্য বিকৃত করে এমন কোনো স্থাপনা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া যেতে পারে। এ ছাড়া রবীন্দ্র কাছারিবাড়ির ঐতিহাসিক গুরুত্ব ও পবিত্রতা রক্ষার্থে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ডিজি নিকটস্থ জমি ও ভবনের ব্যাপারে যথাযথ ব্যবস্থা স্বাধীনভাবে গ্রহণ করতে পারবেন বলে রায়ে উল্লেখ করেন হাইকোর্ট। 

এর আগে রবীন্দ্র কাছারিবাড়ির প্রত্নতত্ত্বের পার্শ্ববর্তী এলাকায় পুরাকীর্তি সংরক্ষণ বিধি অমান্য করে ভবন নির্মাণসংক্রান্ত সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হলে ২০১৪ সালে হাইকোর্টে রিট আবেদন করেন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ। ওই রিটের পরিপ্রেক্ষিতে একই বছরের ৫ আগস্ট হাইকোর্ট রুল জারি করে স্থিতাবস্থা জারি করেন। পরবর্তী সময়ে রুল নিষ্পত্তি করে রায় দেন আদালত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত